সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছে বাংলাদেশ। প্রথম ওভারেই মোসাদ্দেকের জোড়া আঘাতে স্বপ্নের মতো শুরু করেছে বাংলাদেশ।পরের ওভারেই নিয়েছেন আরও তিন উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২ রান।
ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই দলকে সাফল্য এনে দিয়েছেন মোসাদ্দেক। ফিরিয়েছেন রেগিস চাকাভাকে। টি-টোয়েন্টিতে এ নিয়ে সপ্তম বলেই প্রথম বলে উইকেট পেল বাংলাদেশ। ওভারের শেষ বলে ফিরিয়েছেন আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার ওয়েসলি মাদহেভেরেকে (৪)। প্রথম ওভারে ৫ রান দিয়ে দুই উইকেট তুলে নেন মোসাদ্দেক। নিজের দ্বিতীয় ওভারে এসেও সাফল্য পেয়েছেন মোসাদ্দেক। এবার লিটনের হাতে ক্যাচ বানিয়েছেন ক্রিগ আরভিনকে (১)। স্কোরবোর্ডে তখন দেখাচ্ছে রান তুলতেই ৩ উইকেট নেই জিম্বাবুয়ের।
নিজের তৃতীয় ওভারে এসে শন উইলয়ামসকে ফিরিয়ে মোসাদ্দেক একাই জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন। পাওয়ার প্লের শেষ ওভারে নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে ৬ রান দেন শরীফুল ইসলাম। পরের ওভারে স্পেলের শেষ ওভারে এসে মিল্টন সুম্বাকে হাসান মাহমুদের হাতে ক্যাচ বানিয়ে নিজের ফাইফার পূরণ করেন মোসাদ্দেক। ৪ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে পাঁচ উইকেট নিলেন মোসাদ্দেক। এই সংস্করণে সর্বশেষ ৫ উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম ৫ উইকেট পান বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেট শিকার করেছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে