
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে লড়াই হচ্ছে ভারসাম্যপূর্ণ। ২০০ এর ওপর লক্ষ্য তাড়া করেও দল জিতে যাচ্ছে, তেমনি ১৪০ এর কম রানও ডিফেন্ড হয়ে যাচ্ছে। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ তুষার ইমরান তাই ভালো বোলিংয়ের দিকে গুরুত্ব দিলেন।
বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড হয়েছে এই মৌসুমের। গত মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে এই কীর্তি গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনার দেওয়া ২১১ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে কুমিল্লা। আবার ১০৮ রান করেও ঢাকা ডমিনেটর্স ২৪ রানের জয় পেয়েছে খুলনার বিপক্ষে। আর এবারের বিপিএলের সর্বশেষ ম্যাচে ১৭০ রান করলেও সিলেট জিততে পারেনি। মিরপুরে ২ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয় পায় রংপুর রাইডার্স।
তুষার ইমরানের মতে, লড়াকু স্কোর করলেও তা ডিফেন্ড করার মতো বোলিং আক্রমণ থাকা দরকার। সিলেটের ব্যাটিং কোচ বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি যদি ১৭০-১৮০ রানও করেন এবং বোলিং আক্রমণ যদি ভালো না হয়, তাহলে কঠিন হয়ে যায়। এক্ষেত্রে বোলারদের ওপর আমরা নজর দিচ্ছি। বিশ্বমানের কোনো বোলার থাকলে আমরা অন্তর্ভূক্ত করার চেষ্টা করছি।’
সিলেট, ফরচুন বরিশাল, কুমিল্লা, রংপুর-চার দল এরই মধ্যে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। যেখানে ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্টে শীর্ষে আছে সিলেট। আগামীকাল মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সিলেট। এই ম্যাচকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তুষার ইমরান। মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমদের তাই পাকিস্তান থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলেট ম্যানেজমেন্টের পক্ষ থেকে। বাংলাদেশের সাবেক এই ব্যাটার বলেন, ‘আমির, ইমাদ হয়তবা ফিরবে একটা ম্যাচের জন্য। আগামীকাল এসে হয়ত তারা খেলবে একটা ম্যাচ। ম্যাচটা যেহেতু গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিততে পারলে হয়তবা শীর্ষে থেকে শেষ করব। এজন্যই ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত হয়েছে আমির, ইমাদকে একটা ম্যাচের জন্য ফিরিয়ে আনা যায় কি না। প্লে-অফের জন্য জর্জ লিন্ডে আসবে। আর বিদেশি গুলবাদিন নাইব, থিসারা পেরেরা আছে। মোহাম্মদ ইরফান এসেছে।’

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে লড়াই হচ্ছে ভারসাম্যপূর্ণ। ২০০ এর ওপর লক্ষ্য তাড়া করেও দল জিতে যাচ্ছে, তেমনি ১৪০ এর কম রানও ডিফেন্ড হয়ে যাচ্ছে। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ তুষার ইমরান তাই ভালো বোলিংয়ের দিকে গুরুত্ব দিলেন।
বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড হয়েছে এই মৌসুমের। গত মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে এই কীর্তি গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনার দেওয়া ২১১ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে কুমিল্লা। আবার ১০৮ রান করেও ঢাকা ডমিনেটর্স ২৪ রানের জয় পেয়েছে খুলনার বিপক্ষে। আর এবারের বিপিএলের সর্বশেষ ম্যাচে ১৭০ রান করলেও সিলেট জিততে পারেনি। মিরপুরে ২ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয় পায় রংপুর রাইডার্স।
তুষার ইমরানের মতে, লড়াকু স্কোর করলেও তা ডিফেন্ড করার মতো বোলিং আক্রমণ থাকা দরকার। সিলেটের ব্যাটিং কোচ বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি যদি ১৭০-১৮০ রানও করেন এবং বোলিং আক্রমণ যদি ভালো না হয়, তাহলে কঠিন হয়ে যায়। এক্ষেত্রে বোলারদের ওপর আমরা নজর দিচ্ছি। বিশ্বমানের কোনো বোলার থাকলে আমরা অন্তর্ভূক্ত করার চেষ্টা করছি।’
সিলেট, ফরচুন বরিশাল, কুমিল্লা, রংপুর-চার দল এরই মধ্যে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। যেখানে ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্টে শীর্ষে আছে সিলেট। আগামীকাল মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সিলেট। এই ম্যাচকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তুষার ইমরান। মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমদের তাই পাকিস্তান থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলেট ম্যানেজমেন্টের পক্ষ থেকে। বাংলাদেশের সাবেক এই ব্যাটার বলেন, ‘আমির, ইমাদ হয়তবা ফিরবে একটা ম্যাচের জন্য। আগামীকাল এসে হয়ত তারা খেলবে একটা ম্যাচ। ম্যাচটা যেহেতু গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিততে পারলে হয়তবা শীর্ষে থেকে শেষ করব। এজন্যই ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত হয়েছে আমির, ইমাদকে একটা ম্যাচের জন্য ফিরিয়ে আনা যায় কি না। প্লে-অফের জন্য জর্জ লিন্ডে আসবে। আর বিদেশি গুলবাদিন নাইব, থিসারা পেরেরা আছে। মোহাম্মদ ইরফান এসেছে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে