
১২ বছরের টেস্ট ক্যারিয়ারে অবশেষে ফিফটির দেখা পেলেন ফাওয়াদ আলম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ক্যারিয়ারে প্রথম ফিফটি করা ফাওয়াদ আউট হয়েছেন ৫৬ রান করে। এর আগে ১১ টেস্টে যে চারবার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, প্রতিটিই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। এই প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে টেনে নিতে পারলেন না পাকিস্তানি ব্যাটসম্যান।
টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে পাকিস্তান আল আউট হয়েছে ২১৭ রানে। ফাওয়াদ ছাড়া পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলা ফাওয়াদ ২০০৯ সালে টেস্ট অভিষেকের পর এই প্রথম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে আউট হলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ পেরিয়ে খেলেছিলেন ১৬৮ রানের ইনিংস। যেটি এখন পর্যন্ত টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
৩ টেস্ট খেলার পর ২০০৯ সালেই থমকে গিয়েছিল ফাওয়াদের টেস্ট ক্যারিয়ার। ১১ বছর পর ২০২০ সালে তাঁর টেস্ট ক্যারিয়ারের পুনর্জন্ম হয়। এরপর থেকে জ্যামাইকা টেস্টের আগ পর্যন্ত ফাওয়াদের ফিফটি মানেই যেন সেঞ্চুরি! এই সময়ে তিনবার ফিফটি পেরিয়ে তিনবারই করেছেন সেঞ্চুরি। যেটি ছিল ফিফটি না হাঁকিয়ে সর্বাধিক সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড! অবশেষে জ্যামাইকা টেস্টে ৫৬ রানে তাঁকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথম ফিফটির স্বাদ দিয়েছেন জেসন হোল্ডার।
এর আগে জ্যাডেন সিয়েলস আর হোল্ডারের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। একপ্রান্ত আগলে রেখেছিলেন ফাওয়াদ। তবে ২১৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হলে আর এগোতে পারেনি পাকিস্তান। পরের বলেই মোহাম্মদ আব্বাস আউট হলে ২১৭ রানেই গুটিয়ে যায় বাবর আজমের দল। দিনের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে ২ রানেই হারায় ২ উইকেট।

১২ বছরের টেস্ট ক্যারিয়ারে অবশেষে ফিফটির দেখা পেলেন ফাওয়াদ আলম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ক্যারিয়ারে প্রথম ফিফটি করা ফাওয়াদ আউট হয়েছেন ৫৬ রান করে। এর আগে ১১ টেস্টে যে চারবার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, প্রতিটিই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। এই প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে টেনে নিতে পারলেন না পাকিস্তানি ব্যাটসম্যান।
টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে পাকিস্তান আল আউট হয়েছে ২১৭ রানে। ফাওয়াদ ছাড়া পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলা ফাওয়াদ ২০০৯ সালে টেস্ট অভিষেকের পর এই প্রথম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে আউট হলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ পেরিয়ে খেলেছিলেন ১৬৮ রানের ইনিংস। যেটি এখন পর্যন্ত টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
৩ টেস্ট খেলার পর ২০০৯ সালেই থমকে গিয়েছিল ফাওয়াদের টেস্ট ক্যারিয়ার। ১১ বছর পর ২০২০ সালে তাঁর টেস্ট ক্যারিয়ারের পুনর্জন্ম হয়। এরপর থেকে জ্যামাইকা টেস্টের আগ পর্যন্ত ফাওয়াদের ফিফটি মানেই যেন সেঞ্চুরি! এই সময়ে তিনবার ফিফটি পেরিয়ে তিনবারই করেছেন সেঞ্চুরি। যেটি ছিল ফিফটি না হাঁকিয়ে সর্বাধিক সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড! অবশেষে জ্যামাইকা টেস্টে ৫৬ রানে তাঁকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথম ফিফটির স্বাদ দিয়েছেন জেসন হোল্ডার।
এর আগে জ্যাডেন সিয়েলস আর হোল্ডারের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। একপ্রান্ত আগলে রেখেছিলেন ফাওয়াদ। তবে ২১৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হলে আর এগোতে পারেনি পাকিস্তান। পরের বলেই মোহাম্মদ আব্বাস আউট হলে ২১৭ রানেই গুটিয়ে যায় বাবর আজমের দল। দিনের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে ২ রানেই হারায় ২ উইকেট।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
২ মিনিট আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৪১ মিনিট আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে