Ajker Patrika

ম্যাচও হারল, জরিমানাও গুনল ভারত

ম্যাচও হারল, জরিমানাও গুনল ভারত

টেস্ট–ওয়ানডে দুই সিরিজেই জয় নিয়ে টি–টোয়েন্টি খেলতে নেমেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্য গতকাল প্রথম ম্যাচে হেরে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ জয়ে ধাক্কা খেয়েছে তারা। সেই ধাক্কার সঙ্গে আজ আরও একটি দুঃসংবাদ পেয়েছে সফরকারীরা। 

স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে ভারতকে। অবশ্য হার্দিক পান্ডিয়ার দলই নয় জয়ী ওয়েস্ট ইন্ডিজকেও জরিমানা দিতে হবে। দুই দলই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের নির্ধারিত ওভার শেষ করতে পারেনি। 

ভারতের থেকে ক্যারিবিয়ানদেরই বেশি জরিমানা গুনতে হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ভারত এক ওভার পিছিয়ে ছিল। যার শাস্তি স্বরূপ ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। অন্যদিকে স্বাগতিকেরা দুই ওভার পিছিয়ে থাকায় ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের। 

দুই দলের অধিনায়ক হার্দিক ও রোভম্যান পাওয়েল নিজেদের ভুল মেনে নেওয়ায় শুনানির কোনো প্রয়োজন পড়ছে না। গতকাল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে আটকিয়ে জয়ের পথেই ছিল ভারত। কিন্তু শেষ দিকে গিয়ে খেই হারিয়ে ফেলায় ৪ রানে হারে তারা। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি হবে ৬ আগস্ট গায়ানায়। তৃতীয়টিও এই স্টেডিয়ামেই হবে। তবে দুই দলের শেষ দুটি ম্যাচ উইন্ডিজে না হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে হবে। দুটি ম্যাচই হবে ফ্লোরিডায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত