
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর খেপেছেন হার্শেল গিবস। সাবেক প্রোটিয়া ব্যাটসম্যানের দাবি, কাশ্মীর প্রিমিয়ার লিগে (কেপিএল) অংশ না নিতে তাঁকে হুমকি দিয়েছে বিসিসিআই! ৬ আগস্ট মুজাফফারবাদে শুরু হচ্ছে কেপিএল।
বিসিসিআইয়ের এমন হস্তক্ষেপে নিজের হতাশার কথা জানিয়েছেন গিবস। কেপিএলে কোনোভাবে যুক্ত হলে ভবিষ্যতে ভারতে যেকোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে হুমকি পেয়েছেন গিবস। বিসিসিআইয়ের উদ্দেশে গিবস টুইট করেছেন, ‘পাকিস্তানের সঙ্গে তাদের (ভারতের) রাজনৈতিক এজেন্ডা এখানে নিয়ে আসা অপ্রয়োজনীয়। তারা আমাকে হুমকি দিয়েছে, কেপিএলে এলে ভবিষ্যতে ভারতে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। হাস্যকর!’
গিবসের আগে বিসিসিআইয়ের বিরুদ্ধে একই রকমের অভিযোগ এনেছিলেন রশিদ লতিফও। সাবেক পাকিস্তান উইকেটকিপার ব্যাটসম্যানের অভিযোগ ছিল, বিসিসিআই তাদের সাবেক খেলোয়াড়দের আগেই সতর্ক করে দিয়েছিল যাতে কোনোভাবে কেপিএলের সঙ্গে যুক্ত না হয়। যুক্ত হলে সে ক্ষেত্রে তাদের ভারতে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশগ্রহণ না করার হুমকি দেয় বিসিসিআই।
ছয় দলকে নিয়ে মুজাফফারবাদে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট। প্রতিটি দলে পাঁচজন কাশ্মীরি খেলোয়াড় রাখার বাধ্যবাধকতা আছে। সব দলের নেতৃত্বেই আছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ওভারসিস ওয়ারিয়র্স নামে দলটির নেতৃত্বে থাকবেন বাঁহাতি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, মুজাফফারবাদ টাইগার্সের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হাফিজ, শহিদ আফ্রিদি অধিনায়কের দায়িত্ব সামলাবেন রাওয়ালাকোট হকসের। বাঘ স্টালিওনস নামের ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে দেখা যাবে শাদাব খান, মিরপুর রয়্যালসের দায়িত্ব দেওয়া হয়েছে শোয়েব মালিক আর কোটলি লায়ন্সকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল।
২০২০ সালের ডিসেম্বরে কাশ্মীরের বিশেষ সংসদীয় কমিটির সভাপতি শাহরিয়ার খান আফ্রিদি কেপিএলের ঘোষণা দেন। টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবেও থাকবেন শাহরিয়ার। ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার মুজাফফারবাদ ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর খেপেছেন হার্শেল গিবস। সাবেক প্রোটিয়া ব্যাটসম্যানের দাবি, কাশ্মীর প্রিমিয়ার লিগে (কেপিএল) অংশ না নিতে তাঁকে হুমকি দিয়েছে বিসিসিআই! ৬ আগস্ট মুজাফফারবাদে শুরু হচ্ছে কেপিএল।
বিসিসিআইয়ের এমন হস্তক্ষেপে নিজের হতাশার কথা জানিয়েছেন গিবস। কেপিএলে কোনোভাবে যুক্ত হলে ভবিষ্যতে ভারতে যেকোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে হুমকি পেয়েছেন গিবস। বিসিসিআইয়ের উদ্দেশে গিবস টুইট করেছেন, ‘পাকিস্তানের সঙ্গে তাদের (ভারতের) রাজনৈতিক এজেন্ডা এখানে নিয়ে আসা অপ্রয়োজনীয়। তারা আমাকে হুমকি দিয়েছে, কেপিএলে এলে ভবিষ্যতে ভারতে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। হাস্যকর!’
গিবসের আগে বিসিসিআইয়ের বিরুদ্ধে একই রকমের অভিযোগ এনেছিলেন রশিদ লতিফও। সাবেক পাকিস্তান উইকেটকিপার ব্যাটসম্যানের অভিযোগ ছিল, বিসিসিআই তাদের সাবেক খেলোয়াড়দের আগেই সতর্ক করে দিয়েছিল যাতে কোনোভাবে কেপিএলের সঙ্গে যুক্ত না হয়। যুক্ত হলে সে ক্ষেত্রে তাদের ভারতে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশগ্রহণ না করার হুমকি দেয় বিসিসিআই।
ছয় দলকে নিয়ে মুজাফফারবাদে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট। প্রতিটি দলে পাঁচজন কাশ্মীরি খেলোয়াড় রাখার বাধ্যবাধকতা আছে। সব দলের নেতৃত্বেই আছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ওভারসিস ওয়ারিয়র্স নামে দলটির নেতৃত্বে থাকবেন বাঁহাতি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, মুজাফফারবাদ টাইগার্সের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হাফিজ, শহিদ আফ্রিদি অধিনায়কের দায়িত্ব সামলাবেন রাওয়ালাকোট হকসের। বাঘ স্টালিওনস নামের ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে দেখা যাবে শাদাব খান, মিরপুর রয়্যালসের দায়িত্ব দেওয়া হয়েছে শোয়েব মালিক আর কোটলি লায়ন্সকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল।
২০২০ সালের ডিসেম্বরে কাশ্মীরের বিশেষ সংসদীয় কমিটির সভাপতি শাহরিয়ার খান আফ্রিদি কেপিএলের ঘোষণা দেন। টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবেও থাকবেন শাহরিয়ার। ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার মুজাফফারবাদ ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে