নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তামিম ইকবালের আকস্মিক অবসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক সঙ্গে দুটি উত্তর খুঁজতে হচ্ছে এই মুহূর্তে। কে হবেন পরবর্তী ওয়ানডে অধিনায়ক। ওপেনার হিসেবে তামিমের বিকল্প হবেন কে।
এই আফগানিস্তান সিরিজে বিকল্প ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমকে নেওয়া হয়েছে। তামিমের আকস্মিক অবসরে আক্ষরিক অর্থেই কপাল খুলতে যাচ্ছে নাঈমের। তবে যদি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের কথা চিন্তা করা হয়, সে ক্ষেত্রে শুধু নাঈম নয়, আরও অন্তত দুজন বিকল্প ওপেনার দেখতে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে রনি তালুকদার কিংবা হঠাৎ ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া সৌম্য সরকারও থাকতে পারেন বিবেচনায়। আবার নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়ের মতো আক্রমণাত্মক ব্যাটারদেরও ব্যাটিং পজিশন বদলে যেতে পারে।
অধিনায়কত্বের জায়গায় যে দুটি নাম বেশি উচ্চারিত হচ্ছে—সাকিব আল হাসান ও লিটন দাস। লিটনকে যদি এই সিরিজের জন্য আপৎকালীন অধিনায়কত্ব দেওয়াও হয়, বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় মঞ্চে তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকা বড় ভাবনার বিষয়। সে ক্ষেত্রে সাকিবের চেয়ে ভালো বিকল্প এই মুহূর্তে বিসিবির হাতে নেই।
এমনিতে সাকিব বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। দীর্ঘ অভিজ্ঞতা। সামনে থেকে নেতৃত্বও দিতে জানেন। প্রশ্ন হচ্ছে, সাকিবকে প্রস্তাব দিলে তিনি রাজি হবেন কি না। অবশ্য সাকিবের কাছে এটা অনেক বড় সুযোগ। ২০২৩ বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। সেই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তিনি লুফে নিতেই পারেন। তবে সব প্রশ্নের উত্তর জানতে আর কয়েক ঘণ্টা।
এ বিষয়ে আজ রাতে জরুরি বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। রাত ১১টায় সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

তামিম ইকবালের আকস্মিক অবসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক সঙ্গে দুটি উত্তর খুঁজতে হচ্ছে এই মুহূর্তে। কে হবেন পরবর্তী ওয়ানডে অধিনায়ক। ওপেনার হিসেবে তামিমের বিকল্প হবেন কে।
এই আফগানিস্তান সিরিজে বিকল্প ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমকে নেওয়া হয়েছে। তামিমের আকস্মিক অবসরে আক্ষরিক অর্থেই কপাল খুলতে যাচ্ছে নাঈমের। তবে যদি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের কথা চিন্তা করা হয়, সে ক্ষেত্রে শুধু নাঈম নয়, আরও অন্তত দুজন বিকল্প ওপেনার দেখতে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে রনি তালুকদার কিংবা হঠাৎ ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া সৌম্য সরকারও থাকতে পারেন বিবেচনায়। আবার নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়ের মতো আক্রমণাত্মক ব্যাটারদেরও ব্যাটিং পজিশন বদলে যেতে পারে।
অধিনায়কত্বের জায়গায় যে দুটি নাম বেশি উচ্চারিত হচ্ছে—সাকিব আল হাসান ও লিটন দাস। লিটনকে যদি এই সিরিজের জন্য আপৎকালীন অধিনায়কত্ব দেওয়াও হয়, বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় মঞ্চে তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকা বড় ভাবনার বিষয়। সে ক্ষেত্রে সাকিবের চেয়ে ভালো বিকল্প এই মুহূর্তে বিসিবির হাতে নেই।
এমনিতে সাকিব বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। দীর্ঘ অভিজ্ঞতা। সামনে থেকে নেতৃত্বও দিতে জানেন। প্রশ্ন হচ্ছে, সাকিবকে প্রস্তাব দিলে তিনি রাজি হবেন কি না। অবশ্য সাকিবের কাছে এটা অনেক বড় সুযোগ। ২০২৩ বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। সেই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তিনি লুফে নিতেই পারেন। তবে সব প্রশ্নের উত্তর জানতে আর কয়েক ঘণ্টা।
এ বিষয়ে আজ রাতে জরুরি বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। রাত ১১টায় সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে