ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া সফর থেকে ব্যর্থতাকে সঙ্গী করেই ফিরেছে ভারতীয় দল। তবে সেই রেশ এখনো কাটেনি। একের পর এক নেতিবাচক খবরের শিরোনাম হয়েই চলেছে অস্ট্রেলিয়া সফর। এবার জানা গেল লম্বা এই সফরে ২৭টি ব্যাগ নিয়ে গিয়েছিলেন এক তারকা ক্রিকেটার। যার মধ্যে ১৭টি ব্যাট এবং তাঁর পরিবারসহ ব্যক্তিগত কর্মীদের জিনিসপত্র ছিল। লাগেজটির ওজন ছিল প্রায় ২৫০ কেজির মতো। এর পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই (বিসিসিআই) অর্থ খরচ করতে হয়েছে। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ। যদিও ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭টি ব্যাগ বহনকারী খেলোয়াড় অন্যান্য খেলোয়াড়দের উপরও প্রভাব ফেলেছিলেন। তাঁরাও আলাদা আলাদা গাড়ি করে যাতায়াত শুরু করেন। এতে বিসিসিআই-এর খরচ বেড়ে গিয়েছিল এবং অসুবিধাও হচ্ছিল। তাই সফরের পর এই বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য হয় বিসিসিআই। যার ফলে, ১০ দফা নিয়ম চালু করে তারা।
কিছু নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়েছে। যেমন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে পরিবার সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না কোনো খেলোয়াড়। নিলে নিজ ব্যবস্থায় নিতে হবে বোর্ড কোনো অর্থ খরচ করবে না। সফর ৪৫ দিনের বেশি হলে কেবল দুই সপ্তাহ সঙ্গে থাকতে পারবে পরিবার। পাশাপাশি এখন থেকে টুর্নামেন্ট চলাকালীন কোনো খেলোয়াড় তাঁর ব্যক্তিগত স্টাফকে টিম হোটেলে রাখতে পারবেন না। অনুশীলনে সব খেলোয়াড়কেই টিম বাসে করে যেতে হবে। সফরের সময় ১৫০ কেজির বেশি লাগেজ বহন করার অনুমতি পাবেন না কোনো খেলোয়াড়। এর থেকে বেশি লাগেজ থাকলে অতিরিক্ত খরচ সেই খেলোয়াড়কেই বহন করতে হবে।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে পরিবার সঙ্গে না রাখার ব্যাপারে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এই সফরে খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী বা কোনো সফরসঙ্গী থাকতে পারবেন না। একজন সিনিয়র খেলোয়াড় এ ব্যাপারে জানতে চেয়েছিল বটে, কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে নীতিগত সিদ্ধান্ত মেনে চলতে হবে। যদি এরপর কোনো পরিবর্তন আসে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। যেহেতু সফরটি এক মাসেরও কম, তাই খেলোয়াড়দের সঙ্গে পরিবারের কোনো সদস্য থাকবে না। যদি কোনো বিশেষ অনুমতি দেওয়া হয়, তাহলে সেই ক্রিকেটারকেই সম্পূর্ণ খরচ বহন করতে হবে, বিসিসিআই বহন করবে না।’

অস্ট্রেলিয়া সফর থেকে ব্যর্থতাকে সঙ্গী করেই ফিরেছে ভারতীয় দল। তবে সেই রেশ এখনো কাটেনি। একের পর এক নেতিবাচক খবরের শিরোনাম হয়েই চলেছে অস্ট্রেলিয়া সফর। এবার জানা গেল লম্বা এই সফরে ২৭টি ব্যাগ নিয়ে গিয়েছিলেন এক তারকা ক্রিকেটার। যার মধ্যে ১৭টি ব্যাট এবং তাঁর পরিবারসহ ব্যক্তিগত কর্মীদের জিনিসপত্র ছিল। লাগেজটির ওজন ছিল প্রায় ২৫০ কেজির মতো। এর পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই (বিসিসিআই) অর্থ খরচ করতে হয়েছে। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ। যদিও ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭টি ব্যাগ বহনকারী খেলোয়াড় অন্যান্য খেলোয়াড়দের উপরও প্রভাব ফেলেছিলেন। তাঁরাও আলাদা আলাদা গাড়ি করে যাতায়াত শুরু করেন। এতে বিসিসিআই-এর খরচ বেড়ে গিয়েছিল এবং অসুবিধাও হচ্ছিল। তাই সফরের পর এই বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য হয় বিসিসিআই। যার ফলে, ১০ দফা নিয়ম চালু করে তারা।
কিছু নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়েছে। যেমন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে পরিবার সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না কোনো খেলোয়াড়। নিলে নিজ ব্যবস্থায় নিতে হবে বোর্ড কোনো অর্থ খরচ করবে না। সফর ৪৫ দিনের বেশি হলে কেবল দুই সপ্তাহ সঙ্গে থাকতে পারবে পরিবার। পাশাপাশি এখন থেকে টুর্নামেন্ট চলাকালীন কোনো খেলোয়াড় তাঁর ব্যক্তিগত স্টাফকে টিম হোটেলে রাখতে পারবেন না। অনুশীলনে সব খেলোয়াড়কেই টিম বাসে করে যেতে হবে। সফরের সময় ১৫০ কেজির বেশি লাগেজ বহন করার অনুমতি পাবেন না কোনো খেলোয়াড়। এর থেকে বেশি লাগেজ থাকলে অতিরিক্ত খরচ সেই খেলোয়াড়কেই বহন করতে হবে।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে পরিবার সঙ্গে না রাখার ব্যাপারে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এই সফরে খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী বা কোনো সফরসঙ্গী থাকতে পারবেন না। একজন সিনিয়র খেলোয়াড় এ ব্যাপারে জানতে চেয়েছিল বটে, কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে নীতিগত সিদ্ধান্ত মেনে চলতে হবে। যদি এরপর কোনো পরিবর্তন আসে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। যেহেতু সফরটি এক মাসেরও কম, তাই খেলোয়াড়দের সঙ্গে পরিবারের কোনো সদস্য থাকবে না। যদি কোনো বিশেষ অনুমতি দেওয়া হয়, তাহলে সেই ক্রিকেটারকেই সম্পূর্ণ খরচ বহন করতে হবে, বিসিসিআই বহন করবে না।’

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে