
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশের গল্প শেষ। বাংলাদেশ ভারতে না যেতে চাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়েছে। ক্রিকেটাররা ভারতে না যেতে পারলেও বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাচ্ছেন দুই আম্পায়ার।
আইসিসি গতকাল এক বিজ্ঞপ্তিতে ৩০ সদস্যের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। যার মধ্যে আছেন দুই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। ভারতে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল যেতে না পারলেও আম্পায়াররা কীভাবে যাচ্ছেন? আজকের পত্রিকাকে গতকাল বাংলাদেশের এক আম্পায়ার বলেন, ‘আমরা আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার। ব্যক্তিগতভাবে আমার নিরাপত্তা দেওয়া আইসিসির জন্য সহজ। আমাদের জন্য আলাদা আইসিসি নিরাপত্তা বিশ্লেষণ করে আমাদের পাঠিয়েছে।’
সূচি অনুযায়ী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনসে এবং এক ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। গতকাল বাংলাদেশের ওই আম্পায়ার বলেন, ‘দল গেলে তো কয়েক হাজার দর্শক যাবে। এত ম্যাচ, কর্মকর্তা মিলে যাবেন কয়েক শ মানুষ। দলের নিরাপত্তা দেওয়া তো সমস্যা না। ভিভিআইপি নিরাপত্তা তো দিতে পারে। কিন্তু দর্শক ও আপনাদের (সাংবাদিক) নিরাপত্তা তো জটিল বিষয়...’
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের সেই আম্পায়ার বলেন, ‘স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন পাঠানো হয়েছে নতুন করে। আইসিসির যিনি নিরাপত্তা ম্যানেজার ছিলেন তিনি আবার আলাদা ই-মেইল পাঠিয়েছেন। আলাদা মূল্যায়ন প্রতিবেদন পাঠিয়েছেন। আমাদের বলেছেন যে আমরা নিরাপদ। যদি কখনো কিছু মনে হয়, তাহলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে তাঁর সঙ্গে কথা বলার জন্য। নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য হলে সমস্যা নেই। মাঠ থেকে হোটেল আমাদের নিরাপত্তার দায়িত্বে কর্মকর্তা থাকবেন।’
বাংলাদেশি আম্পায়ারদের বিশ্বকাপের ম্যাচ অফিশিয়াল হিসেবে ভারত সফর নিয়ে বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের সঙ্গে আম্পায়ারদের আলাদা চুক্তি আছে আইসিসির। তারা এলিট প্যানেল আম্পায়ার, আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার। এটা তাদের ক্যারিয়ার।’
দুই সদস্যের বাংলাদেশ শুটিং দল ভারত সফরের অনুমতি পেয়েছে। বিসিবির দুই আম্পায়ারও যাচ্ছেন ভারতে বিশ্বকাপে আম্পায়ারিং করতে।

বাসায় যখন ছিলেন না রুবেন দিয়াস, তখন বাসায় ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, ২৮ জানুয়ারি তাঁর বাড়িতে ভাঙচুর করে অনেক কিছু চুরি করা হয়েছে। তাঁর দল ম্যানচেস্টার সিটি এই ঘটনা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন দলটির সহকারী কোচ পেপ লিন্ডার্স।
২৯ মিনিট আগে
কোচ হিসেবে পেপ গার্দিওলা কতটা সফল, সেটা কারও অজানা নয়। তাঁর হাত ধরেই ম্যানচেস্টার সিটি ২০২৩ সালে জিতেছে চ্যাম্পিয়নস লিগ। ছয়বার ম্যান সিটিকে জিতিয়েছেন প্রিমিয়ার লিগ। তাই বলে যে মাঠের বাইরের ঘটনা তাঁর নজর এড়িয়ে যায়, ব্যাপারটা তা নয়। এবার বার্সেলোনায় ফিলিস্তিন ইস্যুতে তিনি রীতিমতো ক্ষোভ ঝেরেছেন।
১ ঘণ্টা আগে
সুপার সিক্সে ইংল্যান্ডের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ আজ নামবে সান্ত্বনার জয়ের খোঁজে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ।
২ ঘণ্টা আগে
অপেক্ষার পালা শেষে আজ নেপালে শুরু হচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। ৪ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে পিটার বাটলারের দলের প্রতিপক্ষ ভুটান।
৩ ঘণ্টা আগে