
শেখ মেহেদি হাসানের কাছে ব্যাপারটি যেন এলাম, দেখলাম, জয় করলাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে চলতি সপ্তাহের শনিবার শেষ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে আজ হয়েছে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে উইকেট পেয়েছেন মেহেদি। চতুর্থ বলে মেহেদির অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। সেই ওভারে খরচ করেছেন মাত্র ১ রান। মুহূর্তেই নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১ রান। কিউইরা এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আবারও মেহেদির আঘাত। পঞ্চম ওভারের পঞ্চম বলে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদি।
নিউজিল্যান্ডের তারকা দুই ব্যাটারের উইকেট তো মেহেদি নিয়েছেন। বাংলাদেশের স্পিনার একই সঙ্গে আটকে রেখেছেন কিউইদের রানের চাকাও। ৪ ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন তিনি। মাত্র একটি চার হজম করেছেন। এরপর ব্যাটিংয়ে ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে এনে দিয়েছেন ৫ উইকেটের ঐতিহাসিক জয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হওয়া মেহেদি ম্যাচ শেষে বলেন, ‘উইকেট কিছুটা মন্থর ছিল। একটা বল ধীরগতিতে এসেছিল, কোনোটাতে টার্ন হচ্ছিল আবার আরেকটা সোজা এসেছিল। গুড লেংথে ধারাবাহিকভাবে বোলিং করছিলাম। তাতে পাওয়ার প্লেতে ভালো করতে পেরেছি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পেরেছি।’
১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ৯৭ রান। একপ্রান্ত ধরে তখনো খেলছিলেন লিটন দাস। তবু এমন অবস্থা থেকে বাংলাদেশের ম্যাচ হারার ঘটনা রয়েছে অনেক। তবে ৭ নম্বরে ব্যাটিংয়ে নামা এবার আর তা (বাংলাদেশের হার) হতে দেননি। ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ২৫ বলে ৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রেখেছেন মেহেদি। ১৯তম ওভারের চতুর্থ বলে অ্যাডাম মিলনেকে চার মেরে তুলির শেষ আঁচড় দিয়েছেন মেহেদি। মেহেদি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই যখন আমি ভালো বোলিং করি, তারপরে ব্যাটিংয়ের সময়ও সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়। সব সময়ই আমার ব্যাটিং উপভোগ করি।’

শেখ মেহেদি হাসানের কাছে ব্যাপারটি যেন এলাম, দেখলাম, জয় করলাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে চলতি সপ্তাহের শনিবার শেষ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে আজ হয়েছে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে উইকেট পেয়েছেন মেহেদি। চতুর্থ বলে মেহেদির অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। সেই ওভারে খরচ করেছেন মাত্র ১ রান। মুহূর্তেই নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১ রান। কিউইরা এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আবারও মেহেদির আঘাত। পঞ্চম ওভারের পঞ্চম বলে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদি।
নিউজিল্যান্ডের তারকা দুই ব্যাটারের উইকেট তো মেহেদি নিয়েছেন। বাংলাদেশের স্পিনার একই সঙ্গে আটকে রেখেছেন কিউইদের রানের চাকাও। ৪ ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন তিনি। মাত্র একটি চার হজম করেছেন। এরপর ব্যাটিংয়ে ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে এনে দিয়েছেন ৫ উইকেটের ঐতিহাসিক জয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হওয়া মেহেদি ম্যাচ শেষে বলেন, ‘উইকেট কিছুটা মন্থর ছিল। একটা বল ধীরগতিতে এসেছিল, কোনোটাতে টার্ন হচ্ছিল আবার আরেকটা সোজা এসেছিল। গুড লেংথে ধারাবাহিকভাবে বোলিং করছিলাম। তাতে পাওয়ার প্লেতে ভালো করতে পেরেছি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পেরেছি।’
১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ৯৭ রান। একপ্রান্ত ধরে তখনো খেলছিলেন লিটন দাস। তবু এমন অবস্থা থেকে বাংলাদেশের ম্যাচ হারার ঘটনা রয়েছে অনেক। তবে ৭ নম্বরে ব্যাটিংয়ে নামা এবার আর তা (বাংলাদেশের হার) হতে দেননি। ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ২৫ বলে ৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রেখেছেন মেহেদি। ১৯তম ওভারের চতুর্থ বলে অ্যাডাম মিলনেকে চার মেরে তুলির শেষ আঁচড় দিয়েছেন মেহেদি। মেহেদি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই যখন আমি ভালো বোলিং করি, তারপরে ব্যাটিংয়ের সময়ও সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়। সব সময়ই আমার ব্যাটিং উপভোগ করি।’

২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
১৪ মিনিট আগে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ ঘণ্টা আগে