নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেত ফরচুন বরিশালের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেটি হতে দেয়নি ঢাকা ডমিনেটরস। নিজেদের দশম ম্যাচে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠল নাসির হোসেনের ঢাকা। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল সাকিব আল হাসানের বরিশাল।
আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৬ রান করেছিল বরিশাল। ৭ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে এ রান তাড়া করেছে ঢাকা।
মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার ওপেনিং জুটিতে ঢাকার জয়ের ভিত গড়ে দেন। ৭.৪ ওভারে দুজনে তোলেন ৭৪ রান। ২২ বলে ৩৭ রান করে ড্রেসিংরুমে ফেরেন সৌম্য। তবে ফিফটি তুল নেন মিথুন। ৩৬ বলে ৫৪ রান আসে তাঁর ব্যাট থেকে। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন করেছেন ২৬ রান। নাসির হোসেন দলকে জিতিয়ে ২০ রানে অপরাজিত থাকেন।
বরিশালের হয়ে সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সানজামুল ইসলাম ৩.৫ ওভারে ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বরিশাল। শুরুটা ভালো হলেও পাওয়ার প্লের পর দ্রুত উইকেট হারায় তারা। কোনো উইকেট না হারিয়ে তোলে ৪২ রান। এরপর ৬৬ রানে নেই ৪ উইকেট। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর রান রেটও কমতে থাকে। ইনিংসে এনামুল হক বিজয়ের সর্বোচ্চ রানের পর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে সেই ধাক্কা কাটিয়ে ওঠে বরিশাল। ৮ উইকেটে সংগ্রহ করে ১৫৬ রান।
৩৫ বলে ৪২ রান করেন বিজয়। ৯২ রানে পঞ্চম উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও সালমান হোসেন এক-দুই খেলে স্কোর বাড়াতে থাকেন। ১৭ ওভারে তাদের রান হয় ৫ উইকেটে ১১১। চ্যালেঞ্জিং স্কোর তোলা নিয়ে শঙ্কা জেগেছিল।
কিন্তু পরের দুই ওভারে ঝড় ওঠান বরিশালের ব্যাটাররা। ২৭ বলে ৩৯ রান আসে মাহমদুউল্লাহর ব্যাট থেকে। সালমান ১৪ রান করে আউট হন। ৫ বলে ১৭ রান করেন করিম জানাত। ঢাকার হয়ে আমির হামজা ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মিথুন।

জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেত ফরচুন বরিশালের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেটি হতে দেয়নি ঢাকা ডমিনেটরস। নিজেদের দশম ম্যাচে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠল নাসির হোসেনের ঢাকা। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল সাকিব আল হাসানের বরিশাল।
আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৬ রান করেছিল বরিশাল। ৭ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে এ রান তাড়া করেছে ঢাকা।
মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার ওপেনিং জুটিতে ঢাকার জয়ের ভিত গড়ে দেন। ৭.৪ ওভারে দুজনে তোলেন ৭৪ রান। ২২ বলে ৩৭ রান করে ড্রেসিংরুমে ফেরেন সৌম্য। তবে ফিফটি তুল নেন মিথুন। ৩৬ বলে ৫৪ রান আসে তাঁর ব্যাট থেকে। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন করেছেন ২৬ রান। নাসির হোসেন দলকে জিতিয়ে ২০ রানে অপরাজিত থাকেন।
বরিশালের হয়ে সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সানজামুল ইসলাম ৩.৫ ওভারে ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বরিশাল। শুরুটা ভালো হলেও পাওয়ার প্লের পর দ্রুত উইকেট হারায় তারা। কোনো উইকেট না হারিয়ে তোলে ৪২ রান। এরপর ৬৬ রানে নেই ৪ উইকেট। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর রান রেটও কমতে থাকে। ইনিংসে এনামুল হক বিজয়ের সর্বোচ্চ রানের পর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে সেই ধাক্কা কাটিয়ে ওঠে বরিশাল। ৮ উইকেটে সংগ্রহ করে ১৫৬ রান।
৩৫ বলে ৪২ রান করেন বিজয়। ৯২ রানে পঞ্চম উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও সালমান হোসেন এক-দুই খেলে স্কোর বাড়াতে থাকেন। ১৭ ওভারে তাদের রান হয় ৫ উইকেটে ১১১। চ্যালেঞ্জিং স্কোর তোলা নিয়ে শঙ্কা জেগেছিল।
কিন্তু পরের দুই ওভারে ঝড় ওঠান বরিশালের ব্যাটাররা। ২৭ বলে ৩৯ রান আসে মাহমদুউল্লাহর ব্যাট থেকে। সালমান ১৪ রান করে আউট হন। ৫ বলে ১৭ রান করেন করিম জানাত। ঢাকার হয়ে আমির হামজা ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মিথুন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩৩ মিনিট আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
২ ঘণ্টা আগে