
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত কোনো টুর্নামেন্ট শুরু হলেই ভারতীয়দের মনে প্রশ্ন জাগে, এবার দল চ্যাম্পিয়ন হবে তো? সমর্থকদের মনে এই প্রশ্ন ওঠার কারণ, বারবার ভারতের আইসিসির টুর্নামেন্টের শিরোপা জেতার প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া। ২০১৩ সালে শেষবার মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর পরের গল্প শুধু হতাশার। সমর্থকদের মনের এমন প্রশ্নের সঙ্গে নিজেদের হতাশা দূর করার জন্য এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সংবাদ সম্মেলনে আজ এমনটিই জানিয়েছেন রোহিত। আগামীকাল ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ভারতে অধিনায়ক বলেছেন, ‘বলতে চাই না এটি চাপ। তবে আইসিসির টুর্নামেন্টে শীর্ষে আসা নিশ্চিতভাবেই আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা ঠিক যে বৈশ্বিক টুর্নামেন্টে, বিশেষ করে বড় খেলাগুলোয় যা করতে চাই তা করতে পারছি না। বিশ্বাস করি যে আমাদের সামনে এবার ভালো করার সুযোগ এসেছে। এর জন্য আমাদের খেলায় চোখ রাখতে হবে।’
ভারত শেষবার ২০১৩ সালে ইংল্যান্ডে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ধোনির নেতৃত্বে। এরপর বেশ কয়েকটি টুর্নামেন্টে ভালো খেলে সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও আইসিসি ইভেন্টের ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হয়নি ভারতের। সেদিকটা বিবেচনা করেই এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক রোহিত।
রোহিত বলেছেন, ‘হ্যাঁ, এটি একটি চ্যালেঞ্জ। যদি ভুল না করি, ৯ বছর আগে আমরা আইসিসি ট্রফি জিতেছি। এটি আমাদের দলের জন্য একটি চ্যালেঞ্জ। আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। এবারের টুর্নামেন্টটি আমাদের পরিবর্তন ও ভালো কিছু করার সুযোগ দিচ্ছে। আমরা অবশ্যই জানি ভালো কিছু করতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের একটি করে ম্যাচ চিন্তা করে এগিয়ে যেতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে কোনো চাপ নেই বলেও জানিয়েছেন রোহিত। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত কোনো টুর্নামেন্ট শুরু হলেই ভারতীয়দের মনে প্রশ্ন জাগে, এবার দল চ্যাম্পিয়ন হবে তো? সমর্থকদের মনে এই প্রশ্ন ওঠার কারণ, বারবার ভারতের আইসিসির টুর্নামেন্টের শিরোপা জেতার প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া। ২০১৩ সালে শেষবার মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর পরের গল্প শুধু হতাশার। সমর্থকদের মনের এমন প্রশ্নের সঙ্গে নিজেদের হতাশা দূর করার জন্য এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সংবাদ সম্মেলনে আজ এমনটিই জানিয়েছেন রোহিত। আগামীকাল ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ভারতে অধিনায়ক বলেছেন, ‘বলতে চাই না এটি চাপ। তবে আইসিসির টুর্নামেন্টে শীর্ষে আসা নিশ্চিতভাবেই আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা ঠিক যে বৈশ্বিক টুর্নামেন্টে, বিশেষ করে বড় খেলাগুলোয় যা করতে চাই তা করতে পারছি না। বিশ্বাস করি যে আমাদের সামনে এবার ভালো করার সুযোগ এসেছে। এর জন্য আমাদের খেলায় চোখ রাখতে হবে।’
ভারত শেষবার ২০১৩ সালে ইংল্যান্ডে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ধোনির নেতৃত্বে। এরপর বেশ কয়েকটি টুর্নামেন্টে ভালো খেলে সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও আইসিসি ইভেন্টের ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হয়নি ভারতের। সেদিকটা বিবেচনা করেই এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক রোহিত।
রোহিত বলেছেন, ‘হ্যাঁ, এটি একটি চ্যালেঞ্জ। যদি ভুল না করি, ৯ বছর আগে আমরা আইসিসি ট্রফি জিতেছি। এটি আমাদের দলের জন্য একটি চ্যালেঞ্জ। আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। এবারের টুর্নামেন্টটি আমাদের পরিবর্তন ও ভালো কিছু করার সুযোগ দিচ্ছে। আমরা অবশ্যই জানি ভালো কিছু করতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের একটি করে ম্যাচ চিন্তা করে এগিয়ে যেতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে কোনো চাপ নেই বলেও জানিয়েছেন রোহিত। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে