আজকের পত্রিকা ডেস্ক

লো-স্কোরিং ম্যাচ যে কতটা রোমাঞ্চ ছড়ায়, সেটা সিলেটে আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি না দেখলে বোঝার উপায় নেই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ কখনো বাংলাদেশের দিকে, কখনোবা আইরিশদের দিকে হেলে পড়তে থাকে। শেষ হাসি হেসেছে আইরিশরা।
সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ ওভারের জন্য। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ধবলধোলাই করতে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৫ রান, হাতে ছিল ৫ উইকেট। ধবলধোলাই এড়ানোর জন্য শেষ সুযোগটুকু কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা। রুদ্ধশ্বাস এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল আয়ারল্যান্ড।
১২৪ রানের লক্ষ্যে নেমে সাবলীলভাবে এগোতে থাকে আয়ারল্যান্ড। দুই ওপেনার অ্যামি হান্টার ও গ্যাবি লুইস ৪৬ বলে ৫৫ রানের জুটি গড়েন। অষ্টম ওভারের চতুর্থ বলে হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উদ্বোধনী জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। ২৪ বলে ৩ চারে ২৮ রান করেন হান্টার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারাতে থাকে আয়ারল্যান্ড। ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারিয়ে আইরিশদের স্কোর হয়ে যায় ১১.৩ ওভারে ৪ উইকেটে ৭০ রান। পঞ্চম উইকেটে রেবেকা স্টোকেল ও লরা ডেলানি ৩৩ রানের জুটি গড়লেও খরচ হয়েছে ৪০ বল। ১৯তম ওভারের প্রথম বলে স্টোকেলকে বোল্ড করে জুটি ভাঙেন নাহিদা আকতার।
শেষ ওভারে আয়ারল্যান্ডের যখন ১৫ রান দরকার, তখন বোলিংয়ে আসেন স্বর্ণা আকতার। বোলারের মাথার ওপর দিয়ে মেরে দুই রান নিতে যান লরা ডেলানি। তাতে রান আউটের ফাঁদে পড়েন আর্লেন কেলি। চাপের মধ্যে থেকে দারুণভাবে ম্যাচ বের করে আনেন ডেলানি। স্বর্ণাকে শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম-টানা তিন বলে তিন চার মেরে আইরিশদের জয় এনে দেন ডেলানি। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান আসে ডেলানির ব্যাটে।৩১ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। ম্যাচসেরা হয়েছেন ডেলানি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক লুইস। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ১৩.৩ ওভারে ১ উইকেটে ১০৪ রান। এরপরই খেই হারায় স্বাগতিকেরা। শেষ ৩৯ বলে ১৯ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে আরও ৬ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। সোবহানার ৪৩ বলে ৪৫ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। তিনি মেরেছেন ৬ চার।
আয়ারল্যান্ডের সেরা বোলার প্রেন্ডারগাস্ট নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২২ রান। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে স্বর্ণা আকতার ও রিতু মণিকে পরপর দুই বলে ফেরান প্রেন্ডারগাস্ট। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছেন প্রেন্ডারগাস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন ৫৪ রান। নিয়েছেন ১০ উইকেট।

লো-স্কোরিং ম্যাচ যে কতটা রোমাঞ্চ ছড়ায়, সেটা সিলেটে আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি না দেখলে বোঝার উপায় নেই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ কখনো বাংলাদেশের দিকে, কখনোবা আইরিশদের দিকে হেলে পড়তে থাকে। শেষ হাসি হেসেছে আইরিশরা।
সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ ওভারের জন্য। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ধবলধোলাই করতে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৫ রান, হাতে ছিল ৫ উইকেট। ধবলধোলাই এড়ানোর জন্য শেষ সুযোগটুকু কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা। রুদ্ধশ্বাস এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল আয়ারল্যান্ড।
১২৪ রানের লক্ষ্যে নেমে সাবলীলভাবে এগোতে থাকে আয়ারল্যান্ড। দুই ওপেনার অ্যামি হান্টার ও গ্যাবি লুইস ৪৬ বলে ৫৫ রানের জুটি গড়েন। অষ্টম ওভারের চতুর্থ বলে হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উদ্বোধনী জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। ২৪ বলে ৩ চারে ২৮ রান করেন হান্টার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারাতে থাকে আয়ারল্যান্ড। ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারিয়ে আইরিশদের স্কোর হয়ে যায় ১১.৩ ওভারে ৪ উইকেটে ৭০ রান। পঞ্চম উইকেটে রেবেকা স্টোকেল ও লরা ডেলানি ৩৩ রানের জুটি গড়লেও খরচ হয়েছে ৪০ বল। ১৯তম ওভারের প্রথম বলে স্টোকেলকে বোল্ড করে জুটি ভাঙেন নাহিদা আকতার।
শেষ ওভারে আয়ারল্যান্ডের যখন ১৫ রান দরকার, তখন বোলিংয়ে আসেন স্বর্ণা আকতার। বোলারের মাথার ওপর দিয়ে মেরে দুই রান নিতে যান লরা ডেলানি। তাতে রান আউটের ফাঁদে পড়েন আর্লেন কেলি। চাপের মধ্যে থেকে দারুণভাবে ম্যাচ বের করে আনেন ডেলানি। স্বর্ণাকে শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম-টানা তিন বলে তিন চার মেরে আইরিশদের জয় এনে দেন ডেলানি। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান আসে ডেলানির ব্যাটে।৩১ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। ম্যাচসেরা হয়েছেন ডেলানি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক লুইস। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ১৩.৩ ওভারে ১ উইকেটে ১০৪ রান। এরপরই খেই হারায় স্বাগতিকেরা। শেষ ৩৯ বলে ১৯ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে আরও ৬ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। সোবহানার ৪৩ বলে ৪৫ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। তিনি মেরেছেন ৬ চার।
আয়ারল্যান্ডের সেরা বোলার প্রেন্ডারগাস্ট নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২২ রান। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে স্বর্ণা আকতার ও রিতু মণিকে পরপর দুই বলে ফেরান প্রেন্ডারগাস্ট। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছেন প্রেন্ডারগাস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন ৫৪ রান। নিয়েছেন ১০ উইকেট।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৪ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে