
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। দুই ম্যাচের টেস্ট সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, তখন জানানো হলো ভেন্যু বদলের কথা। করাচির পরিবর্তে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
স্টেডিয়ামের সংস্কারকাজ চলার কারণে করাচি থেকে দ্বিতীয় টেস্ট সরানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভেন্যু বদলের কথা জানিয়েছে। ভেন্যু বদলের ব্যাখ্যায় পিসিবি বলেছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির ব্যাপারে নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলার সময় নির্মাণকাজ হলে সেটার শব্দ ঝামেলায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারক ও গণমাধ্যমকেও সমস্যায় ফেলবে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। আইসিসি এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে পিসিবি অনেক আগেই লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এই তিন ভেন্যুর নাম প্রস্তাব করেছে। আইসিসির ইভেন্টটি আয়োজন করতে তারা যে কতটা দৃঢ়প্রতিজ্ঞ, সেটা করাচির সংস্কারকাজ দেখলেই বোঝা যাচ্ছে। ১৪ আগস্ট পিসিবি জানিয়েছিল, করাচিতে ৩০ আগস্ট শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। এখন তো দর্শকবিহীন মাঠে হওয়ার কোনো সুযোগই নেই।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠেই হচ্ছে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। দুই ম্যাচের টেস্ট সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, তখন জানানো হলো ভেন্যু বদলের কথা। করাচির পরিবর্তে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
স্টেডিয়ামের সংস্কারকাজ চলার কারণে করাচি থেকে দ্বিতীয় টেস্ট সরানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভেন্যু বদলের কথা জানিয়েছে। ভেন্যু বদলের ব্যাখ্যায় পিসিবি বলেছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির ব্যাপারে নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলার সময় নির্মাণকাজ হলে সেটার শব্দ ঝামেলায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারক ও গণমাধ্যমকেও সমস্যায় ফেলবে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। আইসিসি এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে পিসিবি অনেক আগেই লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এই তিন ভেন্যুর নাম প্রস্তাব করেছে। আইসিসির ইভেন্টটি আয়োজন করতে তারা যে কতটা দৃঢ়প্রতিজ্ঞ, সেটা করাচির সংস্কারকাজ দেখলেই বোঝা যাচ্ছে। ১৪ আগস্ট পিসিবি জানিয়েছিল, করাচিতে ৩০ আগস্ট শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। এখন তো দর্শকবিহীন মাঠে হওয়ার কোনো সুযোগই নেই।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠেই হচ্ছে দ্বিতীয় টেস্ট।

নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে সিলেট টাইটান্স। ঘরের মাঠে স্বাগতিক সিলেট শেষ দুই ম্যাচে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের কাছে ৯ ও ৬ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট। আজ মিরাজের দল নামবে হ্যাটট্রিক হার এড়াতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা
৩৬ মিনিট আগে
আইপিএল নিলাম থেকে কেনার ২০ দিনের মধ্যেই মোস্তাফিজুর রহমানের নাম ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রেশটা এখনো রয়েই গেছে। টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাওয়া মোস্তাফিজ বিপিএলে দেখিয়েছেন তাঁর ভেলকি।
১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল থেকে নাম ছাঁটাইয়ের পর বিসিসিআইকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। মাশরাফি বিন মর্তুজার যে ‘চিহ্ন’টুকু আইপিএলে রয়েছে, সেটাও বেশি দিন টিকবে বলে মনে করছেন না পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান।
২ ঘণ্টা আগে
মাইকেল নেসেরের বল সোজা চালালেন জো রুট। দুই রান নেওয়ার পর হেলমেট ও ব্যাটটা শূন্যে প্রসারিত করলেন রুট। হেলমেটে দিলেন চুমু। সেঞ্চুরির পর হরহামেশা রুট এমনটা করলেও আজকের উপলক্ষ যে আলাদা। তিন অঙ্ক ছুঁয়ে আজ তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ডে ভাগ বসালেন রুট।
২ ঘণ্টা আগে