ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচের পর সূর্যকুমার যাদব বলেন, ভারত-পাকিস্তান ম্যাচে এখন আর প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পান না তিনি। সূর্যকুমারের সেই কথা ধরে এবার সালমান আলী আগাদের কটাক্ষ করলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভারত-পাকিস্তান ম্যাচের একটি ছবি পোস্ট করেছেন হরভজন। প্রথমে সেই ছবিতে লেখা ছিল ‘সর্বশ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা’। কিন্তু ‘সর্বশ্রেষ্ঠ’ শব্দটি কেটে দিয়ে নিচে মোটা অক্ষরে লেখা হয়েছে ‘একতরফা’। ক্যাপশনে হরভজন লিখেছেন, ‘একতরফা প্রতিদ্বন্দ্বিতা। এগিয়ে যাও ভারত।’
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। সুপার ফোরের ম্যাচেও গৌতম গম্ভীরের দলের কাছে পাত্তা পায়নি সালমান অ্যান্ড কোং। এ যাত্রায় তাদের ৬ উইকেটে হারায় ভারত। পরিসংখ্যান বলছে, ২০২২ সালের এশিয়া কাপের পর তিন সংস্করণ মিলিয়ে দুই দলের সবশেষ সাত দেখার সব কটিতেই জিতেছে তারা।
সুপার ফোরের ম্যাচের পর সূর্যের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল—কেমন প্রতিদ্বন্দ্বিতা করল পাকিস্তান? উত্তরে একটু হেসে ভারত দলপতি বলেন, ‘এই প্রশ্নের জবাবে আমার একটা কথা বলার আছে। আমার মনে হয়, আপনাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন বন্ধ করা উচিত। প্রতিদ্বন্দ্বিতা ও মান একই পর্যায়ে পড়ে। ধরুন দুটি দল ১৫ থেকে ২০টি ম্যাচ খেলল। সেখানে লড়াইয়ের ফল যদি ৭-৭ বা ৮-৭ হয়, তাহলে সেটাকে আপনি প্রতিদ্বন্দ্বিতা বলতে পারবেন। কিন্তু ফল যদি হয় ১৩-০ বা ১০-১, সে ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বলা চলে না। আমি জানি না ভারত-পাকিস্তান ম্যাচে পরিসংখ্যান কেমন। তবে দুই দলের মধ্যে এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই। ম্যাচে তাদের চেয়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি।’
ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিকে এবার নতুন মোড় দিলেন হরভজন। যদিও এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। পাকিস্তান লিজেন্ডসের বিপক্ষে ম্যাচ বয়কট করতে ভারতের যে কয়েকজন ক্রিকেটার নেতৃত্ব দিয়েছিলেন, হরভজন ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। গত এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ইস্যু টেনে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পরামর্শ দিয়েছিলেন তিনি।

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচের পর সূর্যকুমার যাদব বলেন, ভারত-পাকিস্তান ম্যাচে এখন আর প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পান না তিনি। সূর্যকুমারের সেই কথা ধরে এবার সালমান আলী আগাদের কটাক্ষ করলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভারত-পাকিস্তান ম্যাচের একটি ছবি পোস্ট করেছেন হরভজন। প্রথমে সেই ছবিতে লেখা ছিল ‘সর্বশ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা’। কিন্তু ‘সর্বশ্রেষ্ঠ’ শব্দটি কেটে দিয়ে নিচে মোটা অক্ষরে লেখা হয়েছে ‘একতরফা’। ক্যাপশনে হরভজন লিখেছেন, ‘একতরফা প্রতিদ্বন্দ্বিতা। এগিয়ে যাও ভারত।’
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। সুপার ফোরের ম্যাচেও গৌতম গম্ভীরের দলের কাছে পাত্তা পায়নি সালমান অ্যান্ড কোং। এ যাত্রায় তাদের ৬ উইকেটে হারায় ভারত। পরিসংখ্যান বলছে, ২০২২ সালের এশিয়া কাপের পর তিন সংস্করণ মিলিয়ে দুই দলের সবশেষ সাত দেখার সব কটিতেই জিতেছে তারা।
সুপার ফোরের ম্যাচের পর সূর্যের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল—কেমন প্রতিদ্বন্দ্বিতা করল পাকিস্তান? উত্তরে একটু হেসে ভারত দলপতি বলেন, ‘এই প্রশ্নের জবাবে আমার একটা কথা বলার আছে। আমার মনে হয়, আপনাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন বন্ধ করা উচিত। প্রতিদ্বন্দ্বিতা ও মান একই পর্যায়ে পড়ে। ধরুন দুটি দল ১৫ থেকে ২০টি ম্যাচ খেলল। সেখানে লড়াইয়ের ফল যদি ৭-৭ বা ৮-৭ হয়, তাহলে সেটাকে আপনি প্রতিদ্বন্দ্বিতা বলতে পারবেন। কিন্তু ফল যদি হয় ১৩-০ বা ১০-১, সে ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বলা চলে না। আমি জানি না ভারত-পাকিস্তান ম্যাচে পরিসংখ্যান কেমন। তবে দুই দলের মধ্যে এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই। ম্যাচে তাদের চেয়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি।’
ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিকে এবার নতুন মোড় দিলেন হরভজন। যদিও এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। পাকিস্তান লিজেন্ডসের বিপক্ষে ম্যাচ বয়কট করতে ভারতের যে কয়েকজন ক্রিকেটার নেতৃত্ব দিয়েছিলেন, হরভজন ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। গত এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ইস্যু টেনে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পরামর্শ দিয়েছিলেন তিনি।

করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
২ মিনিট আগে
মোহাম্মদ সাইফউদ্দিন টিকে থাকলেন শেষ পর্যন্ত। তবে তাঁর অপরাজিত ফিফটি ঢাকা ক্যাপিটালসের কোনো কাজেই আসলো না। বাঁচা মরার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরেছে তারা। এই হারে বিপিএল থেকে বিদায় নিল ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল রংপুর।
৬ মিনিট আগে
২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।
১ ঘণ্টা আগে
ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ ঘণ্টা আগে