আজকের পত্রিকা ডেস্ক

লো-স্কোরিং ম্যাচ যে কতটা রোমাঞ্চ ছড়ায়, সেটা সিলেটে আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি না দেখলে বোঝার উপায় নেই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ কখনো বাংলাদেশের দিকে, কখনোবা আইরিশদের দিকে হেলে পড়তে থাকে। শেষ হাসি হেসেছে আইরিশরা।
সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ ওভারের জন্য। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ধবলধোলাই করতে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৫ রান, হাতে ছিল ৫ উইকেট। ধবলধোলাই এড়ানোর জন্য শেষ সুযোগটুকু কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা। রুদ্ধশ্বাস এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল আয়ারল্যান্ড।
১২৪ রানের লক্ষ্যে নেমে সাবলীলভাবে এগোতে থাকে আয়ারল্যান্ড। দুই ওপেনার অ্যামি হান্টার ও গ্যাবি লুইস ৪৬ বলে ৫৫ রানের জুটি গড়েন। অষ্টম ওভারের চতুর্থ বলে হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উদ্বোধনী জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। ২৪ বলে ৩ চারে ২৮ রান করেন হান্টার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারাতে থাকে আয়ারল্যান্ড। ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারিয়ে আইরিশদের স্কোর হয়ে যায় ১১.৩ ওভারে ৪ উইকেটে ৭০ রান। পঞ্চম উইকেটে রেবেকা স্টোকেল ও লরা ডেলানি ৩৩ রানের জুটি গড়লেও খরচ হয়েছে ৪০ বল। ১৯তম ওভারের প্রথম বলে স্টোকেলকে বোল্ড করে জুটি ভাঙেন নাহিদা আকতার।
শেষ ওভারে আয়ারল্যান্ডের যখন ১৫ রান দরকার, তখন বোলিংয়ে আসেন স্বর্ণা আকতার। বোলারের মাথার ওপর দিয়ে মেরে দুই রান নিতে যান লরা ডেলানি। তাতে রান আউটের ফাঁদে পড়েন আর্লেন কেলি। চাপের মধ্যে থেকে দারুণভাবে ম্যাচ বের করে আনেন ডেলানি। স্বর্ণাকে শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম-টানা তিন বলে তিন চার মেরে আইরিশদের জয় এনে দেন ডেলানি। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান আসে ডেলানির ব্যাটে।৩১ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। ম্যাচসেরা হয়েছেন ডেলানি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক লুইস। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ১৩.৩ ওভারে ১ উইকেটে ১০৪ রান। এরপরই খেই হারায় স্বাগতিকেরা। শেষ ৩৯ বলে ১৯ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে আরও ৬ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। সোবহানার ৪৩ বলে ৪৫ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। তিনি মেরেছেন ৬ চার।
আয়ারল্যান্ডের সেরা বোলার প্রেন্ডারগাস্ট নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২২ রান। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে স্বর্ণা আকতার ও রিতু মণিকে পরপর দুই বলে ফেরান প্রেন্ডারগাস্ট। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছেন প্রেন্ডারগাস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন ৫৪ রান। নিয়েছেন ১০ উইকেট।

লো-স্কোরিং ম্যাচ যে কতটা রোমাঞ্চ ছড়ায়, সেটা সিলেটে আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি না দেখলে বোঝার উপায় নেই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ কখনো বাংলাদেশের দিকে, কখনোবা আইরিশদের দিকে হেলে পড়তে থাকে। শেষ হাসি হেসেছে আইরিশরা।
সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ ওভারের জন্য। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ধবলধোলাই করতে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৫ রান, হাতে ছিল ৫ উইকেট। ধবলধোলাই এড়ানোর জন্য শেষ সুযোগটুকু কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা। রুদ্ধশ্বাস এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল আয়ারল্যান্ড।
১২৪ রানের লক্ষ্যে নেমে সাবলীলভাবে এগোতে থাকে আয়ারল্যান্ড। দুই ওপেনার অ্যামি হান্টার ও গ্যাবি লুইস ৪৬ বলে ৫৫ রানের জুটি গড়েন। অষ্টম ওভারের চতুর্থ বলে হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উদ্বোধনী জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। ২৪ বলে ৩ চারে ২৮ রান করেন হান্টার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারাতে থাকে আয়ারল্যান্ড। ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারিয়ে আইরিশদের স্কোর হয়ে যায় ১১.৩ ওভারে ৪ উইকেটে ৭০ রান। পঞ্চম উইকেটে রেবেকা স্টোকেল ও লরা ডেলানি ৩৩ রানের জুটি গড়লেও খরচ হয়েছে ৪০ বল। ১৯তম ওভারের প্রথম বলে স্টোকেলকে বোল্ড করে জুটি ভাঙেন নাহিদা আকতার।
শেষ ওভারে আয়ারল্যান্ডের যখন ১৫ রান দরকার, তখন বোলিংয়ে আসেন স্বর্ণা আকতার। বোলারের মাথার ওপর দিয়ে মেরে দুই রান নিতে যান লরা ডেলানি। তাতে রান আউটের ফাঁদে পড়েন আর্লেন কেলি। চাপের মধ্যে থেকে দারুণভাবে ম্যাচ বের করে আনেন ডেলানি। স্বর্ণাকে শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম-টানা তিন বলে তিন চার মেরে আইরিশদের জয় এনে দেন ডেলানি। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান আসে ডেলানির ব্যাটে।৩১ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। ম্যাচসেরা হয়েছেন ডেলানি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক লুইস। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ১৩.৩ ওভারে ১ উইকেটে ১০৪ রান। এরপরই খেই হারায় স্বাগতিকেরা। শেষ ৩৯ বলে ১৯ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে আরও ৬ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। সোবহানার ৪৩ বলে ৪৫ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। তিনি মেরেছেন ৬ চার।
আয়ারল্যান্ডের সেরা বোলার প্রেন্ডারগাস্ট নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২২ রান। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে স্বর্ণা আকতার ও রিতু মণিকে পরপর দুই বলে ফেরান প্রেন্ডারগাস্ট। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছেন প্রেন্ডারগাস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন ৫৪ রান। নিয়েছেন ১০ উইকেট।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে