ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশকে। পিএসএলের পুরো দশম সংস্করণে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই অঙ্গীকর বদলে যায় কদিন পরই। আচমকা আইপিএলের ডাক পেয়ে পিএসএলকে না বলে দেন বোশ। কিছুটা বিপর্যয়ে পড়ে পেশোয়ার। সঙ্গে পিএসএলের ভাবমূর্তিতেও কিছুটা আঘাত পড়ে।
মুম্বাই ইন্ডিয়ানসের আরেক প্রোটিয়ার পেসার লিজাড উইলিয়াম চোটে ছিটকে পড়লে বোশকে দলে ভেড়ায় দলটি। এই পেস বোলিং অলরাউন্ডারও দ্বিধা করেননি। ব্যাপারটি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশকে তাই আগামী এক বছর পিএসএলে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ করেছে তারা।
গত জানুয়ারিতে পিএসএলের ড্রাফটের সময় ফাঁকাই ছিলেন বোশ। আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি তিনি। পরে দুয়ার খুলল স্বদেশী লিজাডের চোটে। পিএসএলকে না বলায় অবশ্য দুঃখ প্রকাশ করেন বোশ, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
পেশোয়ারের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার কাজের কারণে যে হতাশা সৃষ্টি হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে পারছি। পেশোয়ার জালমির অনুগত ভক্তদের কাছে আমি আপনাদের হতাশ করার জন্য সত্যিই দুঃখিত।’
এক বছর নিষেধাজ্ঞার শাস্তিও মেনে নিয়েছেন বোশ, ‘আমি আমার কাজের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। জরিমানা এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞাসহ পরিণতিগুলো মেনে নিচ্ছি। এটি একটি কঠিন শিক্ষা ছিল, তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন নিষ্ঠা এবং ভক্তদের আস্থা নিয়ে ভবিষ্যতে পিএসএলে ফিরে আসার আশা করি।’
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশকে। পিএসএলের পুরো দশম সংস্করণে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই অঙ্গীকর বদলে যায় কদিন পরই। আচমকা আইপিএলের ডাক পেয়ে পিএসএলকে না বলে দেন বোশ। কিছুটা বিপর্যয়ে পড়ে পেশোয়ার। সঙ্গে পিএসএলের ভাবমূর্তিতেও কিছুটা আঘাত পড়ে।
মুম্বাই ইন্ডিয়ানসের আরেক প্রোটিয়ার পেসার লিজাড উইলিয়াম চোটে ছিটকে পড়লে বোশকে দলে ভেড়ায় দলটি। এই পেস বোলিং অলরাউন্ডারও দ্বিধা করেননি। ব্যাপারটি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশকে তাই আগামী এক বছর পিএসএলে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ করেছে তারা।
গত জানুয়ারিতে পিএসএলের ড্রাফটের সময় ফাঁকাই ছিলেন বোশ। আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি তিনি। পরে দুয়ার খুলল স্বদেশী লিজাডের চোটে। পিএসএলকে না বলায় অবশ্য দুঃখ প্রকাশ করেন বোশ, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
পেশোয়ারের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার কাজের কারণে যে হতাশা সৃষ্টি হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে পারছি। পেশোয়ার জালমির অনুগত ভক্তদের কাছে আমি আপনাদের হতাশ করার জন্য সত্যিই দুঃখিত।’
এক বছর নিষেধাজ্ঞার শাস্তিও মেনে নিয়েছেন বোশ, ‘আমি আমার কাজের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। জরিমানা এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞাসহ পরিণতিগুলো মেনে নিচ্ছি। এটি একটি কঠিন শিক্ষা ছিল, তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন নিষ্ঠা এবং ভক্তদের আস্থা নিয়ে ভবিষ্যতে পিএসএলে ফিরে আসার আশা করি।’
চোটে পড়ায় এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম চার ম্যাচে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। ফেরার পরই দারুণ ছন্দে ভারতীয় এই পেসার। ছন্দে থাকা বুমরা এবার ভেঙেছেন মোস্তাফিজুর রহমানের একটি রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে পেসারদের মধ্যে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গত রাতে...
১০ মিনিট আগেশাদাব খান রেকর্ডটা গড়তে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকেই বেছে নিলেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাদাব উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন। পাকিস্তানি লেগস্পিনারের রেকর্ড গড়ার দিনে রিশাদ হোসেন আরও পিছিয়ে পড়লেন।
১ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনের শুরুর দিকেই নাজমুল হোসেন শান্ত স্বীকার করে নিলেন, তাঁর আউটের চরম মূল্য দিতে হয়েছে দলকে, ‘আমার আউটটা আমাদের পুরো ব্যাটিং নষ্ট করে ফেলেছে।’ জিম্বাবুয়ের বিপক্ষে এই সিলেট টেস্টে দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটিং বলার মতো হয়নি। বোলারদের জোর চেষ্টা তাই বৃথাই গেছে। ২০১৮ সালে সর্বশেষ...
২ ঘণ্টা আগেরিয়াল-বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের তো কমতি থাকে না। ফাইনাল হলে তো কথাই নেই। সাড়ে তিন মাস পর আরও একটি ‘এল-ক্লাসিকো’ ফাইনালের আগে বার্সাকে একরকম হুমকি দিয়ে রাখল রিয়াল।
২ ঘণ্টা আগে