ক্রীড়া ডেস্ক

চোটের কারণে মাঠের বাইরে বসেই সময় কেটেছে উসমান শিনওয়ারির। রাওয়ালপিন্ডিতে ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচটাই পাকিস্তানির জার্সিতে শেষ ম্যাচ। সেই ম্যাচের ৬ বছর পর পাকিস্তানকে বিদায় বললেন এই বাঁহাতি পেসার।
পাকিস্তানের জার্সিতে ৬ বছর আগে সবশেষ খেললেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে খুব একটা দূরে নন উসমান। এ বছরের মার্চে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে কোয়েটা রিজিওনের হয়ে খেলেছেন তিনি। এবার এই বাঁহাতি পেসার আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৪ ম্যাচ।
সীমিত ওভারের ক্রিকেটে বেশি ম্যাচ খেললেও তিন সংস্করণেই তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। মজার বিষয় হলো, তিন সংস্করণেই অভিষেক হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রতিপক্ষ একই হলেও তিন সংস্করণে অভিষেকের ভেন্যু তিনটা। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু উসমানের। ওয়ানডেতে অভিষেকের আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার ম্যাচ খেলেছেন। ২০১৭ সালের অক্টোবরে শারজায় হয়েছিল তাঁর ওয়ানডে অভিষেক। টেস্টে সর্বসাকল্যে একটা ম্যাচ খেলেছেন। সেটা খেলেছেন ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে একমাত্র ম্যাচে ১৫ ওভারে ৫৪ রানে নিয়েছেন ১ উইকেট।
২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ১৭ ওয়ানডে, ১৬ টি-টোয়েন্টি ও ১ টেস্ট খেলেছেন উসমান। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ ম্যাচে নিয়েছেন ৪৮ উইকেট। সবচেয়ে বেশি ৩৪ উইকেট নিয়েছেন ওয়ানডে। এই সংস্করণে ইনিংসে দুইবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৩ উইকেট। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এখন পর্যন্ত ৩৩ প্রথম শ্রেণির ম্যাচ, ৫৮ লিস্ট এ ও ১১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১২৮ উইকেট নিয়েছেন টি-টোয়েন্টিতে। এ বছরের মার্চে পেশোয়ার রিজিওনের বিপক্ষে যে ম্যাচটা খেলেছেন, সেটা টি-টোয়েন্টি সংস্করণেই।

চোটের কারণে মাঠের বাইরে বসেই সময় কেটেছে উসমান শিনওয়ারির। রাওয়ালপিন্ডিতে ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচটাই পাকিস্তানির জার্সিতে শেষ ম্যাচ। সেই ম্যাচের ৬ বছর পর পাকিস্তানকে বিদায় বললেন এই বাঁহাতি পেসার।
পাকিস্তানের জার্সিতে ৬ বছর আগে সবশেষ খেললেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে খুব একটা দূরে নন উসমান। এ বছরের মার্চে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে কোয়েটা রিজিওনের হয়ে খেলেছেন তিনি। এবার এই বাঁহাতি পেসার আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৪ ম্যাচ।
সীমিত ওভারের ক্রিকেটে বেশি ম্যাচ খেললেও তিন সংস্করণেই তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। মজার বিষয় হলো, তিন সংস্করণেই অভিষেক হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রতিপক্ষ একই হলেও তিন সংস্করণে অভিষেকের ভেন্যু তিনটা। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু উসমানের। ওয়ানডেতে অভিষেকের আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার ম্যাচ খেলেছেন। ২০১৭ সালের অক্টোবরে শারজায় হয়েছিল তাঁর ওয়ানডে অভিষেক। টেস্টে সর্বসাকল্যে একটা ম্যাচ খেলেছেন। সেটা খেলেছেন ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে একমাত্র ম্যাচে ১৫ ওভারে ৫৪ রানে নিয়েছেন ১ উইকেট।
২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ১৭ ওয়ানডে, ১৬ টি-টোয়েন্টি ও ১ টেস্ট খেলেছেন উসমান। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ ম্যাচে নিয়েছেন ৪৮ উইকেট। সবচেয়ে বেশি ৩৪ উইকেট নিয়েছেন ওয়ানডে। এই সংস্করণে ইনিংসে দুইবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৩ উইকেট। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এখন পর্যন্ত ৩৩ প্রথম শ্রেণির ম্যাচ, ৫৮ লিস্ট এ ও ১১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১২৮ উইকেট নিয়েছেন টি-টোয়েন্টিতে। এ বছরের মার্চে পেশোয়ার রিজিওনের বিপক্ষে যে ম্যাচটা খেলেছেন, সেটা টি-টোয়েন্টি সংস্করণেই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪২ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
৪৪ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে