নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার পরিবর্তনের সঙ্গে বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বও। নাজমুল হাসান পাপনের অধ্যায় শেষে এখন বিসিবির নেতৃত্বে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ৷ তাঁর সঙ্গে বোর্ডে এসেছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। দুজনের অন্তর্ভুক্তিতে বিসিবির বাইরে চলে গেছেন দুজন পরিচালক ৷ এঁর মধ্যে কথা উঠেছে আহমেদ সাজ্জাদুল আলম ববির বোর্ডের বাইরে চলে যাওয়ার বিষয়টি, যেহেতু তিনি নিজে থেকে পদত্যাগ করেননি।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গঠনতন্ত্র ঠিকঠাক মেনেই সব করা হয়েছে। আজ এনএসসি তাদের ব্যাখ্যায় বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ৯.৩.২ নং অনুচ্ছেদ অনুযায়ী কাউন্সিলর ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এর আগে পাঁচজন প্রতিনিধি মনোনীত করা হয়। তাঁদের মধ্যে জালাল ইউনুস ২০২৪ সালের ১৯ আগস্ট পদত্যাগ করলে সেই শূন্য পদে নাজমল আবেদীন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে পূর্বের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেওয়ায় তা সব জায়গায় প্রশংসিত হচ্ছে।’ এনএসসির ব্যাখ্যায় আরও বলা হয়, এই মনোনয়ন ফিলোসফি অব জুডিসপ্রুডেন্সের ভিত্তিতে প্রচলিত বিধিবিধানের সর্বোচ্চ সতর্ক প্রয়োগের মাধ্যমে করা হয়েছে।
আরেক পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করার পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পদ শূন্য হয়ে যায়। জানা গেছে, এই শূন্যস্থান পূরণ করতে পারেন ফাহিম। আর আগামী ৩০ আগস্টের মধ্যে হতে পারে আরেকটি পরিচালনা পরিষদের সভা।

সরকার পরিবর্তনের সঙ্গে বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বও। নাজমুল হাসান পাপনের অধ্যায় শেষে এখন বিসিবির নেতৃত্বে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ৷ তাঁর সঙ্গে বোর্ডে এসেছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। দুজনের অন্তর্ভুক্তিতে বিসিবির বাইরে চলে গেছেন দুজন পরিচালক ৷ এঁর মধ্যে কথা উঠেছে আহমেদ সাজ্জাদুল আলম ববির বোর্ডের বাইরে চলে যাওয়ার বিষয়টি, যেহেতু তিনি নিজে থেকে পদত্যাগ করেননি।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গঠনতন্ত্র ঠিকঠাক মেনেই সব করা হয়েছে। আজ এনএসসি তাদের ব্যাখ্যায় বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ৯.৩.২ নং অনুচ্ছেদ অনুযায়ী কাউন্সিলর ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এর আগে পাঁচজন প্রতিনিধি মনোনীত করা হয়। তাঁদের মধ্যে জালাল ইউনুস ২০২৪ সালের ১৯ আগস্ট পদত্যাগ করলে সেই শূন্য পদে নাজমল আবেদীন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে পূর্বের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেওয়ায় তা সব জায়গায় প্রশংসিত হচ্ছে।’ এনএসসির ব্যাখ্যায় আরও বলা হয়, এই মনোনয়ন ফিলোসফি অব জুডিসপ্রুডেন্সের ভিত্তিতে প্রচলিত বিধিবিধানের সর্বোচ্চ সতর্ক প্রয়োগের মাধ্যমে করা হয়েছে।
আরেক পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করার পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পদ শূন্য হয়ে যায়। জানা গেছে, এই শূন্যস্থান পূরণ করতে পারেন ফাহিম। আর আগামী ৩০ আগস্টের মধ্যে হতে পারে আরেকটি পরিচালনা পরিষদের সভা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভেন্যু সব আগে থেকে ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মিটিং করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১০ মিনিট আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
৩২ মিনিট আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
৩৭ মিনিট আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
২ ঘণ্টা আগে