
স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন শামার জোসেফ। অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। মাঠের পারফরম্যান্স দিয়ে শুধু প্রশংসা নয়, স্বীকৃতিও পেয়েছেন তিনি।
অভিষেক সিরিজের পারফরম্যান্সের পুরস্কার পাওয়া অবশ্য শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শামারকে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এতে করে সংক্ষিপ্ত তালিকাতে নাম তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ওলি পোপ ও জশ হ্যাজলউডকে।
গত মাসে টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজলউড। আর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ১৯৬ রানের ইনিংস খেলে মাস সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার পোপ। তবে তাঁদের পারফরম্যান্স শামারের কাছে পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে রূপকথার জন্ম দিয়েছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের অভিষেকের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন শামার। স্টিভেন স্মিথকে আউট করে প্রথম বলেই উইকেট পাওয়া বিশ্বের ২৩ তম বোলার ছিলেন। অভিষেকেই টেস্টেই আবার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও তাঁর এই পারফরম্যান্স কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়ায়। তবে দ্বিতীয় টেস্টে জয়ের আক্ষেপটা মিটিয়েছেন তিনি।
সঙ্গে ক্যারিবিয়ানদের ২৭ বছরের আক্ষেপর ইতি টেনেছেন শামার। দীর্ঘ এত বছর অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে জয়হীন ছিল তারা। গ্যাবা টেস্টে চোট নিয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে ৭ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৮ উইকেট নেন গ্যাবা টেস্টে। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাসহ সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এমন পারফরম্যান্সে পরে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পেয়েছেন গায়ানার পেসার। পরে ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পর আইপিএলেও ডাক পেয়েছেন শামার।

স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন শামার জোসেফ। অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। মাঠের পারফরম্যান্স দিয়ে শুধু প্রশংসা নয়, স্বীকৃতিও পেয়েছেন তিনি।
অভিষেক সিরিজের পারফরম্যান্সের পুরস্কার পাওয়া অবশ্য শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শামারকে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এতে করে সংক্ষিপ্ত তালিকাতে নাম তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ওলি পোপ ও জশ হ্যাজলউডকে।
গত মাসে টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজলউড। আর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ১৯৬ রানের ইনিংস খেলে মাস সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার পোপ। তবে তাঁদের পারফরম্যান্স শামারের কাছে পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে রূপকথার জন্ম দিয়েছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের অভিষেকের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন শামার। স্টিভেন স্মিথকে আউট করে প্রথম বলেই উইকেট পাওয়া বিশ্বের ২৩ তম বোলার ছিলেন। অভিষেকেই টেস্টেই আবার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও তাঁর এই পারফরম্যান্স কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়ায়। তবে দ্বিতীয় টেস্টে জয়ের আক্ষেপটা মিটিয়েছেন তিনি।
সঙ্গে ক্যারিবিয়ানদের ২৭ বছরের আক্ষেপর ইতি টেনেছেন শামার। দীর্ঘ এত বছর অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে জয়হীন ছিল তারা। গ্যাবা টেস্টে চোট নিয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে ৭ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৮ উইকেট নেন গ্যাবা টেস্টে। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাসহ সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এমন পারফরম্যান্সে পরে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পেয়েছেন গায়ানার পেসার। পরে ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পর আইপিএলেও ডাক পেয়েছেন শামার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে