নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে তামিম ইকবাল গত পাঁচ মাসে অনেকটাই ঝাড়া হাত-পা। ঘরোয়া ক্রিকেট ছাড়া আর কোনো রকম ব্যস্ততা নেই তামিমের। বিপিএল, ডিপিএল মিলিয়ে এখন বছরে বড়জোর ৩-৪ মাস ২২ গজে সময় দিতে পারেন এই বাঁহাতি ব্যাটার।
ক্রিকেটের চাপ অনেকটা কমে গেলেও তামিমের দৌড়াদৌড়ি কিন্তু থেমে নেই। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে প্রায়ই তাঁকে দেখা যায়। এদিকে বিসিবির পরবর্তী বোর্ড নির্বাচন এ বছরের অক্টোবরে। তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বোর্ডে কাজে লাগাতে চান বলে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল জানিয়েছেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তামিমকে নিয়ে বুলবুল বলেন, ‘জানতে পেরেছি, তামিম একটা ক্লাবের হয়ে কাউন্সিলরশিপ নিয়েছে। যখন বোর্ডের নির্বাচন হবে, হি ইজ ওয়েলকাম। অন্যভাবে যদি সুযোগ থাকে তামিমের বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগানোর, বলেছি, আমাদের সাবেক ক্রিকেটারদের যতভাবে কাজে লাগানো যায়।’
এ বছরের ১০ জানুয়ারি সামাজিক মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। বিদায় এ বছর বললেও বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডের পর বারবার তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। একের পর এক রেকর্ড গড়া তামিমকে আরও কয়েক ম্যাচ খেলতে দেখতে চেয়েছিলেন বুলবুল। আজকের পত্রিকাকে নতুন বিসিবি সভাপতি বলেন, ‘তামিম আমাদের আরেকজন কিংবদন্তি। অসাধারণ এক ক্রিকেটার। আশা করেছিলাম, তামিম আরও খেলবে। তবে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে, আর খেলবে না।’
২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯১ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৩৮৭ ম্যাচই বাংলাদেশের জার্সিতে। বাকি চার ম্যাচ খেলেছেন বিশ্ব একাদশের হয়ে। বাংলাদেশের জার্সিতে ২৫ সেঞ্চুরিতে করেছেন ১৫১৯২ রান। এ বছরের ডিপিএলে মোহামেডানকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি গুলশান ক্রিকেট ক্লাবের সত্ত্বাধিকারী ছিলেন। অধিনায়ক, সত্ত্বাধিকারীর মতো দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে সামলে বুঝিয়েছেন, নেতৃত্বের চাপ সামলাতে তিনি পারদর্শী।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে তামিম ইকবাল গত পাঁচ মাসে অনেকটাই ঝাড়া হাত-পা। ঘরোয়া ক্রিকেট ছাড়া আর কোনো রকম ব্যস্ততা নেই তামিমের। বিপিএল, ডিপিএল মিলিয়ে এখন বছরে বড়জোর ৩-৪ মাস ২২ গজে সময় দিতে পারেন এই বাঁহাতি ব্যাটার।
ক্রিকেটের চাপ অনেকটা কমে গেলেও তামিমের দৌড়াদৌড়ি কিন্তু থেমে নেই। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে প্রায়ই তাঁকে দেখা যায়। এদিকে বিসিবির পরবর্তী বোর্ড নির্বাচন এ বছরের অক্টোবরে। তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বোর্ডে কাজে লাগাতে চান বলে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল জানিয়েছেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তামিমকে নিয়ে বুলবুল বলেন, ‘জানতে পেরেছি, তামিম একটা ক্লাবের হয়ে কাউন্সিলরশিপ নিয়েছে। যখন বোর্ডের নির্বাচন হবে, হি ইজ ওয়েলকাম। অন্যভাবে যদি সুযোগ থাকে তামিমের বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগানোর, বলেছি, আমাদের সাবেক ক্রিকেটারদের যতভাবে কাজে লাগানো যায়।’
এ বছরের ১০ জানুয়ারি সামাজিক মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। বিদায় এ বছর বললেও বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডের পর বারবার তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। একের পর এক রেকর্ড গড়া তামিমকে আরও কয়েক ম্যাচ খেলতে দেখতে চেয়েছিলেন বুলবুল। আজকের পত্রিকাকে নতুন বিসিবি সভাপতি বলেন, ‘তামিম আমাদের আরেকজন কিংবদন্তি। অসাধারণ এক ক্রিকেটার। আশা করেছিলাম, তামিম আরও খেলবে। তবে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে, আর খেলবে না।’
২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯১ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৩৮৭ ম্যাচই বাংলাদেশের জার্সিতে। বাকি চার ম্যাচ খেলেছেন বিশ্ব একাদশের হয়ে। বাংলাদেশের জার্সিতে ২৫ সেঞ্চুরিতে করেছেন ১৫১৯২ রান। এ বছরের ডিপিএলে মোহামেডানকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি গুলশান ক্রিকেট ক্লাবের সত্ত্বাধিকারী ছিলেন। অধিনায়ক, সত্ত্বাধিকারীর মতো দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে সামলে বুঝিয়েছেন, নেতৃত্বের চাপ সামলাতে তিনি পারদর্শী।

বিপিএলের শুরুটা হয়েছিল ধুন্ধুমার। সিলেট স্ট্রাইকার্সের করা ১৯১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে পাড়ি দেয় রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু সকালের সূর্য সব সময় দিনের পূর্বাভাস দেয় না। বিপিএলের ক্ষেত্রে যেন সেটাই হচ্ছে। অথচ কিছুদিনের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এ সময়ে রানখরায় কতটা ভালো প্রস্তুতি হচ্ছে, সেই
২২ মিনিট আগে
রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১২ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
১২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১৪ ঘণ্টা আগে