Ajker Patrika

ছক্কার রেকর্ডে ডি ভিলিয়ার্সকে টপকে গেলেন রোহিত

ছক্কার রেকর্ডে ডি ভিলিয়ার্সকে টপকে গেলেন রোহিত

এক পঞ্জিকাবর্ষে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা কার? এই প্রশ্নে এত দিন নাম নিতে হতো এবি ডি ভিলিয়ার্সের। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার ২০১৫ সালে ৫৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। তাঁর এই রেকর্ডটা আজ ভেঙে দিলেন রোহিত শর্মা। ভারতীয় ওপেনার গড়লেন এক পঞ্জিকাবর্ষে ৬০ ছক্কার নতুন রেকর্ড। 

বেঙ্গালুরুতে বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে ২টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। তাতে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে নিজেকে নতুন উচ্চতায় তুলেছেন ভারতীয় অধিনায়ক। 

এই বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ১৫ নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়েতে অনুষ্ঠেয় সেমিফাইনাল জিতলে ফাইনালে খেলবে ভারত। তাতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটিকে আরও উচ্চতায় যে তুলবেন রোহিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 
 
তো এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোয় রোহিত ও ডি ভিলিয়ার্সের পরে কে? ৫৬টি ছক্কা নিয়ে এই তালিকার তিন নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০১৯ সালে এই সংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। ২০০২ আফ্রিদি ৪৮ ও ওয়াসিম এই বছর ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত