নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুশীলন শুরুর আগে সাকিব আল হাসানকে ডেকে নিয়ে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনে গেলেন উইকেট দেখতে। ছিলেন ভারপ্রাপ্ত কোচ নিক পোথাসও। দুই দিন আগে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। পরে মিলেছে প্রখর রোদও। তাই কৌতূহলটা থাকছেই—কেমন হবে দ্বিতীয় টেস্টের উইকেট! সেই কৌতূহল থেকেই কি দল বেঁধে উইকেট পর্যবেক্ষণ শান্ত-পোথাসদের!
দুই দলের চট্টগ্রামে পা রাখার পর থেকেই সেখানে ‘স্পিনের লড়াই’ নিয়ে আলোচনা। সাকিবের দলভুক্তিতে স্পিনশক্তি বেড়েছে বাংলাদেশের। তাই উইকেট-সহায়ক পিচই হয়তো চাওয়া ছিল বাংলাদেশের। কারণ, সেটাই কি না, আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে কিছুটা ঘাস থাকলেও গতকাল কভার সরানোর পর তা উধাও। তাহলে ‘ব্যাটল অব স্পিন’-এর মঞ্চ প্রস্তুত!
সম্ভাব্য এই স্পিন লড়াইয়ে স্বাগতিকদের বড় প্রত্যাশা সাকিবকে নিয়ে। শক্তিশালী শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিসদের সামলানোর জন্য সাকিবের মতো অভিজ্ঞ স্পিনারকেই দরকার দলের। ৬৬ টেস্টে ২৩৩ উইকেট সাকিবের। স্বাগতিকদের স্পিন আক্রমণে সাকিবের সহযোদ্ধা তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।
পারিবারিক কাজে চণ্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের প্রধান কোচের সব দায়িত্বে হাথুরুর সহকারী নিক পোথাস। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পোথাসও বললেন সাকিবকে নিয়ে দলের বড় প্রত্যাশার কথা, ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তার অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। সাকিব দলকে শান্ত রাখে। সে বিশ্বমানের ক্রিকেটার। সে জানে সে কী করেছে এবং কী করেনি।’
লাল বলের ক্রিকেটে নিজেদের ফিরে পাওয়ার লড়াই করা দলগুলোর একটি বাংলাদেশ। তার ওপর চট্টগ্রামে হওয়া টেস্টের রেকর্ডও সুখকর নয় স্বাগতিকদের। ২৩ টেস্ট খেলে মাত্র ২টি জয় বাংলাদেশের। আর লঙ্কানদের বিপক্ষে ৫ টেস্টের দুটি টেস্টে হার, তিনটিতে ড্র। চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে টেস্টে কখনো জিততে পারেনি বাংলাদেশ। তার ওপর আঙুলের চোটের কারণে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্টেও নেই মুশফিকুর রহিম। চট্টগ্রামের এই মাঠে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তাঁরই—১৪৫৭। তবে মুশফিকের অভাব ঘোচাতে পারেনন আরেক অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই বাঁহাতি ব্যাটারের রান ৬৩.৪২ গড়ে ১২০৫।
প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়ায় সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সাকিব ফেরায় জয়ে ফিরতে পারবে কি বাংলাদেশ?

অনুশীলন শুরুর আগে সাকিব আল হাসানকে ডেকে নিয়ে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনে গেলেন উইকেট দেখতে। ছিলেন ভারপ্রাপ্ত কোচ নিক পোথাসও। দুই দিন আগে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। পরে মিলেছে প্রখর রোদও। তাই কৌতূহলটা থাকছেই—কেমন হবে দ্বিতীয় টেস্টের উইকেট! সেই কৌতূহল থেকেই কি দল বেঁধে উইকেট পর্যবেক্ষণ শান্ত-পোথাসদের!
দুই দলের চট্টগ্রামে পা রাখার পর থেকেই সেখানে ‘স্পিনের লড়াই’ নিয়ে আলোচনা। সাকিবের দলভুক্তিতে স্পিনশক্তি বেড়েছে বাংলাদেশের। তাই উইকেট-সহায়ক পিচই হয়তো চাওয়া ছিল বাংলাদেশের। কারণ, সেটাই কি না, আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে কিছুটা ঘাস থাকলেও গতকাল কভার সরানোর পর তা উধাও। তাহলে ‘ব্যাটল অব স্পিন’-এর মঞ্চ প্রস্তুত!
সম্ভাব্য এই স্পিন লড়াইয়ে স্বাগতিকদের বড় প্রত্যাশা সাকিবকে নিয়ে। শক্তিশালী শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিসদের সামলানোর জন্য সাকিবের মতো অভিজ্ঞ স্পিনারকেই দরকার দলের। ৬৬ টেস্টে ২৩৩ উইকেট সাকিবের। স্বাগতিকদের স্পিন আক্রমণে সাকিবের সহযোদ্ধা তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।
পারিবারিক কাজে চণ্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের প্রধান কোচের সব দায়িত্বে হাথুরুর সহকারী নিক পোথাস। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পোথাসও বললেন সাকিবকে নিয়ে দলের বড় প্রত্যাশার কথা, ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তার অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। সাকিব দলকে শান্ত রাখে। সে বিশ্বমানের ক্রিকেটার। সে জানে সে কী করেছে এবং কী করেনি।’
লাল বলের ক্রিকেটে নিজেদের ফিরে পাওয়ার লড়াই করা দলগুলোর একটি বাংলাদেশ। তার ওপর চট্টগ্রামে হওয়া টেস্টের রেকর্ডও সুখকর নয় স্বাগতিকদের। ২৩ টেস্ট খেলে মাত্র ২টি জয় বাংলাদেশের। আর লঙ্কানদের বিপক্ষে ৫ টেস্টের দুটি টেস্টে হার, তিনটিতে ড্র। চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে টেস্টে কখনো জিততে পারেনি বাংলাদেশ। তার ওপর আঙুলের চোটের কারণে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্টেও নেই মুশফিকুর রহিম। চট্টগ্রামের এই মাঠে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তাঁরই—১৪৫৭। তবে মুশফিকের অভাব ঘোচাতে পারেনন আরেক অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই বাঁহাতি ব্যাটারের রান ৬৩.৪২ গড়ে ১২০৫।
প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়ায় সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সাকিব ফেরায় জয়ে ফিরতে পারবে কি বাংলাদেশ?

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে