যুব এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।
দুবাইয়ে ২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দেখে শুনে শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিলেন স্বাগতিকদের দুই ওপেনার আরিয়ানশ শর্মা ও অক্ষত রাই। দুজনে মিলে ২৯ রান যোগ করেন। ২২ রানে আরিয়ানশ আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
দলীয় রান এক শো হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে বসে আমিরাত। প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দেওয়ার কাজটা করেন মাহফুজুর রহমান রাব্বি-পারভেজ রহমান জীবনরা। লোয়ার অর্ডারের ব্যাটারদের কল্যাণে শেষ পর্যন্ত ১৬৭ রান করতে পারে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ স্কোরার হার্দিক রাই। নয়ে নেমে ৫১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন রাব্বি ও জীবন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি এবং জিশান আলম। উদ্বোধনী জুটিতে তাঁরা দলীয় খাতায় ৭৪ রান যোগ করেন। ৪২ রানে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জিশান। ওপেনিং সঙ্গীকে হারালেও অন্য সতীর্থদের নিয়ে রানের চাকা সচল রাখেন শিবলি।
সতীর্থদের সঙ্গে ছোট ছোট কয়েকটি জুটি গড়ে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে যান শিবলি। তবে ফিফটি করার পর ৭১ রানে নিজে আউট হলে ধাক্কা খায় বাংলাদেশ। ৪০ তম ওভারে আউট হওয়ার সময় দলীয় রান ছিল ৫ উইকেটে ১৭০। একটা সময় যখন ২৫০ রানের স্বপ্ন দেখছিল বাংলাদেশ সেটা পরে ২২৮ রানে থেমে যায়। এই সংগ্রহও আসে শেষ ব্যাটার ইকবাল হোসেন ইমনের অপরাজিত ১৮ রানের সৌজন্যে। ৪৪ রানে ৬ উইকেট নিয়ে আরব আমিরাতের সেরা বোলার ধ্রুব পরাশর।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে