Ajker Patrika

লঙ্কা সিরিজের মাঝপথে হঠাৎ কেন লন্ডনে বাংলাদেশ কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরিজের মাঝপথে লন্ডন চলে গেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: ফাইল ছবি
সিরিজের মাঝপথে লন্ডন চলে গেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: ফাইল ছবি

কলম্বোর প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। একই মাঠে আগামীকাল সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই মুহূর্তেই বাংলাদেশ খেল ধাক্কা। সিরিজের বাকি অংশে প্রধান কোচ ফিল সিমন্সকে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

আজ সকালে হঠাৎই টিম হোটেল ছাড়েন বাংলাদেশ কোচ সিমন্স। তখন কারণ স্পষ্ট না হলেও সূত্রে জানা যায়, শারীরিক সমস্যার কারণে চিকিৎসা নিতে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বিমানবন্দরে যাওয়ার সময় পর্যন্ত দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কঠিন সময় পার করছেন সিমন্স। দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ তো নেই, বরং জয়-পরাজয়ের হিসেবে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এমন অবস্থায় সিরিজ চলাকালীন প্রধান কোচের দল ছেড়ে চলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।

এর আগে গল টেস্ট চলাকালেই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ব্যক্তিগত কারণে পাকিস্তান ফিরে যান। এবার ওয়ানডে সিরিজের মাঝপথে সিমন্স চলে গেলেন লন্ডনে। এদিকে কলম্বো টেস্টের পর টেস্ট থেকে নেতৃত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। সব মিলিয়ে শ্রীলঙ্কা সফরে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বাংলাদেশ দলের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত