ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কুড়ি ওভারের সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন এই সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন দাস।
চোটের পড়ে তাওহীদ হৃদয়ও নেই টি-টোয়েন্টি সিরিজে। ছুটি নিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দলে চমক রিপন মন্ডল। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী এই পেসার। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল দারুণ ছন্দে রয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৭ উইকেট তাঁর, ইকোনমি ৮.৫০।
লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন আফিফ হোসেন। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণের ম্যাচ খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। প্রায় দেড় বছর পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাসুম আহমেদ। গত বছরের জুলাইয়ে নিজেদের মাঠে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন এ বাঁহাতি স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। আজ সেন্ট কিটস চলছে দ্বিতীয় ওয়ানডে খেলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তবে সবশেষ ভারত সফরের টি-টোয়েন্টি দল বিবেচনায় উইন্ডিজ সফরে বেশ পরিবর্তনই এনেছে বিসিবি।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কুড়ি ওভারের সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন এই সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন দাস।
চোটের পড়ে তাওহীদ হৃদয়ও নেই টি-টোয়েন্টি সিরিজে। ছুটি নিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দলে চমক রিপন মন্ডল। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী এই পেসার। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল দারুণ ছন্দে রয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৭ উইকেট তাঁর, ইকোনমি ৮.৫০।
লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন আফিফ হোসেন। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণের ম্যাচ খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। প্রায় দেড় বছর পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাসুম আহমেদ। গত বছরের জুলাইয়ে নিজেদের মাঠে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন এ বাঁহাতি স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। আজ সেন্ট কিটস চলছে দ্বিতীয় ওয়ানডে খেলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তবে সবশেষ ভারত সফরের টি-টোয়েন্টি দল বিবেচনায় উইন্ডিজ সফরে বেশ পরিবর্তনই এনেছে বিসিবি।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে সাকিব আল হাসানকে স্পর্শ করলেন রাজশাহীর পেসার তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগেশৈশবে ফর্মুলা ওয়ান দেখতেই বেশি ভালো লাগত ইয়ানিক সিনারের। মাঝে মধ্যে আবার ছুটে যেতেন মিলানে। ইতালিয়ান ক্লাব এসি মিলানের পাঁড় ভক্তও তিনি। এর মধ্যে কখন যে টেনিসের প্রেমে পড়া। এই অঙ্গনে তাঁর আইডল আবার রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ। এর মধ্যে রজার অনেক আগেই ছেড়েছেন টেনিস। জোকো এখনো খেললেও এবার চোটে পড়ে আ
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব উদ্যাপনের ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) কোনো কর্মপরিকল্পনা জমা না দেওয়ায় দেশের ১৫ ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করা হতে প
২ ঘণ্টা আগেবিপিএলের পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের মাঝেই কিছুটা দেরি করে ম্যাচ খেলতে এসেছে দুর্বার রাজশাহী। তবে তাদের সঙ্গে আসেনি কোনো বিদেশি ক্রিকেটার। প্রধান কোচ এজাজ আহমেদ দলের সঙ্গে এলেও ওয়ার্ম-আপে ক্রিকেটারদের নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। পরে রাজশাহীর একাদশে সত্যি সত্যি ছিল না কোনো বিদেশি ক্রিকেট
৪ ঘণ্টা আগে