
খেলা ভারতের অনূর্ধ্ব-১৯ উইমেন্স ওয়ানডে ট্রফির। ইরা যাদবের বয়স ১৪। কিন্তু তাঁর দক্ষ ব্যাটিংয়ের সামনে বয়স কোনো বাধা হতে পারেনি। খুনে ব্যাটিংয়ে রীতিমতো ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। সীমিত ওভারের ক্রিকেটে প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ইরা।
ইরার ৩৪৬ রানের রানের ম্যাচে তাঁর দল মুম্বাই ৫৪৪ রানের বড় ব্যবধানে হারিয়ে মেঘালয়কে। আগে ব্যাটিংয়ে নেমে ইরার বিধ্বংসী ইনিংসের কল্যাণে ৫০ ওভারে ৩ উইকেটে ৫৬৩ রান করে মুম্বাই। এই টুর্নামেন্টে প্রথমবার ৫০০-এর বেশি রানের রেকর্ডও গড়েছে তারা। সেঞ্চুরি করেছেন দলের অধিনায়ক হার্লি গালাও। তাঁর ব্যাট থেকে আসে ৭৯ বলে ১১৬ রান।
১৫৭ বলে ৩৪৬ রান করে অপরাজিত থাকেন ইরা। ২২০.৩৮ স্ট্রাইক রেটের ইনিংসে মেরেছেন ৪২ চার ও ১৬টি ছক্কা। সাদা বলে প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেও ভাঙতে পারেননি বিশ্ব রেকর্ড। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ম্যাচে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড দক্ষিণ আফ্রিকার লিজেল লির। ২০১০ সালে ৪২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এ প্রোটিয়া ব্যাটার।
ইরা ও গালা দ্বিতীয় উইকেটে গড়েন ২৭৪ রানের জুটি। যেখানে তাঁর অবদান ৭১ বলে ১৪৯। পরে দিকশা পাওয়ারের সঙ্গে গড়েন ১৮৬ রানের আরেকটি জুটি। এ জুটিতে ইরার অবদান ৫০ বলে ১৩৭ রান। মেঘালয়ের তিন বোলারই রান দিয়েছেন ১০০-এর বেশি।
মুম্বাইয়ের দেওয়া ৫৬৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯ রানে গুটিয়ে যা মেঘালয়। জয় পায় ৫৪৪ রানের। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, মাসখানেক আগে উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) কোনো দল পাননি ইরা। মিনি নিলামে তাঁর নামও ছিল। তবে কোনো দল বয়স কম হওয়ায় তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি। কিন্তু মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের রিজার্ভেও আছেন ইরা।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৯ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১৪ ঘণ্টা আগে