
করাচিতে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ব্যাটিং-বোলিংয়ের দারুণ এক লড়াই চলছে। ব্যাটাররা যেমন রান করছেন, বোলাররাও তেমনি উইকেট নিচ্ছেন সমান তালে। ২৯ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।
১ উইকেটে ৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। যেখানে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল ইংলিশরা। এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন ওলি পোপ ও বেন ডাকেট। ২৬ রান করা ডাকেটের উইকেট নিয়ে জুটি ভাঙেন নোমান আলি। ডাকেটকে ফেরানোর পরের বলেই জো রুটকে ফেরান নোমান। ডাকেট, রুট দ্রুত ফিরলেও নিজের মত খেলছিলেন পোপ। সাদা পোশাকে ১১ তম ফিফটির দেখা পেয়েছেন পোপ। ৫১ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হন ইংলিশ এই ব্যাটার।
৯৮ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে আসেন বেন স্টোকস। ২৬ রান করে রান আউটে কাটা পড়েন ইংলিশ অধিনায়ক। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন হ্যারি ব্রুক ও বেন ফোকস। ব্রুক-ফোকস গড়েন ১১৭ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক। ১১১ রান করেছেন ব্রুক, যা ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোর। সেঞ্চুরি করা এই ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন সাদা পোশাকে অভিষেক হওয়া মোহাম্মদ ওয়াসিম। তাতে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৬২ রান। শেষ পর্যন্ত ৩৫৪ রানে অলআউট হয় ইংলিশরা। পাকিস্তানি বোলারদের মধ্যে ৪টি করে উইকেট নিয়েছেন নোমান ও আবরার।
৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। বিনা উইকেটে ২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। আব্দুল্লাহ শফিক অপরাজিত আছেন ১৪ রান করে এবং শান মাসুদ ৩ রানে অপরাজিত আছেন।

করাচিতে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ব্যাটিং-বোলিংয়ের দারুণ এক লড়াই চলছে। ব্যাটাররা যেমন রান করছেন, বোলাররাও তেমনি উইকেট নিচ্ছেন সমান তালে। ২৯ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।
১ উইকেটে ৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। যেখানে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল ইংলিশরা। এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন ওলি পোপ ও বেন ডাকেট। ২৬ রান করা ডাকেটের উইকেট নিয়ে জুটি ভাঙেন নোমান আলি। ডাকেটকে ফেরানোর পরের বলেই জো রুটকে ফেরান নোমান। ডাকেট, রুট দ্রুত ফিরলেও নিজের মত খেলছিলেন পোপ। সাদা পোশাকে ১১ তম ফিফটির দেখা পেয়েছেন পোপ। ৫১ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হন ইংলিশ এই ব্যাটার।
৯৮ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে আসেন বেন স্টোকস। ২৬ রান করে রান আউটে কাটা পড়েন ইংলিশ অধিনায়ক। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন হ্যারি ব্রুক ও বেন ফোকস। ব্রুক-ফোকস গড়েন ১১৭ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক। ১১১ রান করেছেন ব্রুক, যা ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোর। সেঞ্চুরি করা এই ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন সাদা পোশাকে অভিষেক হওয়া মোহাম্মদ ওয়াসিম। তাতে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৬২ রান। শেষ পর্যন্ত ৩৫৪ রানে অলআউট হয় ইংলিশরা। পাকিস্তানি বোলারদের মধ্যে ৪টি করে উইকেট নিয়েছেন নোমান ও আবরার।
৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। বিনা উইকেটে ২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। আব্দুল্লাহ শফিক অপরাজিত আছেন ১৪ রান করে এবং শান মাসুদ ৩ রানে অপরাজিত আছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৮ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে