Ajker Patrika

প্রেমাদাসায়ও কোহলিদের আগে পরীক্ষা নেবেন নাসিম-শাহিনরা 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪১
প্রেমাদাসায়ও কোহলিদের আগে পরীক্ষা নেবেন নাসিম-শাহিনরা 

সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগে ফিল্ডিং নেওয়ার পেছনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, উইকেটে কিছুটা আর্দ্রতা আছে। তাঁর বোলাররা সেটা কাজে লাগাতে চান।

তবে ব্যাটিংই করতে চেয়েছিল ভারত। টসের সময় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন ব্যাটিং করতে চাওয়ার কথা। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একই একাদশ নিয়ে খেলতে নামছে পাকিস্তান। তবে একাদশে দুই পরিবর্তন এনেছে ভারত। 

গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচের পর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গিয়েছিলেন জাসপ্রীত বুমরাহ। প্রথম সন্তানের বাবা হওয়ার পর আবার ফিরে এসেছেন। আর চোট থেকে এখনো পুরোপুরি সেরা না ওঠায় শ্রেয়াস আইয়ারকে বিশ্রামে রাখা হয়েছে। তাঁর জায়গায় একাদশে এসেছেন চোট থেকে ফিরে ওঠা লোকেশ রাহুল।

গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। এই ম্যাচের জন্য তাই টুর্নামেন্টের মাঝপথে রিজার্ভ ডে’র ব্যবস্থা রাখা হয়েছে। আজ ম্যাচ না হলেও আগামীকাল সুযোগ থাকছে।

পাকিস্তানের একাদশ:  বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। 

ভারতের একাদশ:  রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত