
২০২৩ বিশ্বকাপে কোনো কিছুই যে বাংলাদেশের পক্ষে যাচ্ছে না। সবার আগে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল সাকিব আল হাসানের দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। কোনো তালিকাতেই প্রথম দিকে নেই বাংলাদেশের নাম।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে ভারত সবার আগে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। শুধু গতকালের ম্যাচই নয়, টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফিল্ডিং করে আসছে ভারত। গতকাল পর্যন্ত হওয়া টুর্নামেন্টের ৩৩ ম্যাচে ৩১ ক্যাচের মধ্যে ভারতীয় ফিল্ডাররা ধরেছেন ২৫টি ক্যাচ। তাতে প্রায় ৮১ শতাংশ ক্যাচ ধরতে পেরেছে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল। ক্যাচ ধরার সফলতার তালিকায় ৩ নম্বরে রয়েছে রোহিত শর্মার দল। ডেভিড ওয়ার্নারের ক্যাচ ছেড়ে উসামা মীর বেশ ট্রলের শিকার হলেও পাকিস্তান দলই ক্যাচ ধরার সফলতায় শীর্ষে। টুর্নামেন্টে ৪৩ ক্যাচের মধ্যে ৩৭ ক্যাচ ধরে ৮৬ শতাংশ সফলতা নিয়ে সবার ওপরে বাবর আজমের দল।
অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত টুর্নামেন্টে ধরেছে ২৬ ক্যাচ এবং মিস করেছে ৮ ক্যাচ, যার মধ্যে গত ২৮ অক্টোবর কলকাতায় নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস শূন্য রানে থাকা অবস্থায় বাংলাদেশ ক্যাচ ছেড়েছে দুটি। ৭৬ শতাংশ সফলতা নিয়ে এই তালিকায় ৬ নম্বরে রয়েছে সাকিবের দল। যে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ক্যাচ মিসের মহড়া দিয়েছে, সেই ডাচরাও ক্যাচ ধরার সফলতায় রয়েছে পাকিস্তানের পরে দুইয়ে। টুর্নামেন্টে ৩৯ ক্যাচের মধ্যে ৩৩টি ক্যাচ ধরায় ৮৫ শতাংশ সফল ডাচরা। ভারতের মতো সমান ৮১ শতাংশ ক্যাচ ধরে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা রয়েছে ৪ ও ৫ নম্বরে। তবে অস্ট্রেলিয়া দারুণ ছন্দে থাকলেও ক্যাচ ধরার সফলতায় তারা বাংলাদেশের চেয়েও পিছিয়ে। ৪১ ক্যাচের মধ্যে ২৯ ক্যাচ ধরে ৭১ শতাংশ সফলতা নিয়ে অজিরা রয়েছে ৭ নম্বরে। যেখানে চেন্নাইয়ে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। এরপর লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুড়ি-মুড়কির মতো ক্যাচ ছেড়েছেন অজি ফিল্ডাররা।
ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারানো আফগানিস্তান দলও ফিল্ডিংয়ে বেশ পিছিয়ে। টুর্নামেন্টে আফগানরা ধরেছে ২০ ক্যাচ, ছেড়েছে ৮ ক্যাচ। ক্যাচ ধরায় ৭১ শতাংশ সফল আফগানিস্তান রয়েছে আট নম্বরে। অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সমান ৭১ শতাংশ ক্যাচ ধরে এই তালিকায় ৯ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে ক্যাচ ধরায় সবচেয়ে কম সফল দল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে লঙ্কানরা ধরেছে ২২ ক্যাচ ও ছেড়েছে ১৪ ক্যাচ। ৬১ শতাংশ ক্যাচ সফলভাবে ধরতে পেরেছে লঙ্কানরা।

২০২৩ বিশ্বকাপে কোনো কিছুই যে বাংলাদেশের পক্ষে যাচ্ছে না। সবার আগে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল সাকিব আল হাসানের দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। কোনো তালিকাতেই প্রথম দিকে নেই বাংলাদেশের নাম।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে ভারত সবার আগে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। শুধু গতকালের ম্যাচই নয়, টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফিল্ডিং করে আসছে ভারত। গতকাল পর্যন্ত হওয়া টুর্নামেন্টের ৩৩ ম্যাচে ৩১ ক্যাচের মধ্যে ভারতীয় ফিল্ডাররা ধরেছেন ২৫টি ক্যাচ। তাতে প্রায় ৮১ শতাংশ ক্যাচ ধরতে পেরেছে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল। ক্যাচ ধরার সফলতার তালিকায় ৩ নম্বরে রয়েছে রোহিত শর্মার দল। ডেভিড ওয়ার্নারের ক্যাচ ছেড়ে উসামা মীর বেশ ট্রলের শিকার হলেও পাকিস্তান দলই ক্যাচ ধরার সফলতায় শীর্ষে। টুর্নামেন্টে ৪৩ ক্যাচের মধ্যে ৩৭ ক্যাচ ধরে ৮৬ শতাংশ সফলতা নিয়ে সবার ওপরে বাবর আজমের দল।
অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত টুর্নামেন্টে ধরেছে ২৬ ক্যাচ এবং মিস করেছে ৮ ক্যাচ, যার মধ্যে গত ২৮ অক্টোবর কলকাতায় নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস শূন্য রানে থাকা অবস্থায় বাংলাদেশ ক্যাচ ছেড়েছে দুটি। ৭৬ শতাংশ সফলতা নিয়ে এই তালিকায় ৬ নম্বরে রয়েছে সাকিবের দল। যে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ক্যাচ মিসের মহড়া দিয়েছে, সেই ডাচরাও ক্যাচ ধরার সফলতায় রয়েছে পাকিস্তানের পরে দুইয়ে। টুর্নামেন্টে ৩৯ ক্যাচের মধ্যে ৩৩টি ক্যাচ ধরায় ৮৫ শতাংশ সফল ডাচরা। ভারতের মতো সমান ৮১ শতাংশ ক্যাচ ধরে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা রয়েছে ৪ ও ৫ নম্বরে। তবে অস্ট্রেলিয়া দারুণ ছন্দে থাকলেও ক্যাচ ধরার সফলতায় তারা বাংলাদেশের চেয়েও পিছিয়ে। ৪১ ক্যাচের মধ্যে ২৯ ক্যাচ ধরে ৭১ শতাংশ সফলতা নিয়ে অজিরা রয়েছে ৭ নম্বরে। যেখানে চেন্নাইয়ে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। এরপর লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুড়ি-মুড়কির মতো ক্যাচ ছেড়েছেন অজি ফিল্ডাররা।
ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারানো আফগানিস্তান দলও ফিল্ডিংয়ে বেশ পিছিয়ে। টুর্নামেন্টে আফগানরা ধরেছে ২০ ক্যাচ, ছেড়েছে ৮ ক্যাচ। ক্যাচ ধরায় ৭১ শতাংশ সফল আফগানিস্তান রয়েছে আট নম্বরে। অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সমান ৭১ শতাংশ ক্যাচ ধরে এই তালিকায় ৯ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে ক্যাচ ধরায় সবচেয়ে কম সফল দল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে লঙ্কানরা ধরেছে ২২ ক্যাচ ও ছেড়েছে ১৪ ক্যাচ। ৬১ শতাংশ ক্যাচ সফলভাবে ধরতে পেরেছে লঙ্কানরা।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে