Ajker Patrika

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে শীর্ষে বরিশাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩০
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে শীর্ষে বরিশাল

বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে আজ মাঠে নামে পয়েন্ট টেবিলের এক আর দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানস আর ফরচুন বরিশাল। তবে টেবিলের লড়াইয়ের মতো মাঠের লড়াইটা ঠিক জমাতে পারেনি দুই দল। এক পেশে ম্যাচে কুমিল্লাকে ৩২ রানে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে বরিশাল। 

টস হেরে আগে ব্যাটিং করে সাকিব আল হাসানের ফিফটি আর ওপেনার মুনিম শাহরিয়ারের ৪৫ রানের ইনিংসে ১৫৫ রানের লক্ষ্য পায় বরিশাল। চারটি চারের সঙ্গে তিন ছয়ের মারে ৪৫ রানের ইনিংসটি সাজান ড্রাফটে দল না পাওয়া মুনিম। অবশ্য তাঁর সঙ্গী ক্রিস গেইলের ব্যাট আজও হাসেনি। ৮ বলে দুই চারে ১০ রানের বেশি করতে পারেননি গেইল।

তবে বরিশালকে লড়াইয়ের পুঁজি এনে সামনে থেকে নেতৃত্ব দেন সাকিব। ৩৭ বলে ৪ চার আর ২ ছক্কায় কাটায় কাটায় পঞ্চাশ করে আউট হন বরিশাল অধিনায়ক। ব্যাটিংয়ের পর বোলিংয়েও কুমিল্লার গলার কাঁটা হন সাকিব। ১৫৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামা কুমিল্লাকে শুরুতেই ধাক্কা দেন এই বাঁহাতি অলরাউন্ডার। দুই ওপেনার ইমরুল কায়েস আর লিটন দাসকে সাজঘরে পথ দেখান সাকিব। 

দুই ওপেনারকে ২৩ রানের মধ্যে হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি টেবিলের শীর্ষে থাকা কুমিল্লা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে তারা। ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সাকিব। এই হারে বরিশালের কাছে শীর্ষস্থান হারিয়েছে কুমিল্লা।

সাকিব আল হাসান সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত