
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক আগে থেকেই দা-কুমড়া সম্পর্কের—এটা সবার জানা। অনেক দিন ধরেই দ্বিপক্ষীয় সিরিজ না হলেও মাঝে দুই দেশের সাবেক দুই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও রমিজ রাজা চেষ্টা করেছিলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। কিন্তু গত বছর জয় শাহর এক মন্তব্যে দুই বোর্ডের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়।
সেই উত্তেজনায় প্রলেপ না পড়তেই গতকাল ২০২৩-২৪ সালের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচি নিয়ে নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে।
এসিসির সভাপতি জয়ের সূচি প্রকাশ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন পিসিবির সভাপতি নাজাম শেঠি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল এসিসির সূচি প্রকাশ করেন জয়। এসিসির সভাপতির সূচকে ‘একতরফা’ বলে খোঁচা দিয়েছেন নাজাম। সঙ্গে এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিও ঠিক করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে জয়কে ট্যাগ করে নাজাম লিখেছেন, ‘২০২৩ ও ২০২৪ সালের এসিসির কাঠামো ও সূচি একতরফা উপস্থাপন করার জন্য জয় শাহকে ধন্যবাদ। বিশেষ করে এশিয়া কাপ ২০২৩ ঘোষণা করার জন্য। যার আয়োজক পাকিস্তান। আপনি যখন এমন কাজ করছেনই, তখন আমাদের পিএসএল ২০২৩ কাঠামো ও সূচির উপস্থাপন করতে পারেন। আপনার দ্রুত প্রতিক্রিয়া আশা করছি।’ তবে এ বিষয়ে এখনো কোনো উত্তর দেননি জয়।
এবারের এশিয়া কাপ পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেন্যুতে হবে—গত বছর এমনটি বলে সমালোচনার ঝড় তুলেছিলেন জয়। আর গতকাল প্রকাশ করেছেন সূচি।
কিন্তু কোথায় হবে, সেটা জানা যায়নি। নিরপেক্ষ ভেন্যুর নাম জানা না গেলেও এবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান।
২০২৩ বিশ্বকাপ ওয়ানডে সংস্করণের কারণে এবারের এশিয়া কাপও হবে ৫০ ওভারের। ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও কোয়ালিফায়ারের দল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ও আফগানিস্তান।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক আগে থেকেই দা-কুমড়া সম্পর্কের—এটা সবার জানা। অনেক দিন ধরেই দ্বিপক্ষীয় সিরিজ না হলেও মাঝে দুই দেশের সাবেক দুই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও রমিজ রাজা চেষ্টা করেছিলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। কিন্তু গত বছর জয় শাহর এক মন্তব্যে দুই বোর্ডের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়।
সেই উত্তেজনায় প্রলেপ না পড়তেই গতকাল ২০২৩-২৪ সালের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচি নিয়ে নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে।
এসিসির সভাপতি জয়ের সূচি প্রকাশ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন পিসিবির সভাপতি নাজাম শেঠি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল এসিসির সূচি প্রকাশ করেন জয়। এসিসির সভাপতির সূচকে ‘একতরফা’ বলে খোঁচা দিয়েছেন নাজাম। সঙ্গে এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিও ঠিক করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে জয়কে ট্যাগ করে নাজাম লিখেছেন, ‘২০২৩ ও ২০২৪ সালের এসিসির কাঠামো ও সূচি একতরফা উপস্থাপন করার জন্য জয় শাহকে ধন্যবাদ। বিশেষ করে এশিয়া কাপ ২০২৩ ঘোষণা করার জন্য। যার আয়োজক পাকিস্তান। আপনি যখন এমন কাজ করছেনই, তখন আমাদের পিএসএল ২০২৩ কাঠামো ও সূচির উপস্থাপন করতে পারেন। আপনার দ্রুত প্রতিক্রিয়া আশা করছি।’ তবে এ বিষয়ে এখনো কোনো উত্তর দেননি জয়।
এবারের এশিয়া কাপ পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেন্যুতে হবে—গত বছর এমনটি বলে সমালোচনার ঝড় তুলেছিলেন জয়। আর গতকাল প্রকাশ করেছেন সূচি।
কিন্তু কোথায় হবে, সেটা জানা যায়নি। নিরপেক্ষ ভেন্যুর নাম জানা না গেলেও এবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান।
২০২৩ বিশ্বকাপ ওয়ানডে সংস্করণের কারণে এবারের এশিয়া কাপও হবে ৫০ ওভারের। ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও কোয়ালিফায়ারের দল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ও আফগানিস্তান।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি এখন শুধুই আর দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। বল গড়িয়েছে রাষ্ট্রের কোর্টে। বাংলাদেশ সরকারের অন্তত তিনজন উপদেষ্টা এ বিষয়ে গত দুই দিনে এ নিয়ে কথা বলেছেন। ক্রীড়া উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়ে
৬ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ম্যাচের ২১ মিনিটে। মনিকা চাকমাকে পেছন থেকে ফেলে দেন সাবিত্রি ত্রিপুরা। রেফারি অবশ্য ফাউলের বাঁশি বাজাননি। তবে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।
১০ ঘণ্টা আগে
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। জয়ের জন্য মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেইবা বড় ভরসা হতে পারত রংপুর রাইডার্সের। বাঁহাতি এই পেসারের আইপিএলে বাদ পড়া নিয়ে বর্তমানে উত্তাল দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনা অবশ্য মাঠের ভেতর প্রভাব পড়তে দেননি। একইসঙ্গে নিরাশ করেননি রংপুরকে।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে