Ajker Patrika

বিশ্বকাপের সূচি আর বদলাচ্ছে না, জানাল ভারত

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২২: ২৯
বিশ্বকাপের সূচি আর বদলাচ্ছে না, জানাল ভারত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি বদলানোর সম্ভাবনা তৈরি হয়েছিল দ্বিতীয় দফায়। ম্যাচের সূচি পরিবর্তন নিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। তবে এইচসিএর অনুরোধে সাড়া দেয়নি বিসিসিআই। বিশ্বকাপের সূচি আর বদলাচ্ছে না।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে হবে ৩ ম্যাচ। ৬ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান-নেদারল্যান্ডস। এরপর ৯ অক্টোবর নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ আর ১০ অক্টোবর মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ৯ ও ১০ অক্টোবর—টানা দুই দিন পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না; তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল হায়দরাবাদ পুলিশ। এই কথা তারা জানিয়েছিল এইচসিএকে। এইচসিএ এই ব্যাপারে এরপর আলোচনায় বসেছিল বিসিসিআইয়ের সঙ্গে। বিসিসিআই পুনরায় সূচি বদলের সিদ্ধান্ত নেয়নি। ক্রিকবাজকে আজ এইচসিএর প্রশাসক কমিটির সদস্য দুর্গা প্রসাদ বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করেছিলাম। তারা আভাস দিয়েছে যে সূচি পরিবর্তন সম্ভব নয়। আমরাও তাদের সাহায্য করব।’

বিশ্বকাপের সূচি এবার ঘোষণা করা হয়েছে এমনিই অনেক দেরিতে। ১০০ দিন আগে ২৭ জুন আইসিসি প্রকাশ করেছিল বিশ্বকাপের সূচি। এরপর ৯ আগস্ট টুর্নামেন্টের ৯ ম্যাচের সূচি বদলানো হয়েছিল। স্টেডিয়াম বদলানো না হলেও ম্যাচের তারিখ, সময় বদলে গিয়েছিল এই ম্যাচগুলোর। যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশের তিন ম্যাচ। আর ২৫ আগস্ট থেকে টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হবে। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ১৯ নভেম্বর এই মাঠেই হবে টুর্নামেন্টের ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত