নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম ইনিংসে মোহাম্মদ মিঠুনকে নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা শুভাগত হোম চৌধুরীর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা জয়ের পথে দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান মিঠুনকে সাত রানে হারালেও আবারও রক্ষাকর্তার ভূমিকায় শুভাগত। আর তাতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা নিজেদের কাছেই রাখল মধ্যাঞ্চল।
২১৮ রানের লক্ষ্য তাড়ায় জয়ের জন্য আজ শেষ দিনে ১৯২ রান লাগত মধ্যাঞ্চলের। ৩ উইকেটে ২৬ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় সেশনেই লক্ষ্য পৌঁছে যায় তারা। আজ দিনের শুরুটাও ভালো হয়নি মধ্যাঞ্চলের। দ্রুতই ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সৌম্য সরকার (৮) আর সালমান হোসেন (৩৭)।
পরে ৬৮ রানের মধ্যে তাইবুর রহমানকেও হারালে বিপদে পড়ে মধ্যাঞ্চল। সেখান থেকে জাকের আলীকে নিয়ে আর কোনো বিপদ বাড়তে দেননি শুভাগত। দুজনের ১৫৩ রানের অমীমাংসিত জুটিতে ৪ উইকেটের জয় পায় মধ্যাঞ্চল। বিসিএলে এটা তৃতীয় শিরোপা মধ্যাঞ্চলের। ২০১৫-১৬ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল দলটি।
পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলকে হারিয়ে শিরোপা জয়ে বড় অবদান শুভাগতর। দুর্দান্ত ব্যাটিংয়ে ১২১ বলে ২ ছক্কা ও ১৩ চারে করেছেন ১১৪ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ১২৪ বলে ৫ চারে ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তাঁর সঙ্গী জাকের। প্রথম ইনিংসে ১৬ রানে ৪ উইকেট হারানোর পর মিঠুনের সঙ্গে ২৮৩ রানের জুটি গড়েছিলেন শুভাগত। ২১৯ বলে ১১৬ রানের তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২ চারে। জোড়া সেঞ্চুরিতে ফাইনালের ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন মধ্যাঞ্চলের এই অধিনায়ক। ৪৬৮ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন মিঠুন।

প্রথম ইনিংসে মোহাম্মদ মিঠুনকে নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা শুভাগত হোম চৌধুরীর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা জয়ের পথে দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান মিঠুনকে সাত রানে হারালেও আবারও রক্ষাকর্তার ভূমিকায় শুভাগত। আর তাতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা নিজেদের কাছেই রাখল মধ্যাঞ্চল।
২১৮ রানের লক্ষ্য তাড়ায় জয়ের জন্য আজ শেষ দিনে ১৯২ রান লাগত মধ্যাঞ্চলের। ৩ উইকেটে ২৬ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় সেশনেই লক্ষ্য পৌঁছে যায় তারা। আজ দিনের শুরুটাও ভালো হয়নি মধ্যাঞ্চলের। দ্রুতই ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সৌম্য সরকার (৮) আর সালমান হোসেন (৩৭)।
পরে ৬৮ রানের মধ্যে তাইবুর রহমানকেও হারালে বিপদে পড়ে মধ্যাঞ্চল। সেখান থেকে জাকের আলীকে নিয়ে আর কোনো বিপদ বাড়তে দেননি শুভাগত। দুজনের ১৫৩ রানের অমীমাংসিত জুটিতে ৪ উইকেটের জয় পায় মধ্যাঞ্চল। বিসিএলে এটা তৃতীয় শিরোপা মধ্যাঞ্চলের। ২০১৫-১৬ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল দলটি।
পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলকে হারিয়ে শিরোপা জয়ে বড় অবদান শুভাগতর। দুর্দান্ত ব্যাটিংয়ে ১২১ বলে ২ ছক্কা ও ১৩ চারে করেছেন ১১৪ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ১২৪ বলে ৫ চারে ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তাঁর সঙ্গী জাকের। প্রথম ইনিংসে ১৬ রানে ৪ উইকেট হারানোর পর মিঠুনের সঙ্গে ২৮৩ রানের জুটি গড়েছিলেন শুভাগত। ২১৯ বলে ১১৬ রানের তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২ চারে। জোড়া সেঞ্চুরিতে ফাইনালের ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন মধ্যাঞ্চলের এই অধিনায়ক। ৪৬৮ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন মিঠুন।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে