ক্রীড়া ডেস্ক

গতকাল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। তাঁর পথ অনুসরণ করে আজ অবসর ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমির। ২০২১ সালে একবার অবসর ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। কিন্তু ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে আবারও ফিরেছিলেন দলের প্রয়োজনে। ইমাদের মতো আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী আমির।
অবসর ঘোষণা দিয়ে আমির এক্সে লিখেছেন, ‘সযত্নে চিন্তা-ভাবনার পর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো কখনই সহজ নয়, তবে অনিবার্য। আমি মনে করি, এটি সঠিক সময় নতুন প্রজন্মের জন্য সুযোগ করে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।’
তরুণদের সুযোগ করে দিতে অবসরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আমির। পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৫৯ ম্যাচে ২৭১ উইকেট নিয়েছেন বল হাতে। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১৭৯ রান। পাকিস্তানের জয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতেন আমির।
পাকিস্তানের নতুন ওয়াসিম আকরামের তকমা নিয়ে শুরু করেছিলেন ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু দারুণ প্রতিভার অপচয় হয়েছে বেশ—স্পট ফিক্সিং, ঠোঁটকাটা স্বভাব এবং ২০২১ সালে অবসরের ঘোষণা দিয়ে বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন। তারপরও পাকিস্তানের জার্সি পরা অনেক সম্মানের আমিরের কাছে, ‘নিজের দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান এবং তা চিরকাল থাকবে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই, যারা বছরের পর বছর আমাকে প্রয়োজনীয় সমর্থন দিয়েছে। পাকিস্তানের ভক্তদের প্রতিও আমি কৃতজ্ঞ, যাদের ভালোবাসা ও সমর্থন আমার ক্যারিয়ারজুড়ে সব সময় পাশে ছিল।’

গতকাল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। তাঁর পথ অনুসরণ করে আজ অবসর ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমির। ২০২১ সালে একবার অবসর ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। কিন্তু ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে আবারও ফিরেছিলেন দলের প্রয়োজনে। ইমাদের মতো আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী আমির।
অবসর ঘোষণা দিয়ে আমির এক্সে লিখেছেন, ‘সযত্নে চিন্তা-ভাবনার পর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো কখনই সহজ নয়, তবে অনিবার্য। আমি মনে করি, এটি সঠিক সময় নতুন প্রজন্মের জন্য সুযোগ করে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।’
তরুণদের সুযোগ করে দিতে অবসরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আমির। পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৫৯ ম্যাচে ২৭১ উইকেট নিয়েছেন বল হাতে। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১৭৯ রান। পাকিস্তানের জয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতেন আমির।
পাকিস্তানের নতুন ওয়াসিম আকরামের তকমা নিয়ে শুরু করেছিলেন ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু দারুণ প্রতিভার অপচয় হয়েছে বেশ—স্পট ফিক্সিং, ঠোঁটকাটা স্বভাব এবং ২০২১ সালে অবসরের ঘোষণা দিয়ে বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন। তারপরও পাকিস্তানের জার্সি পরা অনেক সম্মানের আমিরের কাছে, ‘নিজের দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান এবং তা চিরকাল থাকবে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই, যারা বছরের পর বছর আমাকে প্রয়োজনীয় সমর্থন দিয়েছে। পাকিস্তানের ভক্তদের প্রতিও আমি কৃতজ্ঞ, যাদের ভালোবাসা ও সমর্থন আমার ক্যারিয়ারজুড়ে সব সময় পাশে ছিল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১৩ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৬ ঘণ্টা আগে