নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে তামিম ইকবাল গত পাঁচ মাসে অনেকটাই ঝাড়া হাত-পা। ঘরোয়া ক্রিকেট ছাড়া আর কোনো রকম ব্যস্ততা নেই তামিমের। বিপিএল, ডিপিএল মিলিয়ে এখন বছরে বড়জোর ৩-৪ মাস ২২ গজে সময় দিতে পারেন এই বাঁহাতি ব্যাটার।
ক্রিকেটের চাপ অনেকটা কমে গেলেও তামিমের দৌড়াদৌড়ি কিন্তু থেমে নেই। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে প্রায়ই তাঁকে দেখা যায়। এদিকে বিসিবির পরবর্তী বোর্ড নির্বাচন এ বছরের অক্টোবরে। তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বোর্ডে কাজে লাগাতে চান বলে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল জানিয়েছেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তামিমকে নিয়ে বুলবুল বলেন, ‘জানতে পেরেছি, তামিম একটা ক্লাবের হয়ে কাউন্সিলরশিপ নিয়েছে। যখন বোর্ডের নির্বাচন হবে, হি ইজ ওয়েলকাম। অন্যভাবে যদি সুযোগ থাকে তামিমের বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগানোর, বলেছি, আমাদের সাবেক ক্রিকেটারদের যতভাবে কাজে লাগানো যায়।’
এ বছরের ১০ জানুয়ারি সামাজিক মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। বিদায় এ বছর বললেও বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডের পর বারবার তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। একের পর এক রেকর্ড গড়া তামিমকে আরও কয়েক ম্যাচ খেলতে দেখতে চেয়েছিলেন বুলবুল। আজকের পত্রিকাকে নতুন বিসিবি সভাপতি বলেন, ‘তামিম আমাদের আরেকজন কিংবদন্তি। অসাধারণ এক ক্রিকেটার। আশা করেছিলাম, তামিম আরও খেলবে। তবে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে, আর খেলবে না।’
২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯১ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৩৮৭ ম্যাচই বাংলাদেশের জার্সিতে। বাকি চার ম্যাচ খেলেছেন বিশ্ব একাদশের হয়ে। বাংলাদেশের জার্সিতে ২৫ সেঞ্চুরিতে করেছেন ১৫১৯২ রান। এ বছরের ডিপিএলে মোহামেডানকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি গুলশান ক্রিকেট ক্লাবের সত্ত্বাধিকারী ছিলেন। অধিনায়ক, সত্ত্বাধিকারীর মতো দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে সামলে বুঝিয়েছেন, নেতৃত্বের চাপ সামলাতে তিনি পারদর্শী।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে তামিম ইকবাল গত পাঁচ মাসে অনেকটাই ঝাড়া হাত-পা। ঘরোয়া ক্রিকেট ছাড়া আর কোনো রকম ব্যস্ততা নেই তামিমের। বিপিএল, ডিপিএল মিলিয়ে এখন বছরে বড়জোর ৩-৪ মাস ২২ গজে সময় দিতে পারেন এই বাঁহাতি ব্যাটার।
ক্রিকেটের চাপ অনেকটা কমে গেলেও তামিমের দৌড়াদৌড়ি কিন্তু থেমে নেই। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে প্রায়ই তাঁকে দেখা যায়। এদিকে বিসিবির পরবর্তী বোর্ড নির্বাচন এ বছরের অক্টোবরে। তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বোর্ডে কাজে লাগাতে চান বলে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল জানিয়েছেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তামিমকে নিয়ে বুলবুল বলেন, ‘জানতে পেরেছি, তামিম একটা ক্লাবের হয়ে কাউন্সিলরশিপ নিয়েছে। যখন বোর্ডের নির্বাচন হবে, হি ইজ ওয়েলকাম। অন্যভাবে যদি সুযোগ থাকে তামিমের বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগানোর, বলেছি, আমাদের সাবেক ক্রিকেটারদের যতভাবে কাজে লাগানো যায়।’
এ বছরের ১০ জানুয়ারি সামাজিক মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। বিদায় এ বছর বললেও বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডের পর বারবার তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। একের পর এক রেকর্ড গড়া তামিমকে আরও কয়েক ম্যাচ খেলতে দেখতে চেয়েছিলেন বুলবুল। আজকের পত্রিকাকে নতুন বিসিবি সভাপতি বলেন, ‘তামিম আমাদের আরেকজন কিংবদন্তি। অসাধারণ এক ক্রিকেটার। আশা করেছিলাম, তামিম আরও খেলবে। তবে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে, আর খেলবে না।’
২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯১ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৩৮৭ ম্যাচই বাংলাদেশের জার্সিতে। বাকি চার ম্যাচ খেলেছেন বিশ্ব একাদশের হয়ে। বাংলাদেশের জার্সিতে ২৫ সেঞ্চুরিতে করেছেন ১৫১৯২ রান। এ বছরের ডিপিএলে মোহামেডানকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি গুলশান ক্রিকেট ক্লাবের সত্ত্বাধিকারী ছিলেন। অধিনায়ক, সত্ত্বাধিকারীর মতো দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে সামলে বুঝিয়েছেন, নেতৃত্বের চাপ সামলাতে তিনি পারদর্শী।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৮ ঘণ্টা আগে