
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই টি-টোয়েন্টির নতুন যুগে যাচ্ছে ভারত। রোহিত শর্মা পরবর্তী যুগে ভারতকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার রশিদ লতিফের মতে, সূর্যকে বিবেচনা করে হার্দিক পান্ডিয়ার সঙ্গে অবহেলা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত। নেতৃত্বশূন্য হয়ে পড়া ভারতের টি-টোয়েন্টির অধিনায়কত্ব সূর্যকুমারের কাঁধে তুলে দেয় বিসিসিআই। অথচ ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০২৪ এর জানুয়ারি—১৪ মাসে রোহিতের অনুপস্থিতিতে পান্ডিয়াই ছিলেন ভারতের টি-টোয়েন্টি দলের অঘোষিত অধিনায়ক। পান্ডিয়ার নেতৃত্বে ৬ টি-টোয়েন্টি সিরিজের পাঁচটিই জেতে ভারত। পান্ডিয়ার তুলনায় সূর্যকুমারের আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল না বললেই চলে।
রোহিত থাকা অবস্থায় ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কও ছিলেন পান্ডিয়া। অবসরে রোহিত যাওয়ার পরই ভারতের অধিনায়ক হওয়ার দৌঁড়ে অনেকটা এগিয়ে থাকে ভারত। তবে বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, ফিটনেস ইস্যুতে পিছিয়ে পড়েছেন তিনি (পান্ডিয়া)। পান্ডিয়াকে অধিনায়ক না করা রশিদের কাছে স্রেফ একটা অজুহাত। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আনফিট ঘোষণা করে তাকে (পান্ডিয়া) সার্টিফিকেট দিতে পারত। বলতেই পারত তার ফিটনেসের সমস্যা রয়েছে। শারীরিক অবস্থা সেরা পর্যায়ে না থাকলেও অনেক গ্রেট অধিনায়কেরা সফল হয়েছেন। আমার কাছে এটা শুধুই অজুহাত মনে হয়েছে।’
সূর্যকুমারকে অধিনায়ক করার ব্যাপারে বিসিসিআইয়ের ভবিষ্যৎ নিয়ে আরও চিন্তা করার দরকার ছিল মনে করেন রশিদ। পাকিস্তানের তারকা ক্রিকেটার বলেন, ‘সূর্যকুমার যাদব যদি না থাকত, তাহলে যৌক্তিকভাবে অধিনায়ক হতো ঋষভ পন্ত। ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে।’
শুবমান গিলের নেতৃত্বে ভারত কদিন আগে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক আনুষ্ঠানিকভাবে হয়েছেন গিল। ২৭,২৮ ও ৩০ জুলাই হবে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই টি-টোয়েন্টির নতুন যুগে যাচ্ছে ভারত। রোহিত শর্মা পরবর্তী যুগে ভারতকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার রশিদ লতিফের মতে, সূর্যকে বিবেচনা করে হার্দিক পান্ডিয়ার সঙ্গে অবহেলা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত। নেতৃত্বশূন্য হয়ে পড়া ভারতের টি-টোয়েন্টির অধিনায়কত্ব সূর্যকুমারের কাঁধে তুলে দেয় বিসিসিআই। অথচ ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০২৪ এর জানুয়ারি—১৪ মাসে রোহিতের অনুপস্থিতিতে পান্ডিয়াই ছিলেন ভারতের টি-টোয়েন্টি দলের অঘোষিত অধিনায়ক। পান্ডিয়ার নেতৃত্বে ৬ টি-টোয়েন্টি সিরিজের পাঁচটিই জেতে ভারত। পান্ডিয়ার তুলনায় সূর্যকুমারের আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল না বললেই চলে।
রোহিত থাকা অবস্থায় ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কও ছিলেন পান্ডিয়া। অবসরে রোহিত যাওয়ার পরই ভারতের অধিনায়ক হওয়ার দৌঁড়ে অনেকটা এগিয়ে থাকে ভারত। তবে বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, ফিটনেস ইস্যুতে পিছিয়ে পড়েছেন তিনি (পান্ডিয়া)। পান্ডিয়াকে অধিনায়ক না করা রশিদের কাছে স্রেফ একটা অজুহাত। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আনফিট ঘোষণা করে তাকে (পান্ডিয়া) সার্টিফিকেট দিতে পারত। বলতেই পারত তার ফিটনেসের সমস্যা রয়েছে। শারীরিক অবস্থা সেরা পর্যায়ে না থাকলেও অনেক গ্রেট অধিনায়কেরা সফল হয়েছেন। আমার কাছে এটা শুধুই অজুহাত মনে হয়েছে।’
সূর্যকুমারকে অধিনায়ক করার ব্যাপারে বিসিসিআইয়ের ভবিষ্যৎ নিয়ে আরও চিন্তা করার দরকার ছিল মনে করেন রশিদ। পাকিস্তানের তারকা ক্রিকেটার বলেন, ‘সূর্যকুমার যাদব যদি না থাকত, তাহলে যৌক্তিকভাবে অধিনায়ক হতো ঋষভ পন্ত। ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে।’
শুবমান গিলের নেতৃত্বে ভারত কদিন আগে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক আনুষ্ঠানিকভাবে হয়েছেন গিল। ২৭,২৮ ও ৩০ জুলাই হবে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৫ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৬ ঘণ্টা আগে