
হংকংয়ের মংকং গ্রাউন্ডে আজ রীতিমতো চীনকে নিয়ে ছেলেখেলা করেছে জাপান। ইস্ট এশিয়া কাপের ম্যাচটিতে জাপানের ক্রিকেটাররা মেরেছেন একের পর এক বাউন্ডারি। চীনকে ছন্নছাড়া করার ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিল জাপান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাপান অধিনায়ক কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিং। তিনি ব্যাটিং করেছেন ওপেনার হিসেবে। আরেক ওপেনার লাচলান ইমামোতো লাকেকে নিয়ে পুরো ২০ ওভার ব্যাটিং করেছেন ফ্লেমিং। কোনো উইকেট না হারিয়ে ২০ ওভারে জাপান করেছে ২৫৮ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে যেকোনো উইকেটেই এটাই সর্বোচ্চ রানের জুটি। তাতে ভেঙে গেছে আফগানিস্তানের পাঁচ বছরের পুরোনো রেকর্ড। দুই আফগান ওপেনার ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি হজরতউল্লাহ জাজাই ও উসমান ঘানি গড়েছিলেন ২৩৬ রানের জুটি। আফগানদের উদ্বোধনী জুটির রেকর্ড ছিল দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ জুটিই উদ্বোধনী জুটিতে।
জাপানের ২৫৮ রানের রেকর্ডের দিনে আজ সেঞ্চুরি করেন দুই ওপেনার ফ্লেমিং ও লাকে। লাকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা প্রথম সেঞ্চুরি। ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্বায় করেন ১৩৪ রান। অন্যদিকে ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্বায় ১০৯ রান করেন ফ্লেমিং। জাপানি অধিনায়কের এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি।
২৫৯ রান তাড়া করতে নেমে চীন পাত্তাই পায়নি জাপানের কাছে। ১৬.৫ ওভারে ৭৮ রানে অলআউট হয়েছে চীন। ১৮০ রানের জয় জাপানের ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জয়। রানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড জাপানের এর আগে হয়েছে ২০২২ সালে। ২০২২ সালে ইন্দোনেশিয়াকে ৭৫ রানে হারিয়েছিল জাপান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের সেরা পাঁচ জুটি:
কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিং-লাচলান ইয়ামতো লাকেকে (জাপান): ২৫৮ *; প্রতিপক্ষ: চীন; ১ম উইকেট; ২০২৪
হজরতউল্লাহ জাজাই-উসমান ঘানি (আফগানিস্তান): ২৩৬; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ১ম উইকেট; ২০১৯
অ্যারন ফিঞ্চ-ডার্চি শর্ট (অস্ট্রেলিয়া): ২২৩; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ১ম উইকেট; ২০১৮
সাবাউন দাভিজি-দাইলান স্টেইন (চেক প্রজাতন্ত্র): ২২০; প্রতিপক্ষ: বুলগেরিয়া; ১ম উইকেট; ২০২২
লুইস ব্রুস-অবিনাশ পাই (জিব্রাল্টার): ২১৩ *; প্রতিপক্ষ: বুলগেরিয়া; ১ম উইকেট; ২০২২

হংকংয়ের মংকং গ্রাউন্ডে আজ রীতিমতো চীনকে নিয়ে ছেলেখেলা করেছে জাপান। ইস্ট এশিয়া কাপের ম্যাচটিতে জাপানের ক্রিকেটাররা মেরেছেন একের পর এক বাউন্ডারি। চীনকে ছন্নছাড়া করার ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিল জাপান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাপান অধিনায়ক কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিং। তিনি ব্যাটিং করেছেন ওপেনার হিসেবে। আরেক ওপেনার লাচলান ইমামোতো লাকেকে নিয়ে পুরো ২০ ওভার ব্যাটিং করেছেন ফ্লেমিং। কোনো উইকেট না হারিয়ে ২০ ওভারে জাপান করেছে ২৫৮ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে যেকোনো উইকেটেই এটাই সর্বোচ্চ রানের জুটি। তাতে ভেঙে গেছে আফগানিস্তানের পাঁচ বছরের পুরোনো রেকর্ড। দুই আফগান ওপেনার ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি হজরতউল্লাহ জাজাই ও উসমান ঘানি গড়েছিলেন ২৩৬ রানের জুটি। আফগানদের উদ্বোধনী জুটির রেকর্ড ছিল দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ জুটিই উদ্বোধনী জুটিতে।
জাপানের ২৫৮ রানের রেকর্ডের দিনে আজ সেঞ্চুরি করেন দুই ওপেনার ফ্লেমিং ও লাকে। লাকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা প্রথম সেঞ্চুরি। ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্বায় করেন ১৩৪ রান। অন্যদিকে ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্বায় ১০৯ রান করেন ফ্লেমিং। জাপানি অধিনায়কের এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি।
২৫৯ রান তাড়া করতে নেমে চীন পাত্তাই পায়নি জাপানের কাছে। ১৬.৫ ওভারে ৭৮ রানে অলআউট হয়েছে চীন। ১৮০ রানের জয় জাপানের ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জয়। রানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড জাপানের এর আগে হয়েছে ২০২২ সালে। ২০২২ সালে ইন্দোনেশিয়াকে ৭৫ রানে হারিয়েছিল জাপান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের সেরা পাঁচ জুটি:
কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিং-লাচলান ইয়ামতো লাকেকে (জাপান): ২৫৮ *; প্রতিপক্ষ: চীন; ১ম উইকেট; ২০২৪
হজরতউল্লাহ জাজাই-উসমান ঘানি (আফগানিস্তান): ২৩৬; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ১ম উইকেট; ২০১৯
অ্যারন ফিঞ্চ-ডার্চি শর্ট (অস্ট্রেলিয়া): ২২৩; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ১ম উইকেট; ২০১৮
সাবাউন দাভিজি-দাইলান স্টেইন (চেক প্রজাতন্ত্র): ২২০; প্রতিপক্ষ: বুলগেরিয়া; ১ম উইকেট; ২০২২
লুইস ব্রুস-অবিনাশ পাই (জিব্রাল্টার): ২১৩ *; প্রতিপক্ষ: বুলগেরিয়া; ১ম উইকেট; ২০২২

রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২১ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে