নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ ম্যাচে জিতে আকাশে উড়ছিল সিলেট স্ট্রাইকার্স। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন ঝড়ে উড়তে থাকা সিলেটকে মাটিতে নামিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। নিজেদের ষষ্ঠ ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সিলেট।
তিন হারের পর বিপিএলে টানা দ্বিতীয় জয় পেল কুমিল্লা। সিলেটের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখেই তাড়া করেছে তারা। ঘুরে দাঁড়ানোর রহস্যটাও স্পষ্ট—‘ওপেনিং জুটি’। গত তিন ম্যাচে কুমিল্লার ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এই তিন ম্যাচেই ওপেনিং জুটিতে ৪০ ওপরে রান তুলেছে কুমিল্লা। গতকালও ৫৭ রানের জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন দুজনে। ১৫ রানের রিজওয়ান আউট হলেও লিটন খেলেছেন ৪২ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস। ৪টি ছক্কা আর ৭ চারে দর্শকদেরও নাচিয়েছেন বেশ।
সিলেটের হয়ে মাশরাফি ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
সিলেটের ব্যাটিংয়ে তৌহিদ হৃদয়ের অভাব দেখে গেছে গত দুই ম্যাচেই। গত পরশু ঢাকা ডমিনেটরসের দেওয়া ১২৯ রান তাড়া করতে খাবি খেয়েছে তারা। গতকাল কুমিল্লার বিপক্ষেও সিলেটের ব্যাটিংয়ের শুরুতে করুণ দশা ফুটে ওঠে। দলীয় ৫৩ রানেই ৭ উইকেট হারায় তারা। হৃদয়ের জায়গায় ঢাকার বিপক্ষে একজন বোলার বেশি নিয়ে খেলেছিল সিলেট।
কুমিল্লার বিপক্ষে খেলিয়েছে ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করা শরিফউল্লাহকে। কিন্তু ১ রানেই রান-আউট হয়ে ফেরেন এই অলরাউন্ডার। হৃদয়ের ওয়ানডাউন পজিশনে আকবর আলীকে ব্যাটিং করিয়েও লাভ হয়নি। ২ বলে ১ রান আসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের ব্যাট থেকে। আগের ম্যাচগুলোয় নিচের দিকে কার্যকরী ইনিংস খেলেছেন আকবর। তাঁকে ওপরে ব্যাটিং করিয়ে খাপ খাওয়ানের চেষ্টা বৃথা গেল সিলেটের।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন দুই বিদেশি ক্রিকেটার থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। অষ্টম উইকেটে ৬৩ বলের ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন দুই অলরাউন্ডার। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় সিলেট। ইমাদ ৩৩ বলে ৪০ এবং পেরেরা ৩১ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।
কুমিল্লার হয়ে হাসান আলি ও মুকিদুল ইসলাম ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ ম্যাচে জিতে আকাশে উড়ছিল সিলেট স্ট্রাইকার্স। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন ঝড়ে উড়তে থাকা সিলেটকে মাটিতে নামিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। নিজেদের ষষ্ঠ ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সিলেট।
তিন হারের পর বিপিএলে টানা দ্বিতীয় জয় পেল কুমিল্লা। সিলেটের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখেই তাড়া করেছে তারা। ঘুরে দাঁড়ানোর রহস্যটাও স্পষ্ট—‘ওপেনিং জুটি’। গত তিন ম্যাচে কুমিল্লার ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এই তিন ম্যাচেই ওপেনিং জুটিতে ৪০ ওপরে রান তুলেছে কুমিল্লা। গতকালও ৫৭ রানের জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন দুজনে। ১৫ রানের রিজওয়ান আউট হলেও লিটন খেলেছেন ৪২ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস। ৪টি ছক্কা আর ৭ চারে দর্শকদেরও নাচিয়েছেন বেশ।
সিলেটের হয়ে মাশরাফি ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
সিলেটের ব্যাটিংয়ে তৌহিদ হৃদয়ের অভাব দেখে গেছে গত দুই ম্যাচেই। গত পরশু ঢাকা ডমিনেটরসের দেওয়া ১২৯ রান তাড়া করতে খাবি খেয়েছে তারা। গতকাল কুমিল্লার বিপক্ষেও সিলেটের ব্যাটিংয়ের শুরুতে করুণ দশা ফুটে ওঠে। দলীয় ৫৩ রানেই ৭ উইকেট হারায় তারা। হৃদয়ের জায়গায় ঢাকার বিপক্ষে একজন বোলার বেশি নিয়ে খেলেছিল সিলেট।
কুমিল্লার বিপক্ষে খেলিয়েছে ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করা শরিফউল্লাহকে। কিন্তু ১ রানেই রান-আউট হয়ে ফেরেন এই অলরাউন্ডার। হৃদয়ের ওয়ানডাউন পজিশনে আকবর আলীকে ব্যাটিং করিয়েও লাভ হয়নি। ২ বলে ১ রান আসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের ব্যাট থেকে। আগের ম্যাচগুলোয় নিচের দিকে কার্যকরী ইনিংস খেলেছেন আকবর। তাঁকে ওপরে ব্যাটিং করিয়ে খাপ খাওয়ানের চেষ্টা বৃথা গেল সিলেটের।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন দুই বিদেশি ক্রিকেটার থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। অষ্টম উইকেটে ৬৩ বলের ৮০ রানের দারুণ একটি জুটি গড়েন দুই অলরাউন্ডার। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় সিলেট। ইমাদ ৩৩ বলে ৪০ এবং পেরেরা ৩১ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।
কুমিল্লার হয়ে হাসান আলি ও মুকিদুল ইসলাম ২টি করে উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে