ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া সফর থেকে ব্যর্থতাকে সঙ্গী করেই ফিরেছে ভারতীয় দল। তবে সেই রেশ এখনো কাটেনি। একের পর এক নেতিবাচক খবরের শিরোনাম হয়েই চলেছে অস্ট্রেলিয়া সফর। এবার জানা গেল লম্বা এই সফরে ২৭টি ব্যাগ নিয়ে গিয়েছিলেন এক তারকা ক্রিকেটার। যার মধ্যে ১৭টি ব্যাট এবং তাঁর পরিবারসহ ব্যক্তিগত কর্মীদের জিনিসপত্র ছিল। লাগেজটির ওজন ছিল প্রায় ২৫০ কেজির মতো। এর পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই (বিসিসিআই) অর্থ খরচ করতে হয়েছে। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ। যদিও ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭টি ব্যাগ বহনকারী খেলোয়াড় অন্যান্য খেলোয়াড়দের উপরও প্রভাব ফেলেছিলেন। তাঁরাও আলাদা আলাদা গাড়ি করে যাতায়াত শুরু করেন। এতে বিসিসিআই-এর খরচ বেড়ে গিয়েছিল এবং অসুবিধাও হচ্ছিল। তাই সফরের পর এই বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য হয় বিসিসিআই। যার ফলে, ১০ দফা নিয়ম চালু করে তারা।
কিছু নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়েছে। যেমন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে পরিবার সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না কোনো খেলোয়াড়। নিলে নিজ ব্যবস্থায় নিতে হবে বোর্ড কোনো অর্থ খরচ করবে না। সফর ৪৫ দিনের বেশি হলে কেবল দুই সপ্তাহ সঙ্গে থাকতে পারবে পরিবার। পাশাপাশি এখন থেকে টুর্নামেন্ট চলাকালীন কোনো খেলোয়াড় তাঁর ব্যক্তিগত স্টাফকে টিম হোটেলে রাখতে পারবেন না। অনুশীলনে সব খেলোয়াড়কেই টিম বাসে করে যেতে হবে। সফরের সময় ১৫০ কেজির বেশি লাগেজ বহন করার অনুমতি পাবেন না কোনো খেলোয়াড়। এর থেকে বেশি লাগেজ থাকলে অতিরিক্ত খরচ সেই খেলোয়াড়কেই বহন করতে হবে।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে পরিবার সঙ্গে না রাখার ব্যাপারে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এই সফরে খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী বা কোনো সফরসঙ্গী থাকতে পারবেন না। একজন সিনিয়র খেলোয়াড় এ ব্যাপারে জানতে চেয়েছিল বটে, কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে নীতিগত সিদ্ধান্ত মেনে চলতে হবে। যদি এরপর কোনো পরিবর্তন আসে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। যেহেতু সফরটি এক মাসেরও কম, তাই খেলোয়াড়দের সঙ্গে পরিবারের কোনো সদস্য থাকবে না। যদি কোনো বিশেষ অনুমতি দেওয়া হয়, তাহলে সেই ক্রিকেটারকেই সম্পূর্ণ খরচ বহন করতে হবে, বিসিসিআই বহন করবে না।’

অস্ট্রেলিয়া সফর থেকে ব্যর্থতাকে সঙ্গী করেই ফিরেছে ভারতীয় দল। তবে সেই রেশ এখনো কাটেনি। একের পর এক নেতিবাচক খবরের শিরোনাম হয়েই চলেছে অস্ট্রেলিয়া সফর। এবার জানা গেল লম্বা এই সফরে ২৭টি ব্যাগ নিয়ে গিয়েছিলেন এক তারকা ক্রিকেটার। যার মধ্যে ১৭টি ব্যাট এবং তাঁর পরিবারসহ ব্যক্তিগত কর্মীদের জিনিসপত্র ছিল। লাগেজটির ওজন ছিল প্রায় ২৫০ কেজির মতো। এর পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই (বিসিসিআই) অর্থ খরচ করতে হয়েছে। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ। যদিও ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭টি ব্যাগ বহনকারী খেলোয়াড় অন্যান্য খেলোয়াড়দের উপরও প্রভাব ফেলেছিলেন। তাঁরাও আলাদা আলাদা গাড়ি করে যাতায়াত শুরু করেন। এতে বিসিসিআই-এর খরচ বেড়ে গিয়েছিল এবং অসুবিধাও হচ্ছিল। তাই সফরের পর এই বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য হয় বিসিসিআই। যার ফলে, ১০ দফা নিয়ম চালু করে তারা।
কিছু নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়েছে। যেমন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে পরিবার সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না কোনো খেলোয়াড়। নিলে নিজ ব্যবস্থায় নিতে হবে বোর্ড কোনো অর্থ খরচ করবে না। সফর ৪৫ দিনের বেশি হলে কেবল দুই সপ্তাহ সঙ্গে থাকতে পারবে পরিবার। পাশাপাশি এখন থেকে টুর্নামেন্ট চলাকালীন কোনো খেলোয়াড় তাঁর ব্যক্তিগত স্টাফকে টিম হোটেলে রাখতে পারবেন না। অনুশীলনে সব খেলোয়াড়কেই টিম বাসে করে যেতে হবে। সফরের সময় ১৫০ কেজির বেশি লাগেজ বহন করার অনুমতি পাবেন না কোনো খেলোয়াড়। এর থেকে বেশি লাগেজ থাকলে অতিরিক্ত খরচ সেই খেলোয়াড়কেই বহন করতে হবে।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে পরিবার সঙ্গে না রাখার ব্যাপারে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এই সফরে খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী বা কোনো সফরসঙ্গী থাকতে পারবেন না। একজন সিনিয়র খেলোয়াড় এ ব্যাপারে জানতে চেয়েছিল বটে, কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে নীতিগত সিদ্ধান্ত মেনে চলতে হবে। যদি এরপর কোনো পরিবর্তন আসে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। যেহেতু সফরটি এক মাসেরও কম, তাই খেলোয়াড়দের সঙ্গে পরিবারের কোনো সদস্য থাকবে না। যদি কোনো বিশেষ অনুমতি দেওয়া হয়, তাহলে সেই ক্রিকেটারকেই সম্পূর্ণ খরচ বহন করতে হবে, বিসিসিআই বহন করবে না।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১২ ঘণ্টা আগে