
আগের দিন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়েছিল বাংলা। ঝাড়খন্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম ৯ ব্যাটারের ফিফটিতে রেকর্ডের খাতায় নাম তোলে বাংলা। ২৫০ বছরের প্রথম শ্রেণির ইতিহাসে এমন কিছু আগে ঘটেনি।
এবার প্রথম শ্রেণির ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ল রঞ্জি ট্রফির আরেক দল মুম্বাই। কোয়ার্টার ফাইনালে আজ উত্তরাখন্ডকে তারা হারিয়েছে ৭২৫ রানে।
কর্ণাটক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে উত্তরাখন্ড। মাত্র ৬৯ রানেই শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের জেতে ৭২৫ রানের এভারেস্টসম ব্যবধানে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ডটি ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে অষ্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস।
সে ম্যাচটি মনে থাকবে স্যার ডন ব্র্যাডম্যানের কারণে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ারসেরা ৪৫২ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান।
এ তালিকার তৃতীয় ঘটনাটি ১৯২৮ সালে। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।
রঞ্জি ট্রফির বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করে মুম্বাই। উত্তরাখন্ডের গুটিয়ে যায় ১১৪ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। ৭৯৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারের মধ্যে শেষ হয় উত্তরাখন্ডের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে কিপার-ব্যাটার শিবম খুরানার ব্যাট থেকে। শূন্য রানে ফিরেছেন পাঁচজন।
মুম্বাইয়ের হয়ে ধাওয়ান কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোটিয়ান ৩টি করে উইকেট নেন।

আগের দিন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়েছিল বাংলা। ঝাড়খন্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম ৯ ব্যাটারের ফিফটিতে রেকর্ডের খাতায় নাম তোলে বাংলা। ২৫০ বছরের প্রথম শ্রেণির ইতিহাসে এমন কিছু আগে ঘটেনি।
এবার প্রথম শ্রেণির ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ল রঞ্জি ট্রফির আরেক দল মুম্বাই। কোয়ার্টার ফাইনালে আজ উত্তরাখন্ডকে তারা হারিয়েছে ৭২৫ রানে।
কর্ণাটক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে উত্তরাখন্ড। মাত্র ৬৯ রানেই শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের জেতে ৭২৫ রানের এভারেস্টসম ব্যবধানে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ডটি ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে অষ্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস।
সে ম্যাচটি মনে থাকবে স্যার ডন ব্র্যাডম্যানের কারণে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ারসেরা ৪৫২ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান।
এ তালিকার তৃতীয় ঘটনাটি ১৯২৮ সালে। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।
রঞ্জি ট্রফির বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করে মুম্বাই। উত্তরাখন্ডের গুটিয়ে যায় ১১৪ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। ৭৯৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারের মধ্যে শেষ হয় উত্তরাখন্ডের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে কিপার-ব্যাটার শিবম খুরানার ব্যাট থেকে। শূন্য রানে ফিরেছেন পাঁচজন।
মুম্বাইয়ের হয়ে ধাওয়ান কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোটিয়ান ৩টি করে উইকেট নেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৫ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে