নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল রোমাঞ্চকর জয় পেয়েছিল বাংলাদেশ। বোলিং ভেলকিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল বাংলাদেশ। ২৪ ঘণ্টা ব্যবধানে বাংলাদেশের ছেলেদের ইমার্জিং ক্রিকেট দল আজ হারাল দক্ষিণ আফ্রিকাকে।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকা ছেলেদের ইমার্জিং ক্রিকেট দলকে বাংলাদেশ হারিয়েছে ব্যাটিং ঝড়ে। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২৭ রান। ১৯তম ওভারে ২০ রান তুললে বাংলাদেশ ম্যাচ অনেকটাই নিজের পকেটে পুড়ে নেয়। রাকিবুল হাসান মারেন ২ ছক্কা ও ১ ছক্কা মারেন তোফায়েল আহমেদ। বাকি আনুষ্ঠানিকতা সারতে বাংলাদেশের লেগেছে ৪ বল। ২ বল হাতে রেখে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ১৪ ও ১৬ মে রাজশাহীতেই হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
৩০২ রানের লক্ষ্যে নেমে ধীরস্থির শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার জিসান আলম ও মাহফিজুল ইসলাম রবিন। দলীয় ৫১ রানে ভেঙে যায় স্বাগতিকদের উদ্বোধনী জুটি। দশম ওভারের প্রথম বলে জিসানকে (৩১) ফিরিয়ে জুটি ভাঙেন সেসোনা সেপো এনদোয়ান্দা।উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন প্রীতম কুমার। তাঁকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়তে অবদান রাখেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ১৯তম ওভারের তৃতীয় বলে প্রীতমকে (১৭) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন।
টপ অর্ডারের দুই ব্যাটারকে হারানোর পরও রবিন খেলে যান নিজের মতো। তৃতীয় উইকেটে আরিফুল ইসলামের সঙ্গে ৮১ রানের জুটি গড়তে রবিন অবদান রেখেছেন। ৮৯ বলে ৮৭ রান করা রবিন বিদায় নিলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৩.২ ওভারে ৩ উইকেটে ১৭২ রান। ইনিংসে ৮ চার ও ২ ছক্কা মারেন এই ওপেনার। রবিনের বিদায়ের পর রান তোলার গতি কিছুটা কমে যায় বাংলাদেশের। ৩৯.৫ ওভারে ৫ উইকেটে ২০১ রানে পরিণত হয় স্বাগতিকেরা।
হাতে ৫ উইকেট নিয়ে ৬১ বলে ১০১ রান তখন বাংলাদেশের কাছে মনে হচ্ছিল পাহাড় সমান। এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আকবর আলী। ২৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তিনি। ৪৭তম ওভারের চতুর্থ বলে আদিলে চার্লস মোঙ্কানেকে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ডেওয়ান মারাইসের তালুবন্দী হয়েছেন আকবর। মারাইস সীমানার ধারে ক্যাচটা ঠিকমতো ধরেছেন কিনা, সেটা আম্পায়ার বারবার পরখ করে দেখেছেন। শেষ পর্যন্ত আকবরকে আউট ঘোষণা করা হয়েছে।
আকবর আউট হওয়ার পর জয়ের জন্য বাংলাদেশের সমীকরণ দাঁড়ায় ২০ বলে ৩৯ রানের। হাতে ৩ উইকেট। এমন অবস্থায় রাকিবুল হাসান ১০ বলে ২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মেরেছেন ৩ ছক্কা। তোফায়েল আহমেদকে নিয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন রাকিবুল। ৪৯.৪ ওভারে ৭ উইকেটে ৩০২ রান করে বাংলাদেশ। ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যাচসেরা হয়েছেন রবিন। সফরকারীদের এনদোয়ান্দা, হার্দিন, মোগাকানে নিয়েছেন দুটি করে উইকেট। এক উইকেট পেয়েছেন সিমলানে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর। স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে রানের জন্য হাঁসফাঁস করতে থাকা দক্ষিণ আফ্রিকার স্কোর ৪০ ওভার শেষে ছিল ৬ উইকেটে ১৮৬ রান। এখান থেকেই ঝড় তোলা শুরু দক্ষিণ আফ্রিকার। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৬ রান যোগ করে সফরকারীরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান করে দক্ষিণ আফ্রিকা। ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেন কন্নর বয়েড এস্টারহুইজেন। ৬৯ বলের ইনিংসে মেরেছেন ৪ চার ও ৩ ছক্কা।
এস্টারহুইজেনের চেয়ে শেষের দিকে আদিলে অস্টিন সিমলানের ঝড়টা বেশি কার্যকরী ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংসে। আট নম্বরে নেমে ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন সিমলানে। বাংলাদেশের রিপন মন্ডল ৩ উইকেট নিলেও মুক্তহস্তে রান দিয়েছেন। ১০ ওভারে খরচ করেন ৮৪ রান। আহরার আমিন পাইন নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও আসাদুজ্জামান পায়েল।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল রোমাঞ্চকর জয় পেয়েছিল বাংলাদেশ। বোলিং ভেলকিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল বাংলাদেশ। ২৪ ঘণ্টা ব্যবধানে বাংলাদেশের ছেলেদের ইমার্জিং ক্রিকেট দল আজ হারাল দক্ষিণ আফ্রিকাকে।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকা ছেলেদের ইমার্জিং ক্রিকেট দলকে বাংলাদেশ হারিয়েছে ব্যাটিং ঝড়ে। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২৭ রান। ১৯তম ওভারে ২০ রান তুললে বাংলাদেশ ম্যাচ অনেকটাই নিজের পকেটে পুড়ে নেয়। রাকিবুল হাসান মারেন ২ ছক্কা ও ১ ছক্কা মারেন তোফায়েল আহমেদ। বাকি আনুষ্ঠানিকতা সারতে বাংলাদেশের লেগেছে ৪ বল। ২ বল হাতে রেখে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ১৪ ও ১৬ মে রাজশাহীতেই হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
৩০২ রানের লক্ষ্যে নেমে ধীরস্থির শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার জিসান আলম ও মাহফিজুল ইসলাম রবিন। দলীয় ৫১ রানে ভেঙে যায় স্বাগতিকদের উদ্বোধনী জুটি। দশম ওভারের প্রথম বলে জিসানকে (৩১) ফিরিয়ে জুটি ভাঙেন সেসোনা সেপো এনদোয়ান্দা।উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন প্রীতম কুমার। তাঁকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়তে অবদান রাখেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ১৯তম ওভারের তৃতীয় বলে প্রীতমকে (১৭) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন।
টপ অর্ডারের দুই ব্যাটারকে হারানোর পরও রবিন খেলে যান নিজের মতো। তৃতীয় উইকেটে আরিফুল ইসলামের সঙ্গে ৮১ রানের জুটি গড়তে রবিন অবদান রেখেছেন। ৮৯ বলে ৮৭ রান করা রবিন বিদায় নিলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৩.২ ওভারে ৩ উইকেটে ১৭২ রান। ইনিংসে ৮ চার ও ২ ছক্কা মারেন এই ওপেনার। রবিনের বিদায়ের পর রান তোলার গতি কিছুটা কমে যায় বাংলাদেশের। ৩৯.৫ ওভারে ৫ উইকেটে ২০১ রানে পরিণত হয় স্বাগতিকেরা।
হাতে ৫ উইকেট নিয়ে ৬১ বলে ১০১ রান তখন বাংলাদেশের কাছে মনে হচ্ছিল পাহাড় সমান। এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আকবর আলী। ২৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তিনি। ৪৭তম ওভারের চতুর্থ বলে আদিলে চার্লস মোঙ্কানেকে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ডেওয়ান মারাইসের তালুবন্দী হয়েছেন আকবর। মারাইস সীমানার ধারে ক্যাচটা ঠিকমতো ধরেছেন কিনা, সেটা আম্পায়ার বারবার পরখ করে দেখেছেন। শেষ পর্যন্ত আকবরকে আউট ঘোষণা করা হয়েছে।
আকবর আউট হওয়ার পর জয়ের জন্য বাংলাদেশের সমীকরণ দাঁড়ায় ২০ বলে ৩৯ রানের। হাতে ৩ উইকেট। এমন অবস্থায় রাকিবুল হাসান ১০ বলে ২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মেরেছেন ৩ ছক্কা। তোফায়েল আহমেদকে নিয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন রাকিবুল। ৪৯.৪ ওভারে ৭ উইকেটে ৩০২ রান করে বাংলাদেশ। ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যাচসেরা হয়েছেন রবিন। সফরকারীদের এনদোয়ান্দা, হার্দিন, মোগাকানে নিয়েছেন দুটি করে উইকেট। এক উইকেট পেয়েছেন সিমলানে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর। স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে রানের জন্য হাঁসফাঁস করতে থাকা দক্ষিণ আফ্রিকার স্কোর ৪০ ওভার শেষে ছিল ৬ উইকেটে ১৮৬ রান। এখান থেকেই ঝড় তোলা শুরু দক্ষিণ আফ্রিকার। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৬ রান যোগ করে সফরকারীরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান করে দক্ষিণ আফ্রিকা। ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেন কন্নর বয়েড এস্টারহুইজেন। ৬৯ বলের ইনিংসে মেরেছেন ৪ চার ও ৩ ছক্কা।
এস্টারহুইজেনের চেয়ে শেষের দিকে আদিলে অস্টিন সিমলানের ঝড়টা বেশি কার্যকরী ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংসে। আট নম্বরে নেমে ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন সিমলানে। বাংলাদেশের রিপন মন্ডল ৩ উইকেট নিলেও মুক্তহস্তে রান দিয়েছেন। ১০ ওভারে খরচ করেন ৮৪ রান। আহরার আমিন পাইন নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও আসাদুজ্জামান পায়েল।
ঘুমিয়ে পড়া বাংলাদেশ ফুটবল জেগে ওঠার স্বপ্ন দেখছে প্রবাসী ফুটবলারদের ঘিরে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শুরুর একাদশে ৫ জনই ছিলেন প্রবাসী। যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে। শুরুতে ধাক্কা খেলেও সফলতার খোঁজে বাংলাদেশ চোখ রাখতে পারে সুরিনামের দিকে।
২০ মিনিট আগেক্লাব বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। রাত ১টায় রিয়াল খেলকে পাচুয়ার বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ড্র করেছে তারা। কাল সকাল ৭টায় ম্যানসিটি মাঠে নামবে সৌদির ক্লাব আল আইনের বিপক্ষে।
২৭ মিনিট আগেআর্জেন্টিনা জিতল সবশেষ ফুটবল বিশ্বকাপ। ফিফা ক্লাব বিশ্বকাপেও লাতিনের দলগুলো যেভাবে দাপট দেখাচ্ছে—তাহলে কি এবার এই টুর্নামেন্টও জিতবে লাতিন আমেরিকার কোনো ক্লাব? এই প্রশ্নে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপে লুইসের উত্তর অন্তত ‘হ্যাঁ’।
৪৪ মিনিট আগেগলে ম্যাচ ড্র হওয়া অনেকটা চোখ কপালে ওঠার মতো। সমুদ্রঘেঁষা এই ভেন্যুতে সবশেষ ২৬ ম্যাচে কোনো দলই ড্রয়ের জন্য সমঝোতা করেনি। বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতি টানল সেই ধারাবাহিকতার। ম্যাচটি কি জেতার জন্য খেলতে পারত না বাংলাদেশ? পারত না আরেকটু আগে ইনিংস ঘোষণা করতে? সেই প্রশ্নগুলোই রাখা হয়েছিল সংবাদ সম্মেলনে...
১৪ ঘণ্টা আগে