Ajker Patrika

পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মিরাজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ মে ২০২৫, ১৯: ২৫
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মেহেদী মিরাজ। ছবি: সংগৃহীত
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে মেহেদী মিরাজ। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে পাকিস্তানে যাওয়ার কথা এই অলরাউন্ডারের। কিন্তু বিমানবন্দরে গিয়ে মিরাজ দেখেন সঙ্গে করে পাসপোর্টই নিয়ে যাননি তিনি। কিছুটা চিন্তিত ও বিচলিতই হয়ে পড়েন। সঙ্গে ছিলেন তাঁর বাবাও।

মিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, তাৎক্ষণিক পাসপোর্ট নিয়ে আসার ব্যবস্থাও করেছেন মিরাজ। নির্দিষ্ট সময়ের ফ্লাইটেই তিনি যাচ্ছেন। ভারত-পাকিস্তানের সংঘাতের মধ্যে কিছুদিন স্থগিত ছিল পিএসএল। তারপরই প্রতিযোগিতার বাকি অংশে বিদেশি অনেক ক্রিকেটারকেই পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। এ দিকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে খুঁজতে হচ্ছে নতুন বিদেশি। মিরাজকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

লাহোর এর আগে সাকিব আল হাসানকে দলে নিয়েছে। তবে সাকিব ও মিরাজ দুজনই নিলামের বাইরের ক্রিকেটার। রিশাদ হোসেনও খেলেছেন প্রথম অংশে। তবে তিনি নিলামেই দল পেয়েছিলেন।

কদিন আগে আরব আমিরাত সফরে গিয়েও ভিসা জটিলতায় ৩ দিন আটকে ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে মিরাজের ক্ষেত্রে সেরকম কিছু নয়। অনাকাঙ্ক্ষিতভাবে পাসপোর্ট নিতে ভুলে গিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত