
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে সংশয় রয়েছে এখনো। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার নিয়ে আপত্তি রয়েছে পাকিস্তান সরকারের। প্রতিবেশী দেশে নিরাপত্তা দল পাঠানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২৭ জুন এবারের বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি অনুযায়ী কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ-এই পাঁচ ভেন্যুতে খেলবে পাকিস্তান। যার মধ্যে আহমেদাবাদে খেলবে ভারতের বিপক্ষে এবং বাকি চার ভেন্যুতে দুটি করে ম্যাচ খেলবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই পাঁচ ভেন্যুতে নিরাপত্তা দল পাঠানোর চিন্তা করছে পিসিবি। ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে বোর্ডকে প্রতিবেদন জমা দিতে হবে পিসিবির নিরাপত্তা দলকে। হায়দরাবাদে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান।
এর আগেও ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, যদি পাকিস্তান সরকার তাদেরকে ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলতে দিতে না চায়, তাহলে চেন্নাইকে বিকল্প হিসেবে ভাবা হয়েছে। পিসিবির এক মুখপাত্র বলেন, ‘ভারতে যেকোনো সফরের জন্য পাকিস্তান সরকারের থেকে পিসিবির অনুমতি নিতে হয়। ম্যাচের ভেন্যুর ব্যাপারও এখানে রয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে দেখছি এবং শোনা মাত্রই আমরা তা ইভেন্ট কর্তৃপক্ষকে (আইসিসি) জানাব। দুই সপ্তাহ আগে আইসিসিকে আমরা বলেছিলাম, যখন আমাদের খসড়া সূচি পাঠানো হয়েছিল। তখন আমাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।’
২০১৯ বিশ্বকাপের মতো এবারও হবে দশ দলের বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এর আগে ১২ বার হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সর্বোচ্চ পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া। দুইবার করে জিতেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড আর রানার্সআপ নিউজিল্যান্ড।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে সংশয় রয়েছে এখনো। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার নিয়ে আপত্তি রয়েছে পাকিস্তান সরকারের। প্রতিবেশী দেশে নিরাপত্তা দল পাঠানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২৭ জুন এবারের বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি অনুযায়ী কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ-এই পাঁচ ভেন্যুতে খেলবে পাকিস্তান। যার মধ্যে আহমেদাবাদে খেলবে ভারতের বিপক্ষে এবং বাকি চার ভেন্যুতে দুটি করে ম্যাচ খেলবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই পাঁচ ভেন্যুতে নিরাপত্তা দল পাঠানোর চিন্তা করছে পিসিবি। ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে বোর্ডকে প্রতিবেদন জমা দিতে হবে পিসিবির নিরাপত্তা দলকে। হায়দরাবাদে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান।
এর আগেও ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, যদি পাকিস্তান সরকার তাদেরকে ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলতে দিতে না চায়, তাহলে চেন্নাইকে বিকল্প হিসেবে ভাবা হয়েছে। পিসিবির এক মুখপাত্র বলেন, ‘ভারতে যেকোনো সফরের জন্য পাকিস্তান সরকারের থেকে পিসিবির অনুমতি নিতে হয়। ম্যাচের ভেন্যুর ব্যাপারও এখানে রয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে দেখছি এবং শোনা মাত্রই আমরা তা ইভেন্ট কর্তৃপক্ষকে (আইসিসি) জানাব। দুই সপ্তাহ আগে আইসিসিকে আমরা বলেছিলাম, যখন আমাদের খসড়া সূচি পাঠানো হয়েছিল। তখন আমাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।’
২০১৯ বিশ্বকাপের মতো এবারও হবে দশ দলের বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এর আগে ১২ বার হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সর্বোচ্চ পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া। দুইবার করে জিতেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড আর রানার্সআপ নিউজিল্যান্ড।

তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১৪ মিনিট আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
২ ঘণ্টা আগে