ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারের পর বেকায়দায় পড়ে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় গত রাতে দ্বিতীয় ওয়ানডেতেও একটা পর্যায়ে হারতে বসেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৬ রানের রুদ্ধশ্বাস জয়ে সমতায় ফেরে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। একই সঙ্গে তারা পেল সুখবরও।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে ৭৬ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। প্রেমাদাসায় গত রাতে দ্বিতীয় ওয়ানডেতে মিরাজদের জয়ের পর র্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাতে এক ধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। মিরাজের দলের রেটিং পয়েন্ট এখন ৭৮। বাংলাদেশের উন্নতির দিনে অবনতি হয়েছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে উইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৭৭।
ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলঙ্কাও ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে। চার থেকে পাঁচে নেমে যাওয়া লঙ্কানদের বর্তমান রেটিং পয়েন্ট ১০২। এই সুযোগে র্যাঙ্কিংয়ে পাকিস্তান ৪ নম্বরে উঠেছে। এশিয়ার দলটির রেটিং পয়েন্ট ১০৪। ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথম দশে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এই চার দলেরই জায়গা অদলবদল হয়েছে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। ২ ও ৩ নম্বরে থাকা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং পয়েন্ট ১০৯। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড অবস্থান করছে ৬, ৭ ও ৮ নম্বরে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের প্রথম আটে অবস্থান করতে হবে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিং হিসাব করা হবে। সেরা আটে মিরাজ-নাজমুল হোসেন শান্তরা না থাকতে পারলে বাছাইপর্ব খেলতে হবে। বাছাইপর্ব থেকে আরও চার দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। পাল্লেকেলেতে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। সবশেষ ২০২৪ সালে বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে লঙ্কানদের বিপক্ষে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারের পর বেকায়দায় পড়ে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় গত রাতে দ্বিতীয় ওয়ানডেতেও একটা পর্যায়ে হারতে বসেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৬ রানের রুদ্ধশ্বাস জয়ে সমতায় ফেরে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। একই সঙ্গে তারা পেল সুখবরও।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে ৭৬ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। প্রেমাদাসায় গত রাতে দ্বিতীয় ওয়ানডেতে মিরাজদের জয়ের পর র্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাতে এক ধাপ এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। মিরাজের দলের রেটিং পয়েন্ট এখন ৭৮। বাংলাদেশের উন্নতির দিনে অবনতি হয়েছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে উইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৭৭।
ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলঙ্কাও ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে। চার থেকে পাঁচে নেমে যাওয়া লঙ্কানদের বর্তমান রেটিং পয়েন্ট ১০২। এই সুযোগে র্যাঙ্কিংয়ে পাকিস্তান ৪ নম্বরে উঠেছে। এশিয়ার দলটির রেটিং পয়েন্ট ১০৪। ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথম দশে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এই চার দলেরই জায়গা অদলবদল হয়েছে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। ২ ও ৩ নম্বরে থাকা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং পয়েন্ট ১০৯। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড অবস্থান করছে ৬, ৭ ও ৮ নম্বরে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের প্রথম আটে অবস্থান করতে হবে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিং হিসাব করা হবে। সেরা আটে মিরাজ-নাজমুল হোসেন শান্তরা না থাকতে পারলে বাছাইপর্ব খেলতে হবে। বাছাইপর্ব থেকে আরও চার দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। পাল্লেকেলেতে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। সবশেষ ২০২৪ সালে বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে লঙ্কানদের বিপক্ষে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪৪ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে