নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মূল লড়াইয়ের আগে আগামীকাল শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এখনো দল নিয়ে ছোটখাটো পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যদিও অস্ট্রেলিয়ায় পা রাখার পর দুটি প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের সম্ভাব্য সেরা একাদশ খেলানোর কথা বলা হয়েছিল। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্ভাব্য সেরা একাদশ খেলানো হবে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও এ বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় অন্তত সেরকমই আভাস মিলেছে। আজ ব্রিসবেনে সংবাদমাধ্যমের সামনে বিসিবির এই নির্বাচক বলেন, ‘এটা এই মুহূর্তে বলা কঠিন (সম্ভাব্য সেরা একাদশ খেলানো হবে কি না)। এটা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হবে, আমরা আগামীকাল বলতে পারব। আরেকটা জিনিস, দলকে পুরোপুরি তৈরি করতে প্রস্তুতি ম্যাচের পরও আমরা চার-পাঁচ দিন সময় পাব। চার-পাঁচটি প্র্যাকটিস সেশন আছে। আমি মনে করি, এর মধ্যে দল পুরোপুরি তৈরি হয়ে যাবে। আশা করছি, সবাই নিজেদের প্রস্তুত করে প্রথম ম্যাচ থেকে সেরাটা দেবে।’
আজ আনুষ্ঠানিক অনুশীলন নেই বাংলাদেশ দলের। তবে পুরোপুরি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসানরা। বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। কিছু চোট সমস্যাও আছে বাংলাদেশ দলে। চোটের কারণে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলেননি লিটন দাস। তবে নান্নু জানিয়েছেন, এই মুহূর্তে সুস্থ আছেন লিটন। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাঁকে।
গতকাল নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরেকবার ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। ওপেনিং নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে নান্নু বলেন, ‘যতটুকু করার আগে করা হয়েছে। এখন বিশ্বকাপের মঞ্চে চলে এসেছে দল। প্রস্তুতি ম্যাচের পর কয়েকটা প্র্যাকটিস সেশন আছে, এখান থেকে নিজেদের প্রস্তুত করে খেলার জন্য তৈরি হতে হবে। আশা করছি, প্রস্তুতি ম্যাচ শেষে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে বিশ্বকাপে সেরা দল খেলতে পারবে।’

মূল লড়াইয়ের আগে আগামীকাল শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এখনো দল নিয়ে ছোটখাটো পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যদিও অস্ট্রেলিয়ায় পা রাখার পর দুটি প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের সম্ভাব্য সেরা একাদশ খেলানোর কথা বলা হয়েছিল। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্ভাব্য সেরা একাদশ খেলানো হবে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও এ বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় অন্তত সেরকমই আভাস মিলেছে। আজ ব্রিসবেনে সংবাদমাধ্যমের সামনে বিসিবির এই নির্বাচক বলেন, ‘এটা এই মুহূর্তে বলা কঠিন (সম্ভাব্য সেরা একাদশ খেলানো হবে কি না)। এটা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হবে, আমরা আগামীকাল বলতে পারব। আরেকটা জিনিস, দলকে পুরোপুরি তৈরি করতে প্রস্তুতি ম্যাচের পরও আমরা চার-পাঁচ দিন সময় পাব। চার-পাঁচটি প্র্যাকটিস সেশন আছে। আমি মনে করি, এর মধ্যে দল পুরোপুরি তৈরি হয়ে যাবে। আশা করছি, সবাই নিজেদের প্রস্তুত করে প্রথম ম্যাচ থেকে সেরাটা দেবে।’
আজ আনুষ্ঠানিক অনুশীলন নেই বাংলাদেশ দলের। তবে পুরোপুরি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসানরা। বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। কিছু চোট সমস্যাও আছে বাংলাদেশ দলে। চোটের কারণে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলেননি লিটন দাস। তবে নান্নু জানিয়েছেন, এই মুহূর্তে সুস্থ আছেন লিটন। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাঁকে।
গতকাল নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরেকবার ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। ওপেনিং নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে নান্নু বলেন, ‘যতটুকু করার আগে করা হয়েছে। এখন বিশ্বকাপের মঞ্চে চলে এসেছে দল। প্রস্তুতি ম্যাচের পর কয়েকটা প্র্যাকটিস সেশন আছে, এখান থেকে নিজেদের প্রস্তুত করে খেলার জন্য তৈরি হতে হবে। আশা করছি, প্রস্তুতি ম্যাচ শেষে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে বিশ্বকাপে সেরা দল খেলতে পারবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১০ ঘণ্টা আগে