
অনেক দিন ধরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দল নির্বাচন নিয়ে সমালোচনা হচ্ছে। এবারের এশিয়া কাপে ফাইনালে খেললেও দল নিয়ে হয়েছিল অনেক সমালোচনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারার পর সেই সমালোচনা আরও তীব্র হয়। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মতো অনেক কিংবদন্তি ক্রিকেটার মনে করেছিলেন, এবারের বিশ্বকাপের দলে অনেক পরিবর্তন আসবে। দল ঘোষণার পর সাবেকেরা জানিয়েছেন, পিসিবি বরাবরের মতোই গড়পড়তা দল নির্বাচন করেছে।
সাবেক ক্রিকেটারদের মতামতের সঙ্গে অবশ্য কোনোভাবেই একমত নন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। দল নির্বাচন যে ভালো হয়েছে, সেটা বোঝানোর জন্য ভারতের কোটি টাকার দলকে হারানোর প্রসঙ্গ টেনেছেন। তাঁর মতে, দল নির্বাচন ভালো হয়েছে। ক্রিকেটারেরা অস্ট্রেলিয়ায় ভালো কিছু করবেন।
পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। এই পজিশনে ব্যাটিংয়ের গভীরতা কম এমনটা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। তাঁদের মতে, নির্বাচকেরা গড়পড়তা মানের বলেই দল নির্বাচন এ রকম হয়েছে। সেই সমালোচনার জবাব দিয়েছেন ওয়াসিম একটু ভিন্নভাবে। বলা যায়, ভারতকে অনেকটা খোঁচা দিয়ে। তিনি বলেছেন, ‘ভারত কোটি টাকার দল। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে তাদের হারিয়ে আমাদের সক্ষমতা দেখিয়েছি। এই দলের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। বিশ্বকাপে ক্রিকেটাররা ভালো খেলে সমর্থকদের খুশি করবে।’
দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে সমালোচনাকারীদের ইতিবাচক হওয়ার কথাও জানিয়েছেন ওয়াসিম। পিসিবির প্রধান নির্বাচক বলেছেন, ‘আমার মনে হয় ইতিবাচকভাবে সবার চিন্তা করা উচিত। আমরা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছি। এবার এশিয়া কাপের ফাইনালেও খেলেছি। তাই দুটো ম্যাচের বাজে পারফরম্যান্সের ভিত্তিতে দলের সমালোচনা করা ঠিক নয়। দলের পরিবর্তনও যুক্তিসংগত নয়।’
বিশ্বকাপে যাওয়ার আগে ঘরের মাটিতে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের পরীক্ষা হবে ইংল্যান্ডের বিপক্ষে। সফরকারীদের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর দলটি ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে।

অনেক দিন ধরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দল নির্বাচন নিয়ে সমালোচনা হচ্ছে। এবারের এশিয়া কাপে ফাইনালে খেললেও দল নিয়ে হয়েছিল অনেক সমালোচনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারার পর সেই সমালোচনা আরও তীব্র হয়। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মতো অনেক কিংবদন্তি ক্রিকেটার মনে করেছিলেন, এবারের বিশ্বকাপের দলে অনেক পরিবর্তন আসবে। দল ঘোষণার পর সাবেকেরা জানিয়েছেন, পিসিবি বরাবরের মতোই গড়পড়তা দল নির্বাচন করেছে।
সাবেক ক্রিকেটারদের মতামতের সঙ্গে অবশ্য কোনোভাবেই একমত নন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। দল নির্বাচন যে ভালো হয়েছে, সেটা বোঝানোর জন্য ভারতের কোটি টাকার দলকে হারানোর প্রসঙ্গ টেনেছেন। তাঁর মতে, দল নির্বাচন ভালো হয়েছে। ক্রিকেটারেরা অস্ট্রেলিয়ায় ভালো কিছু করবেন।
পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। এই পজিশনে ব্যাটিংয়ের গভীরতা কম এমনটা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। তাঁদের মতে, নির্বাচকেরা গড়পড়তা মানের বলেই দল নির্বাচন এ রকম হয়েছে। সেই সমালোচনার জবাব দিয়েছেন ওয়াসিম একটু ভিন্নভাবে। বলা যায়, ভারতকে অনেকটা খোঁচা দিয়ে। তিনি বলেছেন, ‘ভারত কোটি টাকার দল। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে তাদের হারিয়ে আমাদের সক্ষমতা দেখিয়েছি। এই দলের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। বিশ্বকাপে ক্রিকেটাররা ভালো খেলে সমর্থকদের খুশি করবে।’
দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে সমালোচনাকারীদের ইতিবাচক হওয়ার কথাও জানিয়েছেন ওয়াসিম। পিসিবির প্রধান নির্বাচক বলেছেন, ‘আমার মনে হয় ইতিবাচকভাবে সবার চিন্তা করা উচিত। আমরা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছি। এবার এশিয়া কাপের ফাইনালেও খেলেছি। তাই দুটো ম্যাচের বাজে পারফরম্যান্সের ভিত্তিতে দলের সমালোচনা করা ঠিক নয়। দলের পরিবর্তনও যুক্তিসংগত নয়।’
বিশ্বকাপে যাওয়ার আগে ঘরের মাটিতে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের পরীক্ষা হবে ইংল্যান্ডের বিপক্ষে। সফরকারীদের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর দলটি ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে