নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনে। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ওপর রানের বোঝা চাপিয়ে দেওয়ারই যে পরিকল্পনা লঙ্কানদের। সেকারণে দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাটিংয়ে নেমে যায় সফরকারীরা। ব্যাটিংয়ের ব্যর্থতা আজ তৃতীয় দিনে বোলিংয়েই যেন পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে যেন ক্যাচ মিসের পসরা সাজিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের ফিল্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড় গড়ে লঙ্কানরা। বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৭৮ রানে। ৩৫৩ রানে এগিয়ে থাকা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০০ রানের আগেই হারিয়েছে ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ১২ রানেই ভেঙে যায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হাসান মাহমুদকে কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান ডিমুথ করুণারত্নে। করুণারত্নে করেন ৫ বলে ৪ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিস (২ রান) আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তৃতীয় ওভারের পঞ্চম বলে খালেদ আহমেদের ফুল লেংথ বল ড্রাইভ করতে যান মেন্ডিস। ইনসাইড এজ হয়ে বল লেগে যায় স্টাম্পে।
১৫ রানে ২ উইকেট পড়া শ্রীলঙ্কার স্কোর হতে পারত ৩ উইকেটে ৩৪ রান। তবে সেটা হয়নি বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতায়। অষ্টম ওভারের প্রথম বলে হাসানের বল ডিফেন্স করতে যান অ্যাঞ্জেলো ম্যাথুস। এজ হওয়া বল প্রথম স্লিপে শাহাদাত হোসেন দীপুর হাতে পৌঁছলেও সেটা তালুবন্দী করতে পারেননি। ম্যাথুসের রান তখন ৭। লঙ্কানদের তৃতীয় উইকেট পড়েছে দলীয় ৬০ রানে। ১৩তম ওভারের তৃতীয় বলে হাসানকে পয়েন্ট দিয়ে কাট করতে যান নিশান মাদুস্কা। তবে এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন মেহেদী হাসান মিরাজ। ৪৫ বলে ৫ চারে ৩৪ রান করেছেন মাদুশকা। তৃতীয় উইকেটে ৬০ বলে ৪৫ রানের জুটি গড়েন মাদুশকা ও ম্যাথুস।
একপ্রান্তে আগলে খেলতে থাকা ম্যাথুস দেখছেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। বলতে গেলে হাসান একাই নাচাচ্ছেন শ্রীলঙ্কাকে। লঙ্কান ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংটাই এখানে দায়ী। ১৫তম ওভারের তৃতীয় বলে হাসানকে ফাইন লেগ দিয়ে চার মারেন দিনেশ চান্দিমাল। পরের বলে কাট করতে যান চান্দিমাল।এজ হওয়া বল এবার প্রথম স্লিপে তালুবন্দী করেন দীপু। ৭ বলে ২ চারে ৯ রান করেন চান্দিমাল। এক ওভার বিরতিতে এসে হাসান এবার ফেরান লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে। ধনাঞ্জয়া খোচা দিতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন। লঙ্কান অধিনায়ক ১ রান করে আউট হলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ৫ উইকেটে ৭৮ রান।
শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেন কামিন্দু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১৯ ওভারে ৫ উইকেটে ৮৯ রান। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত ম্যাথুস। মেরেছেন ৩ চার। কামিন্দু ১১ বলে ২ চারে ৯ রানে ব্যাটিং করছেন।

বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনে। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ওপর রানের বোঝা চাপিয়ে দেওয়ারই যে পরিকল্পনা লঙ্কানদের। সেকারণে দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাটিংয়ে নেমে যায় সফরকারীরা। ব্যাটিংয়ের ব্যর্থতা আজ তৃতীয় দিনে বোলিংয়েই যেন পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে যেন ক্যাচ মিসের পসরা সাজিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের ফিল্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড় গড়ে লঙ্কানরা। বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৭৮ রানে। ৩৫৩ রানে এগিয়ে থাকা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০০ রানের আগেই হারিয়েছে ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ১২ রানেই ভেঙে যায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হাসান মাহমুদকে কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান ডিমুথ করুণারত্নে। করুণারত্নে করেন ৫ বলে ৪ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিস (২ রান) আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তৃতীয় ওভারের পঞ্চম বলে খালেদ আহমেদের ফুল লেংথ বল ড্রাইভ করতে যান মেন্ডিস। ইনসাইড এজ হয়ে বল লেগে যায় স্টাম্পে।
১৫ রানে ২ উইকেট পড়া শ্রীলঙ্কার স্কোর হতে পারত ৩ উইকেটে ৩৪ রান। তবে সেটা হয়নি বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতায়। অষ্টম ওভারের প্রথম বলে হাসানের বল ডিফেন্স করতে যান অ্যাঞ্জেলো ম্যাথুস। এজ হওয়া বল প্রথম স্লিপে শাহাদাত হোসেন দীপুর হাতে পৌঁছলেও সেটা তালুবন্দী করতে পারেননি। ম্যাথুসের রান তখন ৭। লঙ্কানদের তৃতীয় উইকেট পড়েছে দলীয় ৬০ রানে। ১৩তম ওভারের তৃতীয় বলে হাসানকে পয়েন্ট দিয়ে কাট করতে যান নিশান মাদুস্কা। তবে এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন মেহেদী হাসান মিরাজ। ৪৫ বলে ৫ চারে ৩৪ রান করেছেন মাদুশকা। তৃতীয় উইকেটে ৬০ বলে ৪৫ রানের জুটি গড়েন মাদুশকা ও ম্যাথুস।
একপ্রান্তে আগলে খেলতে থাকা ম্যাথুস দেখছেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। বলতে গেলে হাসান একাই নাচাচ্ছেন শ্রীলঙ্কাকে। লঙ্কান ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংটাই এখানে দায়ী। ১৫তম ওভারের তৃতীয় বলে হাসানকে ফাইন লেগ দিয়ে চার মারেন দিনেশ চান্দিমাল। পরের বলে কাট করতে যান চান্দিমাল।এজ হওয়া বল এবার প্রথম স্লিপে তালুবন্দী করেন দীপু। ৭ বলে ২ চারে ৯ রান করেন চান্দিমাল। এক ওভার বিরতিতে এসে হাসান এবার ফেরান লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে। ধনাঞ্জয়া খোচা দিতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন। লঙ্কান অধিনায়ক ১ রান করে আউট হলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ৫ উইকেটে ৭৮ রান।
শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেন কামিন্দু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১৯ ওভারে ৫ উইকেটে ৮৯ রান। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত ম্যাথুস। মেরেছেন ৩ চার। কামিন্দু ১১ বলে ২ চারে ৯ রানে ব্যাটিং করছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে