Ajker Patrika

বাংলাদেশ সিরিজ দিয়ে এক বছর পর ফিরলেন লঙ্কান তারকা

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ সিরিজ দিয়ে এক বছর পর ফিরলেন লঙ্কান তারকা
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন দাসুন শানাকা। ছবি: ক্রিকইনফো

প্রতিযোগিতামূলক ক্রিকেটে দাসুন শানাকা সবশেষ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে। ডাম্বুলার হয়ে ক্যান্ডির বিপক্ষে ম্যাচটা ছিল প্রথম শ্রেণির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তিনি খেলেছেন গত বছরের জুলাইয়ে। বাংলাদেশ সিরিজ দিয়ে অবশেষে তাঁর অপেক্ষা ফুরোল লঙ্কান এই অলরাউন্ডারের।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। অলরাউন্ডার শানাকা এই সিরিজ দিয়ে এক বছর পর ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। এই সিরিজে আছেন দুই ‘কুশল’। কুশল পেরেরা, কুশল মেন্ডিস দুজনই উইকেটরক্ষক ব্যাটার। সেক্ষেত্রে উইকেটরক্ষকের গ্লাভস কুশল মেন্ডিসের হাতে থাকার সম্ভাবনা বেশি।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং লাইনআপে আরও থাকছেন পাথুম নিশাংকা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিসের মতো তারকারা। কামিন্দু দুই হাতে বোলিং করতে পারেন। আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। যাঁর মধ্যে হাসারাঙ্গার লেগস্পিন ভেলকিতে প্রতিপক্ষ রীতিমতো চোখে সর্ষেফুল দেখতে থাকেন। তাঁর সঙ্গে থাকছেন আরেক লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসে। স্পিন বোলিং লাইনআপে মাহিশ তিকশানার মতো তারকা বোলারও আছেন। আসালাঙ্কার খণ্ডকালীন স্পিনও দারুণ কাজে দিতে পারে।

শানাকার মতো চামিকা করুণারত্নেও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। শ্রীলঙ্কার জার্সিতে সবশেষ করুণারত্নে খেলেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। বাংলাদেশ সিরিজে স্বীকৃত পেসার হিসেবে আছেন নুয়ান তুষারা, ইশান মালিঙ্গা ও মাথিসা পাতিরানা। তুষারা গত বছর সিলেটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। ৬ ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাকি ১১ ম্যাচে জয় লঙ্কানদের। ১০ জুলাই পাল্লেকেলেতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও কলম্বোতে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দল

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস,জেফরি ভ্যান্ডারসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, ইশান মালিঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাথিসা পাতিরানা, চামিকা করুণারত্নে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত