ক্রীড়া ডেস্ক

বুলাওয়েতে রেকর্ড গড়া সংগ্রহের পর বল হাতেও দ্বিতীয় দিনটা জিম্বাবুয়ের। রানপাহাড়ে চাপা পড়ে দিন শেষে ২ উইকেট আফগানিস্তান তুলেছে ৯৫ রান। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ৪৯১ রান। রহমত শাহ ৪৯ ও হাসমতউল্লাহ শাহিদি ১৬ রানে কাল আবারও ব্যাটিং শুরু করবেন। এর আগে দুই ওপেনার সেদিকউল্লাহ আতাল ও আবদুল মালিক ফিরেছেন দ্রুত।
অভিষিক্ত আতাল অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ফিরেছেন দ্বিতীয় ওভারেই। ট্রেভর গোয়ান্ডুর বলে ৬ বলে ৩ রানে ড্রেসিংরুমে ফেরেন আতাল। ব্লেসিংস মুজারাবানির বলে ২৩ রানে আউট হয়েছেন মালিক।
তার আগে রেকর্ড গড়ে রান উৎসব থামে জিম্বাবুয়ের। তিন সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৫৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকেরা। গতকাল সেঞ্চুরি করে শন উইলিয়াস আজ থামলেন দেড় শ পেরিয়ে। তাঁর সঙ্গে অপরাজিত থাকা ক্রেইগ এরভিনও তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডের মতো ব্যাট চালিয়ে ব্রায়ান বেনেট তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।
তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের গড়েছে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। ভাঙল ২৩ বছরের রেকর্ড। ২০০১ সালে হারারে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬৩ রান করেছিল তারা। এত দিন সেটি ছিল টেস্টে তাদের সর্বোচ্চ ইনিংস।
আগের দিনের ৪ উইকেটে ৩৬৩ রান থেকে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বাকি ৬ উইকেটে আজ যোগ করে আরও ২২৩ রান। ১৪৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামস ফেরেন ১৫৪ রানে। পঞ্চম উইকেটে এরভিনের সঙ্গে ভাঙে ১৬৩ রানের জুটি। ১৭৪ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা।
ষষ্ঠ উইকেটে ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে এরভিন ৮২ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে বাঁহাতি স্পিনার জিয়াউর রহমানের শিকার হন এরভিন। ১৭৬ বলে ১০ চারে ১০৪ রান করেছেন এরভিন। স্বীকৃত ব্যাটাররা আউট হওয়ার পর বেনেট টেল-এন্ডারদের নিয়ে রান বাড়াতে থাকেন দ্রুত। শেষ পর্যন্ত ১২৪ বলে ১১০ রানে অপরাজিত থাকেন এ তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিতে মেরেছেন ৪টি ছক্কা ও ৫টি চার।
আফগান বোলারদের মধ্যে গজনফার ৩টি, জহির খান, জিয়া ও নাভিদ জাদরান ২টি করে উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ে শুধু সর্বোচ্চ রানের নয়, টেস্টে ওভারপ্রতি রান তোলারও রেকর্ড গড়েছে তারা। প্রথম ইনিংসে ৪.৩৩ হারে ওভারপ্রতি রান তুলেছেন উলিয়ামসরা। টেস্টে এটি তাদের ওভারপ্রতি সর্বোচ্চ রান তোলার হার। এর আগের রেকর্ডটি ছিল ৩.৮০। ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে হারারেতে রেকর্ডটি গড়েছিল তারা।

বুলাওয়েতে রেকর্ড গড়া সংগ্রহের পর বল হাতেও দ্বিতীয় দিনটা জিম্বাবুয়ের। রানপাহাড়ে চাপা পড়ে দিন শেষে ২ উইকেট আফগানিস্তান তুলেছে ৯৫ রান। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ৪৯১ রান। রহমত শাহ ৪৯ ও হাসমতউল্লাহ শাহিদি ১৬ রানে কাল আবারও ব্যাটিং শুরু করবেন। এর আগে দুই ওপেনার সেদিকউল্লাহ আতাল ও আবদুল মালিক ফিরেছেন দ্রুত।
অভিষিক্ত আতাল অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ফিরেছেন দ্বিতীয় ওভারেই। ট্রেভর গোয়ান্ডুর বলে ৬ বলে ৩ রানে ড্রেসিংরুমে ফেরেন আতাল। ব্লেসিংস মুজারাবানির বলে ২৩ রানে আউট হয়েছেন মালিক।
তার আগে রেকর্ড গড়ে রান উৎসব থামে জিম্বাবুয়ের। তিন সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৫৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকেরা। গতকাল সেঞ্চুরি করে শন উইলিয়াস আজ থামলেন দেড় শ পেরিয়ে। তাঁর সঙ্গে অপরাজিত থাকা ক্রেইগ এরভিনও তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডের মতো ব্যাট চালিয়ে ব্রায়ান বেনেট তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।
তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের গড়েছে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। ভাঙল ২৩ বছরের রেকর্ড। ২০০১ সালে হারারে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬৩ রান করেছিল তারা। এত দিন সেটি ছিল টেস্টে তাদের সর্বোচ্চ ইনিংস।
আগের দিনের ৪ উইকেটে ৩৬৩ রান থেকে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বাকি ৬ উইকেটে আজ যোগ করে আরও ২২৩ রান। ১৪৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামস ফেরেন ১৫৪ রানে। পঞ্চম উইকেটে এরভিনের সঙ্গে ভাঙে ১৬৩ রানের জুটি। ১৭৪ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা।
ষষ্ঠ উইকেটে ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে এরভিন ৮২ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে বাঁহাতি স্পিনার জিয়াউর রহমানের শিকার হন এরভিন। ১৭৬ বলে ১০ চারে ১০৪ রান করেছেন এরভিন। স্বীকৃত ব্যাটাররা আউট হওয়ার পর বেনেট টেল-এন্ডারদের নিয়ে রান বাড়াতে থাকেন দ্রুত। শেষ পর্যন্ত ১২৪ বলে ১১০ রানে অপরাজিত থাকেন এ তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিতে মেরেছেন ৪টি ছক্কা ও ৫টি চার।
আফগান বোলারদের মধ্যে গজনফার ৩টি, জহির খান, জিয়া ও নাভিদ জাদরান ২টি করে উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ে শুধু সর্বোচ্চ রানের নয়, টেস্টে ওভারপ্রতি রান তোলারও রেকর্ড গড়েছে তারা। প্রথম ইনিংসে ৪.৩৩ হারে ওভারপ্রতি রান তুলেছেন উলিয়ামসরা। টেস্টে এটি তাদের ওভারপ্রতি সর্বোচ্চ রান তোলার হার। এর আগের রেকর্ডটি ছিল ৩.৮০। ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে হারারেতে রেকর্ডটি গড়েছিল তারা।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে