Ajker Patrika

ফারুকের দাবি, পাপন থাকলে নায়ক সিয়ামকে বাংলাদেশ দলে নিতেন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২১: ২০
আজ আনুষ্ঠানিকভাবে বিসিবি ঘোষণা দিয়েছে এনসিএল টি-টোয়েন্টি আয়োজনের। ছবি: আজকের পত্রিকা
আজ আনুষ্ঠানিকভাবে বিসিবি ঘোষণা দিয়েছে এনসিএল টি-টোয়েন্টি আয়োজনের। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর একটিঅ পাঁচতারকা হোটেলে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। অনুষ্ঠানের মঞ্চে নায়ক সিয়াম আহমেদ জানালেন, তিনি অভিনেতা হওয়ার আগে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন; তিনি হতে চেয়েছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার!

অনুষ্ঠানের উপস্থাপক যখন মঞ্চে উপস্থিতি যখন এনসিএল টি-টোয়েন্টির অন্যতম পৃষ্ঠপোষক প্রসাধন সামগ্রী রিমার্ক হারল্যানের শুভেচ্ছাদূত সিয়ামের কাছে জানতে চাইলেন, তিনি বাংলাদেশ দলে খেলতে চান কি না? সিয়াম বল ঠেলে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কোর্টে, ‘এটা আপনার কল স্যার।’

জবাবে ফারুক আনলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বর্তমান বিসিবি সভাপতি বললেন, ‘আমার আগে প্রেসিডেন্ট (পাপন) থাকলে অবশ্যই তোমাকে ডাকত! দল নির্বাচনে তাঁর অবদান থাকত। দল নির্বাচনে আমার কোনো অবদান নেই। আমি জোর করতে পারি না তোমাকে দল নিতে।’ ফারুকের কথায় সিয়ামের রসাত্মক উত্তর, ‘আপনাকে অনুরোধ করব আমাকে নিতে জোর করতে। আমি আপনার বড় আবিষ্কার হব!’

আট দলের অংশ গ্রহণে এনসিএল টি-টোয়েন্টিতে প্রতিটি ক্রিকেটার তাঁর নিজস্ব বিভাগের হয়ে খেলবেন। লিগের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, ওয়ালটন এবং রিমার্কে হারলান। অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টি লিগ দেশি ক্রিকেটারদের নিজেদের প্রমাণের মঞ্চ। আশা করি, ক্রিকেটাররা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সেরাটা উপস্থাপন করবে, যা দেশের ক্রিকেটের অগ্রগতিতে সহায়ক হবে।’

২০২৫ এনসিএল টি-টোয়েন্টির লিগ পর্ব অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে। খেলা শুরু হবে আগামী ১১ ডিসেম্বর, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্লে-অফ এবং ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এনসিএল টি-টোয়েন্টির সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত