
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারানোর দ্বারপ্রান্তে ছিল নিউজিল্যান্ড। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ দেয়নি কিউইরা। ঘরের মাঠে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২–২ ড্রয়ে শেষ করেছে তারা।
সর্বশেষ দুই ম্যাচে সিরিজ জয়ের সুযোগ পাওয়া ইংল্যান্ড চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে কিউইদের ১৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে বলা যায় সহজেই জয় পেয়েছে স্বাগতিকেরা। ১৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে তারা। নিউজিল্যান্ডের জয়ের কাজ সহজ হয় পাওয়ারপ্লেতে ৭৩ রান তোলায়। যদিও তাদের শুরুটা ভালো ছিল না। দলীয় ২২ রানের মাথায় ৬ বলে ১৬ করে ড্রেসিংরুমে ফেরেন ওপেনার ফিন অ্যালেন।
ফিন ফিরলেও পাওয়ারপ্লেতে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার টিম সেইফার্ট। দ্বিতীয় উইকেটে ড্যারিল মিচেলের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন তিনি। মিচেল ১৪ রানে আউট হওয়ার পর উইকেটরক্ষক ব্যাটারও দ্রুত ফেরেন ২ রানের জন্য ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৩২ বলে ৪৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ৬ চারের সৌজন্যে। তাঁদের বিদায়ের পর চতুর্থ উইকেটে জয়ের কাজটা করেন গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যান। দুজনে মিলে ৫৮ রানের জুটি গড়েন। ২৫ বলে ৪২ রান করে ফিলিপস আউট হলে বাকি কাজটুকু রাচিন রবীন্দ্রকে নিয়ে সারেন চাপম্যান। ২৫ বলে ৪০ অপরাজিত থাকেন তিনি। আর ৯ বলে ১৭ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন অলরাউন্ডার রবীন্দ্র।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন জনি বেয়ারস্টো। তাঁর ৭৩ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৪১ বলে সাজানো ইনিংসে ৫ চারের বিপরীতে ছক্কা ছিল ৬টি। কিন্তু দুর্দান্ত ইনিংসটি দলের কাজে এল না। দল সিরিজ জিততে না পারলেও সিরি-সেরা হয়েছেন তিনি। ৪ ইনিংসে ১৭৫ রান করে। আর ম্যাচ-সেরা হয়েছেন ৩০ রানে ৩ উইকেট নেওয়া মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের জয়ে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ ভাগাভাগি করে নিতে হয় ইংল্যান্ডকে। ২–০তে এগিয়ে গিয়েও শেষ দুই ম্যাচ হেরে যাওয়ায় ২–২ ব্যবধানে সমতা মেনে নিতে হয় ইংলিশদের। সমান ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হবে কার্ডিফে।

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারানোর দ্বারপ্রান্তে ছিল নিউজিল্যান্ড। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ দেয়নি কিউইরা। ঘরের মাঠে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২–২ ড্রয়ে শেষ করেছে তারা।
সর্বশেষ দুই ম্যাচে সিরিজ জয়ের সুযোগ পাওয়া ইংল্যান্ড চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে কিউইদের ১৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে বলা যায় সহজেই জয় পেয়েছে স্বাগতিকেরা। ১৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে তারা। নিউজিল্যান্ডের জয়ের কাজ সহজ হয় পাওয়ারপ্লেতে ৭৩ রান তোলায়। যদিও তাদের শুরুটা ভালো ছিল না। দলীয় ২২ রানের মাথায় ৬ বলে ১৬ করে ড্রেসিংরুমে ফেরেন ওপেনার ফিন অ্যালেন।
ফিন ফিরলেও পাওয়ারপ্লেতে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার টিম সেইফার্ট। দ্বিতীয় উইকেটে ড্যারিল মিচেলের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন তিনি। মিচেল ১৪ রানে আউট হওয়ার পর উইকেটরক্ষক ব্যাটারও দ্রুত ফেরেন ২ রানের জন্য ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৩২ বলে ৪৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ৬ চারের সৌজন্যে। তাঁদের বিদায়ের পর চতুর্থ উইকেটে জয়ের কাজটা করেন গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যান। দুজনে মিলে ৫৮ রানের জুটি গড়েন। ২৫ বলে ৪২ রান করে ফিলিপস আউট হলে বাকি কাজটুকু রাচিন রবীন্দ্রকে নিয়ে সারেন চাপম্যান। ২৫ বলে ৪০ অপরাজিত থাকেন তিনি। আর ৯ বলে ১৭ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন অলরাউন্ডার রবীন্দ্র।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন জনি বেয়ারস্টো। তাঁর ৭৩ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৪১ বলে সাজানো ইনিংসে ৫ চারের বিপরীতে ছক্কা ছিল ৬টি। কিন্তু দুর্দান্ত ইনিংসটি দলের কাজে এল না। দল সিরিজ জিততে না পারলেও সিরি-সেরা হয়েছেন তিনি। ৪ ইনিংসে ১৭৫ রান করে। আর ম্যাচ-সেরা হয়েছেন ৩০ রানে ৩ উইকেট নেওয়া মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের জয়ে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ ভাগাভাগি করে নিতে হয় ইংল্যান্ডকে। ২–০তে এগিয়ে গিয়েও শেষ দুই ম্যাচ হেরে যাওয়ায় ২–২ ব্যবধানে সমতা মেনে নিতে হয় ইংলিশদের। সমান ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হবে কার্ডিফে।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২৫ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে