নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
কাতারের দোহায় সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্ব খেলে আসার পর আজ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল বসুন্ধরার ফুটবলারদের। কাতার থেকে তিনজন আবার যোগ দিয়েছেন বাহরাইনে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে। সেখানে কিউবা মিচেলেরও থাকার কথা ছিল। কিন্তু তাঁকে ছাড়পত্র দেয়নি বসুন্ধরা। এবার জাতীয় দলের ক্ষেত্রে এর পুনরাবৃত্তি করল তারা।
তপু বর্মণ, তাজ উদ্দীন, সাদ উদ্দীন, তারিক কাজী, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমনদের তাই আপাতত ক্যাম্পে পাচ্ছেন না কাবরেরা। ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা উইন্ডোর শুধু ৭২ ঘণ্টা আগে ফুটবলারকে জাতীয় দলের জন্য ছাড়তে বাধ্য ক্লাব।
ফুটবলারদের এত আগে না ছাড়ার পেছনে চোট প্রসঙ্গ তুলে ধরে বসুন্ধরা। চিঠিতে তারা উল্লেখ করে, ‘গত ফুটবল মৌসুম শেষ হওয়ার পর দীর্ঘদিন আমাদের খেলোয়াড়েরা প্রশিক্ষণের বাইরে ছিল। প্রাক-মৌসুম প্রস্তুতি ছাড়া কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে খেলোয়াড়দের মধ্যে চোটের প্রবণতা বেশি দেখা যায়। এমন অবস্থার শিকার আমাদের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষ। চোটের কারণে তাকে আমরা গত ফুটবল মৌসুম মাঠে নামাতে পারিনি এবং তার ইনজুরির কারণে আমাদের দল ও সে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে।’
বসুন্ধরা আরও লেখে, ‘বাফুফের ২০২৫-২৬ ফুটবল মৌসুমকে সামনে রেখে আমাদের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে এবং সতর্কতা ও যত্নের সঙ্গে খেলোয়াড়দের চোটপ্রবণতা কমিয়ে আনার প্রচেষ্টা চলমান। সুতরাং এমন পরিস্থিতিতে জাতীয় দলের জন্য আমাদের খেলোয়াড়দের ছাড়করণ সম্ভব হচ্ছে না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তাঁর স্বাক্ষরেই জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা। জাতীয় দলের সবচেয়ে বেশি ফুটবলার তাঁর ক্লাবের। আর সেই ক্লাবই কি না বিপরীতমুখে দাঁড়িয়ে রয়েছে জাতীয় দল প্রসঙ্গে।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন মুরশেদ আলী।

নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
কাতারের দোহায় সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্ব খেলে আসার পর আজ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল বসুন্ধরার ফুটবলারদের। কাতার থেকে তিনজন আবার যোগ দিয়েছেন বাহরাইনে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে। সেখানে কিউবা মিচেলেরও থাকার কথা ছিল। কিন্তু তাঁকে ছাড়পত্র দেয়নি বসুন্ধরা। এবার জাতীয় দলের ক্ষেত্রে এর পুনরাবৃত্তি করল তারা।
তপু বর্মণ, তাজ উদ্দীন, সাদ উদ্দীন, তারিক কাজী, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমনদের তাই আপাতত ক্যাম্পে পাচ্ছেন না কাবরেরা। ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা উইন্ডোর শুধু ৭২ ঘণ্টা আগে ফুটবলারকে জাতীয় দলের জন্য ছাড়তে বাধ্য ক্লাব।
ফুটবলারদের এত আগে না ছাড়ার পেছনে চোট প্রসঙ্গ তুলে ধরে বসুন্ধরা। চিঠিতে তারা উল্লেখ করে, ‘গত ফুটবল মৌসুম শেষ হওয়ার পর দীর্ঘদিন আমাদের খেলোয়াড়েরা প্রশিক্ষণের বাইরে ছিল। প্রাক-মৌসুম প্রস্তুতি ছাড়া কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে খেলোয়াড়দের মধ্যে চোটের প্রবণতা বেশি দেখা যায়। এমন অবস্থার শিকার আমাদের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষ। চোটের কারণে তাকে আমরা গত ফুটবল মৌসুম মাঠে নামাতে পারিনি এবং তার ইনজুরির কারণে আমাদের দল ও সে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে।’
বসুন্ধরা আরও লেখে, ‘বাফুফের ২০২৫-২৬ ফুটবল মৌসুমকে সামনে রেখে আমাদের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে এবং সতর্কতা ও যত্নের সঙ্গে খেলোয়াড়দের চোটপ্রবণতা কমিয়ে আনার প্রচেষ্টা চলমান। সুতরাং এমন পরিস্থিতিতে জাতীয় দলের জন্য আমাদের খেলোয়াড়দের ছাড়করণ সম্ভব হচ্ছে না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তাঁর স্বাক্ষরেই জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা। জাতীয় দলের সবচেয়ে বেশি ফুটবলার তাঁর ক্লাবের। আর সেই ক্লাবই কি না বিপরীতমুখে দাঁড়িয়ে রয়েছে জাতীয় দল প্রসঙ্গে।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন মুরশেদ আলী।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৭ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৮ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৯ ঘণ্টা আগে