Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের ‘লজ্জাজনক’ রেকর্ডটি এখন এক আইরিশের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ জুন ২০২৫, ১৭: ২৩
আয়ারল্যান্ডের লিয়াম ম্যাকার্থি বেধড়ক পিটুনি খেয়ে বাজে রেকর্ডে নাম লিখিয়েছেন। ছবি: ক্রিকইনফো
আয়ারল্যান্ডের লিয়াম ম্যাকার্থি বেধড়ক পিটুনি খেয়ে বাজে রেকর্ডে নাম লিখিয়েছেন। ছবি: ক্রিকইনফো

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে ছয় ম্যাচের প্রত্যেকটিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬-০ তে হারের ক্ষোভ ঝারতে উইন্ডিজ বেছে নিয়েছে আয়ারল্যান্ডকে। উইন্ডিজের তাণ্ডব চালানোর দিনে আইরিশ এক বোলারের ‘লজ্জাজনক’ রেকর্ডে নাম উঠে গেল।

ব্রেডিতে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে একটা বলও মাঠে গড়াতে পারেনি। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি তাই হয়ে যায় সিরিজ নির্ধারণী। ব্রেডিতে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড়সম স্কোর গড়েছে। যেখানে আয়ারল্যান্ডের লিয়াম ম্যাকার্থি ৪ ওভারে খরচ করেন ৮১ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এর আগে বিব্রতকর এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবটের। ২০১৫ সালে জোহানেসবার্গে ক্যারিবীয়দের বিপক্ষে ৪ ওভারে ৬৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন অ্যাবট। ২৩২ রানের লক্ষ্য তাড়া করে উইন্ডিজ জিতেছিল প্রোটিয়া বোলার অ্যাবটের খরুচে বোলিংয়ের সৌজন্যেই।

আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ বড় রানের ভিত্তি পেয়ে যায় উদ্বোধনী জুটিতেই। দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও এভিন লুইস ৬৪ বলে ১২২ রানের জুটি গড়েন। এই উদ্বোধনী জুটির ৪৫ রানই এসেছে ম্যাকার্থির ওভার থেকে। ক্যারিবীয় ওপেনারদের তাণ্ডব চালানোর সময় ২ ওভার বোলিং করেন আইরিশ পেসার। নিজের সবশেষ দুই ওভারেই ১৮ রান করে দেন ম্যাকার্থি। সব মিলিয়ে হিসেব করলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিং করেছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডটি করেছেন গাম্বিয়ার মুসা জোবারতেহ। জিম্বাবুয়ের বিপক্ষে নাইরোবিতে গত বছর ৪ ওভারে ৯৩ রান খরচ করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকার আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচটিতে কোনো উইকেট অবশ্য জোবারতেহ নিতে পারেননি।

ম্যাকার্থির খরুচে বোলিংয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজের লুইস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ৪৪ বলে ৭ চার ও ৮ ছক্কায় ৯১ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ৬২ রানে জয়ের দিনে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন লুইস। ২৫৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রানে আটকে যায় আইরিশরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতে যায় ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং

দল ওভার রান উইকেট সাল

লিয়াম ম্যাকার্থি আয়ারল্যান্ড ৪ ৮১ ০ ২০২৫

কাইল অ্যাবট দক্ষিণ আফ্রিকা ৪ ৬৮ ১ ২০১৫

সিসান্দা মাগালা দক্ষিণ আফ্রিকা ৪ ৬৭ ০ ২০২৩

অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ৪ ৬৫ ১ ২০২৪

রুবেল হোসেন বাংলাদেশ ৪ ৬৩ ২ ২০১২

ব্রাইডন কার্স ইংল্যান্ড ৪ ৬৩ ১ ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত