
লো-স্কোরিং ম্যাচ যে কতটা রোমাঞ্চ ছড়ায়, সেটা সিলেটে আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি না দেখলে বোঝার উপায় নেই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ কখনো বাংলাদেশের দিকে, কখনোবা আইরিশদের দিকে হেলে পড়তে থাকে। শেষ হাসি হেসেছে আইরিশরা।
সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ ওভারের জন্য। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ধবলধোলাই করতে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৫ রান, হাতে ছিল ৫ উইকেট। ধবলধোলাই এড়ানোর জন্য শেষ সুযোগটুকু কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা। রুদ্ধশ্বাস এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল আয়ারল্যান্ড।
১২৪ রানের লক্ষ্যে নেমে সাবলীলভাবে এগোতে থাকে আয়ারল্যান্ড। দুই ওপেনার অ্যামি হান্টার ও গ্যাবি লুইস ৪৬ বলে ৫৫ রানের জুটি গড়েন। অষ্টম ওভারের চতুর্থ বলে হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উদ্বোধনী জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। ২৪ বলে ৩ চারে ২৮ রান করেন হান্টার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারাতে থাকে আয়ারল্যান্ড। ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারিয়ে আইরিশদের স্কোর হয়ে যায় ১১.৩ ওভারে ৪ উইকেটে ৭০ রান। পঞ্চম উইকেটে রেবেকা স্টোকেল ও লরা ডেলানি ৩৩ রানের জুটি গড়লেও খরচ হয়েছে ৪০ বল। ১৯তম ওভারের প্রথম বলে স্টোকেলকে বোল্ড করে জুটি ভাঙেন নাহিদা আকতার।
শেষ ওভারে আয়ারল্যান্ডের যখন ১৫ রান দরকার, তখন বোলিংয়ে আসেন স্বর্ণা আকতার। বোলারের মাথার ওপর দিয়ে মেরে দুই রান নিতে যান লরা ডেলানি। তাতে রান আউটের ফাঁদে পড়েন আর্লেন কেলি। চাপের মধ্যে থেকে দারুণভাবে ম্যাচ বের করে আনেন ডেলানি। স্বর্ণাকে শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম-টানা তিন বলে তিন চার মেরে আইরিশদের জয় এনে দেন ডেলানি। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান আসে ডেলানির ব্যাটে।৩১ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। ম্যাচসেরা হয়েছেন ডেলানি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক লুইস। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ১৩.৩ ওভারে ১ উইকেটে ১০৪ রান। এরপরই খেই হারায় স্বাগতিকেরা। শেষ ৩৯ বলে ১৯ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে আরও ৬ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। সোবহানার ৪৩ বলে ৪৫ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। তিনি মেরেছেন ৬ চার।
আয়ারল্যান্ডের সেরা বোলার প্রেন্ডারগাস্ট নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২২ রান। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে স্বর্ণা আকতার ও রিতু মণিকে পরপর দুই বলে ফেরান প্রেন্ডারগাস্ট। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছেন প্রেন্ডারগাস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন ৫৪ রান। নিয়েছেন ১০ উইকেট।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৯ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১৩ ঘণ্টা আগে